SML technology vlogs

SML technology vlogs Basically on this page you can learn about different settings of mobile, about different apps, about

পিছিয়ে পড়ার মানেই, নিঃশেষ হয়ে যাওয়া নয়। প্রিয়জন ছেড়ে যাওয়ার মানেই, বেচে থাকাটা মূল্যহীন হয়ে যাওয়া নয়। এক দরজা থেকে ফিরিয়...
12/06/2024

পিছিয়ে পড়ার মানেই, নিঃশেষ হয়ে যাওয়া নয়।
প্রিয়জন ছেড়ে যাওয়ার মানেই, বেচে থাকাটা মূল্যহীন হয়ে যাওয়া নয়।
এক দরজা থেকে ফিরিয়ে দেয়ার মানেই,
সব দরজা বন্ধ হয়ে যাওয়া নয়। কারণ,
জীবনের খেলায় কেউ দু-চার দিনে অল-আউট হয় না।
লাইফের টিভি সিরিয়াল, আট-দশটা এপিসোড হয়েই বন্ধ হয়ে যায় না।
এক সাবজেক্ট বা এক সেমিস্টারের রেজাল্ট দিয়ে অনার্স-মাস্টার্সের
ওভারঅল সিজিপিএ নির্ধারিত হয় না।

08/06/2024

একটা কথাই যথেষ্ট
একটা জীবন পরিবর্তন করতে।

15/05/2024

সম্মান পেতে চাইলে,
আগে সম্মান দাও

হে আল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন
14/05/2024

হে আল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন

SSC Batch 2024 resultChandra Prasad Co-Operative Secondary School
12/05/2024

SSC Batch 2024 result
Chandra Prasad Co-Operative Secondary School

12/05/2024

আজ ১২/০৫/২০২৪ইং তারিখ আর কিছু ক্ষনের মধ্যেই SSC-2024 পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
দীর্ঘ ১০ বছরের সাধনার ফল,
হে আল্লাহ আপনি SSC-2024 ব্যাচের সকলের মুখে হাসি ফুটিয়ে দিয়েন।
********************আমিন*********************
SSC-2024 ব্যাচের সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল।

10/05/2024

রাসুল (সা.) বলেছেন, ‘মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। এ দুই নামাজের ফজিলত যদি তারা জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো।’ (বুখারি, হাদিস : ৬৫৭)

13/04/2024

আসসালামু আলাইকুম ,
নিজে সর্তক হই,
অন্যদের সর্তক করার জন্য পোস্টটি শেয়ার করি।
বর্তমানে নিচে দেওয়া দুটি নাম্বারের কল রিসিভ করলে নাকি আপনার ফোনের যাবতীয় সকল কিছু হ্যাকারের হাতে চলে যাবে,
এর জন্য আপনাকে কোন তথ্য ‍দিতে হবে না হ্যাকারদেরকে।
তাই আমরা নিচে দেয়া নাম্বারের কল রিসিভ করা থেকে বিরত থাকার চেষ্টা করব।
এই দুইটি নাম্বার থেকে কল আসলে কেও যদি কল রিসিভ করেন তাহলে আপনার সব ডাটা তাদের কাছে চলে যাবে .....
+92............
+99.............. সময় থাকতে সাবধান....

03/04/2024

ভাবিয়া করিয়ো কাজ করিয়া ভাবিয়ো না

02/04/2024

যার বিয়ে তার খবর নাই,
পাড়াপড়শীর ঘুম নাই

19/03/2024

সফলতার গল্প পড়ো না,
কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে।
ব্যর্থতার গল্প পড়ো,
তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে।

Address

70, North Mugda
Dhaka
1214

Website

Alerts

Be the first to know and let us send you an email when SML technology vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share