
15/06/2025
🛫 ১০ মাসে ১১ সফর, ফলাফল — শুধু গল্প আর গুজব! 🎭
অন্তর্বর্তী সরকারপ্রধান ড. ইউনূস গত ১০ মাসে ১১ বার বিদেশ সফরে গেছেন। প্রতিবারই দেশে ফিরে এসেছেন হাতে কোনো বাস্তব অর্জন নয়, বরং একঝাঁক "ডাব্বা খাওয়ানো" গল্প নিয়ে।
🇹🇷 তুরস্ক নাকি হাসপাতাল করে দেবে।
🇨🇳 চীন নাকি আলাদা স্বাস্থ্যপ্রকল্প শুরু করবে।
🇵🇰 পাকিস্তান নাকি প্রযুক্তি দিয়ে ঢেলে সাজাবে বাংলাদেশ!
কিন্তু বাস্তবে কী হয়েছে?
👉 শুধু মিডিয়া-বন্ধুদের দিয়ে "আসছে! হচ্ছে!" এমন Schlagzeile—আর কিছুই না।
এই ১১টি সফরের জন্য তিনি দেশের কোটি কোটি টাকা খরচ করলেও দেশে ফিরে কোনো স্পষ্ট পরিকল্পনা, চুক্তি বা বাস্তব উন্নয়নের ছিটেফোঁটাও দেখাতে পারেননি। এসব ভ্রমণ যেন একেকটা “রাজকীয় ফটোশুট”—আর জনগণ যেন হয়ে গেছে প্রতারণার পরীক্ষাগার।
🔍 জনগণের প্রশ্ন:
বিদেশ সফর কি উন্নয়নের জন্য, নাকি গল্প ফেঁদে নিজের সম্মান রক্ষা করতে?
🧾 দেশ চায় কাজ, আপনি দেন কেবল কথার ফানুস।
#গল্পগুজব_গভর্মেন্ট
#ভ্রমণ_না_বিজ্ঞানফ্যান্টাসি
#ইউনূসনামা
#নেতা_না_নাটক