12/07/2025
কে গড়বে দেশ?
কে শুনবে মনের কথা?
কে করবে মেরামত এই দেশের?
কে ভাববে এর গভীরতা?
কে নিয়ে যাবে দেশকে ঐ স্হানে?
কখন হবে এই দেশ সয়ংসম্পূর্ণ?
কখন দেখব সুখ?
কারণ দেশ আবার সেই আবহমানকাল ধরে চলে আসা রাজনীতির বেড়াজালে আবদ্ধ হতে চলেছে।
হয়ত আবারও কিছু মৃত্যুর মধ্যে দিয়ে এটারও অবসান হবে।
তবে লাভ কি?
আছে কি কোন লাভ?
কোন পরিবর্তন কি আদো সম্ভব?
ক্ষমতার হস্তান্তরের মধ্যে দিয়ে চলতে থাকবে এই চক্র ।
আমরা থেকে যাব ওখানেই..... ওখানেই......ওখানেই......