12/06/2024
পিছিয়ে পড়ার মানেই, নিঃশেষ হয়ে যাওয়া নয়।
প্রিয়জন ছেড়ে যাওয়ার মানেই, বেচে থাকাটা মূল্যহীন হয়ে যাওয়া নয়।
এক দরজা থেকে ফিরিয়ে দেয়ার মানেই,
সব দরজা বন্ধ হয়ে যাওয়া নয়। কারণ,
জীবনের খেলায় কেউ দু-চার দিনে অল-আউট হয় না।
লাইফের টিভি সিরিয়াল, আট-দশটা এপিসোড হয়েই বন্ধ হয়ে যায় না।
এক সাবজেক্ট বা এক সেমিস্টারের রেজাল্ট দিয়ে অনার্স-মাস্টার্সের
ওভারঅল সিজিপিএ নির্ধারিত হয় না।