Meraj Ahmed

Meraj Ahmed I arrived to sculpt my nation into a singular marvel of distinction.

12/07/2025

কে গড়বে দেশ?
কে শুনবে মনের কথা?
কে করবে মেরামত এই দেশের?
কে ভাববে এর গভীরতা?
কে নিয়ে যাবে দেশকে ঐ স্হানে?
কখন হবে এই দেশ সয়ংসম্পূর্ণ?
কখন দেখব সুখ?
কারণ দেশ আবার সেই আবহমানকাল ধরে চলে আসা রাজনীতির বেড়াজালে আবদ্ধ হতে চলেছে।
হয়ত আবারও কিছু মৃত্যুর মধ্যে দিয়ে এটারও অবসান হবে।
তবে লাভ কি?
আছে কি কোন লাভ?
কোন পরিবর্তন কি আদো সম্ভব?
ক্ষমতার হস্তান্তরের মধ্যে দিয়ে চলতে থাকবে এই চক্র ।
আমরা থেকে যাব ওখানেই..... ওখানেই......ওখানেই......

11/07/2025

প্রতিটি মানুষের প্রফাইল পিকচারে আপলোড করুন। প্রতিবাদ হোক কঠিন ✊🇧🇩
নতুন জুলাই ।


I arrived to sculpt my nation into a singular marvel of distinction.

03/09/2024

এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম 🙂

29/08/2024

ডান চোখটা কাপছে খালি ,আসবে হাতে ধোন

29/08/2024

ওহে ভারত।

তোমার দেশে পানি বাড়লে,
ইচ্ছে মাফিক ছাড়ো।
ইচ্ছে হলেই পশু পাখি,
হাজার হাজার মানুষ মারো।.

বৃষ্টি আমার দেশে না হলেও,
হুটহাট বন্যা হয়।
প্রানের হত্যা সম্পদের ক্ষতি,
এড়িয়ে যাবার নয়।

নদীনালা প্রাকৃতিক ভাবে,
যদি চলতো আপন গতি মতো?
তাহলে কি রাতারাতি বলো,
এ বাংলার এত ক্ষতি হতো?

পানি বেশি হলে দাদারা,
কেন বাঁধ ছেড়ে দাও।
শুকনো মৌসুমে বাঁধ আটকে,
আবার পানি কেড়ে নাও।

নদীর বাঁধ খোলা বন্ধ,
এসব করে কি লাভ পাও?
আপন গতিতে দুই বাংলার বুকে,
নদী সমুদ্রকে চলতে দাও।

Music and Editing : Meraj Ahmed
Lyrics : Chowhan Joti
All rights reserved to this page ©

28/08/2024
28/08/2024

Eki Bazee Rono Rono..

🫡🇮🇳
25/08/2024

🫡🇮🇳

21/08/2024

ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র সামনে আসবে।




21/08/2024

দেশের স্বার্থে স্বৈরাচার সরকার উৎখাতের বাহানা দেখিয়ে যারা অটোপাশ চায় তাদের সাথে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সুবিধাবাদী আচরনের অনেক মিল রয়েছে। দেশের স্বার্থে কাজ করে আবার খোটা দেয়া বা সুবিধা নেয়ার মানসিকতা পরিবর্তন করতে হবে।

20/08/2024

#

16/08/2024

১৫ বছরের সকল অপকর্মের বিরুদ্ধে যারা টু শব্দ করে নাই আজ যখন দেখি তাদের বেদনাময় লেখা: এটা করা কি ঠিক হইছে? সেটা করা কি ঠিক হইছে?--- ইত্যাদি ইত্যাদি।🙂

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meraj Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meraj Ahmed:

Share