01/08/2025
আট লক্ষাধিক হাদীস ও আছার সম্বলিত দুই শতাধিক হাদীস ও তাখরীজের বিভিন্ন কিতাব, মুসান্নেফগণের নাম ও তাঁদের মৃত্যু সন।
*******************************
শত শত হাদীসের কিতাবে লক্ষ লক্ষ হাদীস থাকতে কেবল বুখারী-মুসলিমের হাদীস মানাই কি যথেষ্ট??
(খুবই তথ্যবহুল, গুরুত্বপূর্ণ ও উপকারী পোস্ট। একটু সময় নিয়ে পড়লে কাজে লাগবে, নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন।)
আমাদের মধ্যে অনেকেই আছেন, বিশেষ করে জেনারেল শিক্ষিত মুসলিম ভাইদের অনেকেই মনে করেন যে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাদীস সমূহ বুখারী ও মুসলিম শরীফেই সব বিদ্যমান রয়েছে। তাই বুখারী ও মুসলিম শরীফের হাদীস সমূহ মানলেই যথেষ্ট হয়ে যাবে। এছাড়া আরো কোন হাদীসগ্রন্থ রয়েছে কিনা বা থাকলে সেগুলোতে কী পরিমাণ হাদীস ও আছার রয়েছে, সেগুলোর কোন মানের? এ সম্পর্কে জানার প্রয়োজনবোধ করেন না। আমি এখানে জেনারেল শিক্ষিত বন্ধুদের দোষ দিব না। বরং যেসকল পণ্ডিত তাদের নিকট সত্য গোপন করছেন এবং সত্য গোপনের উদ্দেশ্য কি তাও এ পোস্টে আলোচনায় আনব না। এখানে শুধু রাসূলুল্লাহ সাঃ, সাহাবায়ে কেরাম ও তাবেয়ীগণের যে লক্ষ লক্ষ হাদীস-আছার শত শত হাদীস, তাখরীজ ও রিজালের কিতাবে বিদ্যমান রয়েছে তার দিকেই সকলের সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
দেখুন শত শত কিতাবে লক্ষ লক্ষ হাদীস-আছারের পরিসংখ্যান। আমি মোটামুটি যতটুকু সংগ্রহ করতে পেরেছি, তা এখানে উল্লেখ করলাম। এছাড়া আরো অনেক কিতাব রয়েছে, যেগুলোর হিসাব করা সম্ভব হয়নি।
আট লক্ষাধিক হাদীস ও আছার সম্বলিত দুই শতাধিক হাদীস ও তাখরীজের বিভিন্ন কিতাব, মুসান্নেফগণের নাম ও তাঁদের মৃত্যু সন।
হাদীসের কিতাবে হাদীস ও আছার সংখ্যা- ৫,২৩,৯৩৮ (পাঁচ লক্ষ তেইশ হাজার নয়শত আটত্রিশটি।)
তাখরীজের কিতাবে হাদীস ও আছার সংখ্যা- ২,৮৪,২২৯ (দুই লক্ষ চুরাশি হাজার দুইশত ঊনত্রিশটি।)
মোট হাদীস ও আছার সংখ্যা- ৮,০৮,১৬৭ (আট লক্ষ আট হাজার একশত ষাটষট্টিটি।)
(মুসান্নেফগণের ওফাত তথা মৃত্যুসনের ধারাবাহিকতা অনুযায়ী সিরিয়াল করা হয়েছে)
০১. কিতাবুল আসার লি আবি হানিফা, ওফাত-১৫০ হি. রেওয়ায়াতু আবি ইউসুফ, ওফাত-১৮২ হি., হাদীস সংখ্যা-১০৫৯
০২. কিতাবুল আসার লি আবি হানিফা, ওফাত-১৫০ হি. রেওয়ায়াতু মুহাম্মদ ইবনিল হাসান, ওফাত-১৮৯ হি. হাদীস সংখ্যা- ৯১৩
০৩. জা’মে মা’মার ইবনে রাশেদ, ওফাত-১৫৩ হি. হাদীস সংখ্যা-২১০৩৩
০৪. আল মানাসিক লি ইবনে আবি আরুবা, ওফাত-১৫৬ হি. হাদীস সংখ্যা-১৩০
০৫. আল মাসাহেফ লি ইবনে আবি দাউদ, ওফাত-১৫৯ হি., হাদীস সংখ্যা-৭০১
০৬. হাদীসু সুফিয়ান আস সাওরী, ওফাত-১৬১ হি., হাদীস সংখ্যা-৩২১
০৭. মাশীখাতু ইবনে তুহমান, ওফাত-১৬৮ হি., হাদীস সংখ্যা-২০৬
০৮. মুয়াত্তা ইমাম মালেক/মুহাম্মদ ইবনে হাসানের রেওয়ায়াত, ওফাত-১৭৯ হি. হাদীস- ১০০৮
০৯. মুয়াত্তা ইমাম মালেক/ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া আল আন্দালুসীর রেওয়ায়াত, হাদীস- ১৮২৩
১০. আয যুহুদু ওরাকায়েক লি ইবনুল মুবারক, ওফাত-১৮১ হি., হাদীস সংখ্যা-১৬২৭
১১. আল জিহাদ লি ইবনুল মুবারক, ওফাত-১৮১ হি., হাদীস সংখ্যা-২৬২
১২. আদ দুআ লি মুহাম্মদ ইবনে ফুযাইল ওফাত-১৯৫ হি., হাদীস সংখ্যা-১৬০
১৩. আল জা’মে লি ইবনে ওহাব, ওফাত-১৯৭ হি., হাদীস সংখ্যা-৬৯১
১৪. আল মুয়াত্ত্বা লি ইবনে ওহাব, ওফাত-১৯৭ হি., হাদীস সংখ্যা-৫২১
১৫. আল মুয়াত্ত্বা কিতাবুল কাযা ফিল বুয়ু লি ইবনে ওহাব, ওফাত-১৯৭ হি., হাদীস সংখ্যা-৩৩০
১৬. কিতাবুল মুহারাবা লি ইবনে ওহাব, ওফাত-১৯৭ হি., হাদীস সংখ্যা-১৩৮
১৭. আয যুহদ লি ওকী ইবনুল জাররাহ, ওফাত-১৯৭ হি., হাদীস সংখ্যা-৫৩১
১৮. আল খারাজ লি ইয়াহইয়া ইবনে আদম, ওফাত-২০৩ হি., হাদীস সংখ্যা-৬০৭
১৯. মুসনাদু আবি দাউদ ত্বয়ালিসী, ওফাত-২০৪ হি. হাদীস সংখ্যা-২৮৯০
২০. মুসনাদুস শাফেয়ী, তারতীবুস সিন্দী, ওফাত-২০৪ হি. হাদীস সংখ্যা-৭০৯
২১. মুসনাদুস শাফেয়ী, তারতীবু সুনজার, ওফাত-২০৪ হি. হাদীস সংখ্যা-১৮১৯
২২. আস সুনানুল মা’ছুরা লিশ শাফেয়ী, ওফাত-২০৪ হি. হাদীস সংখ্যা-৬২৬
২৩. ইখতিলাফুল হাদীস লিশ শাফেয়ী, ওফাত-২০৪ হি. হাদীস সংখ্যা-২৩৭
২৪. মুসনাদু আব্দির রাযযাক সানআনী, ওফাত-২১১ হি. হাদীস সংখ্যা-২১০৩৩
২৫. মুসনাদুল হুমায়দী, ওফাত-২১৯ হি. হাদীস সংখ্যা-১৩৩৭
২৬. আস সালাত লি ফজল ইবনে দুকাইন, ওফাত-২১৯ হি., হাদীস সংখ্যা-৩০২
২৭. আহাদীসু আফফান ইবনে মুসলিম, ওফাত-২১৯ এর পর, হাদীস সংখ্যা-৩৮২
২৮. কিতাবুল আমওয়াল লিল কাসেম ইবনে সাল্লাম, ওফাত-২২৪ হি., হাদীস সংখ্যা-১৩২৭
২৯. ফাজায়েলুল কুরআন লিল কাসেম ইবনে সাল্লাম, ওফাত-২২৪ হি., হাদীস সংখ্যা-৭৬১
৩০. আন নাসিখ ওয়াল মানসুখ লিল কাসেম ইবনে সাল্লাম, ওফাত-২২৪ হি., হাদীস সংখ্যা-৪৩৭
৩১. আত্ তুহুর লিল কাসেম ইবনে সাল্লাম, ওফাত-২২৪ হি., হাদীস সংখ্যা-৪১৯
[[
৩২. আল খুতাবু ওয়াল মাওয়ায়েজ লিল কাসেম ইবনে সাল্লাম, ওফাত-২২৪ হি., হাদীস সংখ্যা-১৪৫
৩৩. আত তাআ’যী লি আবিল হাসান আল মাদায়িনী, ওফাত-২২৪ হি., হাদীস সংখ্যা-১৭২
৩৪. সুনানু সাঈদ ইবনে মানসুর, ওফাত-২২৭ হি. হাদীস সংখ্যা-২৭৯১
৩৫. আত্ তাফসীর মিন সুনানে সাঈদ ইবনে মানসুর, ওফাত-২২৭ হি., হাদীস সংখ্যা-১১৭৭
৩৬. আল ফিতান লি নুআইম ইবনে হাম্মাদ, ওফাত-২২৮ হি., হাদীস সংখ্যা-২০০১
৩৭. মুসনাদু আলী ইবনুল জা’দ, ওফাত-২৩০ হি. হাদীস সংখ্যা-৩৪৬২
৩৮. জুযয়ু ইয়ালা ইবনে আব্বাদ, ওফাত-২৩০ হি., হাদীস সংখ্যা-৩২৮
৩৯. কিতাবুল ইলম লি যুহাইর ইবনে হারব, ওফাত-২৩৪ হি., হাদীস সংখ্যা-১৬৮
৪০. মুসান্নাফু ইবনে আবি শায়বা, ওফাত-২৩৫ হি., হাদীস সংখ্যা-৩৯০৯৮
৪১. আল আদাবু লি ইবনে আবি শায়বা, ওফাত-২৩৫ হি., হাদীস সংখ্যা-৪২১
৪২. মুসনাদু ইবনে আবি শায়বা, ওফাত-২৩৫ হি., হাদীস সংখ্যা-১০০০
৪৩. আল ঈমান লি ইবনে আবি শায়বা, ওফাত-২৩৫ হি., হাদীস সংখ্যা-১৩৫
৪৪. আল কাযা লি সুরাইজ ইবনে ইউনুস, ওফাত-২৩৫ হি., হাদীস সংখ্যা-১০০
৪৫. মুসনাদু ইসহাক ইবনে রাহুয়াহ, ওফাত-২৩৮ হি., হাদীস সংখ্যা-২৪২৫
৪৬. আদাবুন নিসা লি আব্দিল মালিক ইবনে হাবিব, ওফাত-২৩৮ হি., হাদীস সংখ্যা-২৬৪
৪৭. মুসনাদু খলিফা ইবনে খাইয়াত্ব, ওফাত-২৪০ হি., হাদীস সংখ্যা-১০১
৪৮. মুসনাদু আহমদ, ওফাত-২৪১ হি., হাদীস সংখ্যা-২৭৬৪৭
৪৯. ফাজায়েলুস সাহাবা লি আহমদ ইবনে হাম্বল, ওফাত-২৪১ হি., হাদীস সংখ্যা-১৯৬২।
৫০. আল আহাদু ওয়াল মাসানী লি আহমদ ইবনে হাম্বল, ওফাত-২৪১ হি., হাদীস সংখ্যা-৩৪৯৩
৫১. আয যুহুদু লি লি আহমদ ইবনে হাম্বল, ওফাত-২৪১ হি., হাদীস সংখ্যা-২৪০৭
৫২. আল আশরিবাহ লি আহমদ ইবনে হাম্বল, ওফাত-২৪১ হি., হাদীস সংখ্যা-২৪২
৫৩. আয যুহুদু লি হান্নাদ ইবনুস সারী আল কুফী, ওফাত-২৪৩ হি., হাদীস সংখ্যা-১৪৪২
৫৪. মুসনাদু সা’দ ইবনে আবি ওয়াক্কাস লিদ দাওরাকী, ওফাত-২৪৬ হি., হাদীস সংখ্যা-১৩৪
৫৫. জুযয়ু ক্বিরাআতিন নবী (সাঃ) লি হাফস ইবনে উমর, ওফাত-২৪৬ হি., হাদীস সংখ্যা-১২৭
৫৬. আল মুনতাখাব মিন মুসনাদে আবদ ইবনে হুমাইদ, মুস্তফা আল আদাবী, ওফাত-২৪৯ হি., হাদীস সংখ্যা-১৫৯৪
৫৭. আল আমওয়াল লি ইবনে যানজূয়াহ, ওফাত-২৫১ হি., হাদীস সংখ্যা-২৪৭৫
৫৮. সুনানু দারেমী, ওফাত-২৫৫ হি., হাদীস সংখ্যা-৩৫৬৭
৫৯. আল জামিউস সহীহ লিল বুখারী, ওফাত-২৫৬ হি., হাদীস সংখ্যা-আইনী রহ., ইবনুস সালাহ র. এর মতে- পূনরাবৃত্তি সহ ৭২৭৫, ইবেনে হাজার রহ. এর মতে পূনরাবৃত্তি সহ-৭৩৯৭, মাকতাবায়ে শামেলা- ৭৫৬৩, আর ইবনে হাজারের মতে পূনরাবৃত্তি ছাড়া হাদীস হল ২৬০২ টি।
৬০. আল আদাবুল মুফরাদ লিল বুখারী, ওফাত-২৫৬ হি., হাদীস সংখ্যা-১৩৬৬
৬১. আত তারীখুল কবীর লিল বুখারী, ওফাত-২৫৬ হি., হাদীস সংখ্যা-৩৬৫২
৬২. আত তারীখুস সগীরুল আওসাত লিল বুখারী, ওফাত-২৫৬ হি., হাদীস সংখ্যা-২৯৯৭ (রিজাল শাস্ত্র ও হাদীসের কিতাব)
৬৩. আল ক্বিরা’আতু খালফাল ইমাম লিল বুখারী, ওফাত-২৫৬ হি., হাদীস সংখ্যা-১৮৯
৬৪. খলকু আফআলিল ইবাদ লিল বুখারী, ওফাত-২৫৬ হি., হাদীস সংখ্যা-২৭৮
৬৫. কুররাতুল আইনাইন বি রফয়ীল ইয়াদাইন ফিস সালাত লিল বুখারী, ওফাত-২৫৬ হি., হাদীস সংখ্যা-১১৮
৬৬. আস্ সহীহ লি মুসলিম, ওফাত-২৬১ হি., হাদীস সংখ্যা পূনরাবৃত্তি সহ ১২,০০০, পূনরাবৃ্ত্তি বাদে ৪০০০, মুহাম্মদ ফুয়াদ আব্দুল বাকী বলেছেন পূনরাবৃ্ত্তি বাদে ৩০৩৩, মাকতাবায়ে শামেলা-৩০৩৩
৬৭. আস সুনানুল মা’ছুরা লিল শাফেয়ী, ওফাত-২৬৪ হি., হাদীস সংখ্যা-৬৮২
৬৮. জুযয়ু সা’দান, ওফাত-২৬৫ হি., হাদীস সংখ্যা-১৬৫
৬৯. তারিকাতুন নবী (সাঃ) লি হাম্মাদ ইবনে ইসহাক, ওফাত-২৬৭ হি., হাদীস সংখ্যা-৯৭
৭০. আল মাহাব্বাতু লিল্লাহ, লি আবি ইসহাক আল খাতালী, ওফাত-২৭০ হি., হাদীস সংখ্যা-২৬৪
৭১. জুযয়ুম মিন আহাদীসিল কাযযার, ওফাত-২৭১ হি., হাদীস সংখ্যা-১১২০
৭২. সুনানু ইবনে মাজাহ, ওফাত- ২৭৩ হি., হাদীস সংখ্যা- ৪৩৪১, মাকতাবায়ে শামেলা- ৪৩৪১
৭৩. সুনানু আবি বকর আল আছরাম, ওফাত- ২৭৩ হি., হাদীস সংখ্যা- ১৬৯
৭৪. সুনানু আবি দাউদ, ওফাত- ২৭৫ হি., হাদীস সংখ্যা- ৪৮০০, মাকতাবায়ে শামেলা- ৫২৭৪
৭৫. আয্ যুহুদু লি আবি দাউদ, ওফাত-২৭৫ হি., হাদীস সংখ্যা-৫০২
৭৬. আল মারাসিল লি আবি দাউদ, ওফাত-২৭৫ হি., হাদীস সংখ্যা-৫১৫
৭৭. আখবারুস শুয়ুওখ ওয়া আখলাকুহুম লি আবি বকর আল মাররুযী, ওফাত-২৭৫ হি., হাদীস সংখ্যা-৩৭৯
৭৮. আল ওয়ারা লি আহমদ রেওয়ায়েতে মারওয়াযী, ওফাত-২৭৫ হি., হাদীস সংখ্যা-৬৩৯
৭৯. আল হাউযু ওয়াল কাউসার লি বাকী ইবনে মাখলাদ, ওফাত-২৭৬ হি., হাদীস সংখ্যা-৪৩
৮০. আয যুহুদু লি আবি হাতেম, ওফাত-২৭৭ হি., হাদীস সংখ্যা-১২৩
৮১. আল জা’মে লিত তিরমিযী, ওফাত-২৭৯ হি., হাদীস সংখ্যা-৩৮১২, ইবনে কাসীর রহ. বলেন, ৪০০০, মাকতাবায়ে শামেলা-৩৯৫৬
৮২. আশ শামায়েলুল মুহাম্মদীয়া লিত তিরমিযী, ওফাত-২৭৯ হি., হাদীস সংখ্যা-৪১৭
৮৩. আর রদ্দু আলাল জাহমিয়াহ লিদ দারেমী, ওফাত-২৮০ হি., হাদীস সংখ্যা-৩৯৯
৮৪. মুসনাদু আবি হানিফা লিল হারেস, ওফাত-২৮২ হি., হাদীস সংখ্যা-১১৩৬
৮৫. ফাজলুস সালাতি আলান নবী (সাঃ, ওফাত-২৮২ হি., হাদীস সংখ্যা-১০৭
৮৬. গারীবুল হাদীস লি ইবরাহীম ইবনে ইসহাক আল হারবী, ওফাত-২৮৫ হি., হাদীস সংখ্যা-১৪৩৬
৮৭. আল বিদায়ু লি ইবনি ওয়াদ্দাহ, ওফাত-২৮৬ হি., হাদীস সংখ্যা-২৮৯
৮৮. আল জিহাদু লি ইবনে আবি আছেম, ওফাত-২৮৭ হি., হাদীস সংখ্যা-৩২১
৮৯. আস সুন্নাহ লি ইবনে আবি আছেম, ওফাত-২৮৭ হি., হাদীস সংখ্যা-১৫৫৮
৯০. আল আওয়ায়িল লি ইবনে আবি আসেম, ওফাত-২৮৭ হি., হাদীস সংখ্যা-১৯১
৯১. আদ দিয়াত লি ইবনে আবি আছেম, ওফাত-২৮৭ হি., হাদীস সংখ্যা-২৬৭
৯২. আস সুন্নাহ লি আব্দিল্লাহ ইবনে আহমদ, ওফাত-২৯০ হি., হাদীস সংখ্যা-১৪২২
৯৩. মুসনাদুল বাযযার, ওফাত-২৯২ হি., হাদীস সংখ্যা-১০৪৩২
৯৪. মুসনাদু আবি বকর, আহমদ ইবনু আলী মারওয়াযী, ওফাত-২৯২ হি., হাদীস সংখ্যা-১৪২
j
৯৫. তা’জীমু ক্বদরীস সালাত লি মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াযী, ওফাত-২৯৪ হি., হাদীস সংখ্যা-১১০৪
৯৬. আস সুন্নাহ লি মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াযী, ওফাত-২৯৪ হি., হাদীস সংখ্যা-৩৪৬
৯৭. সালাতুল বিতর লি মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াযী, ওফাত-২৯৪ হি., হাদীস সংখ্যা-৯০
৯৮. ফাজায়েলুল কুরআন লি মুহাম্মদ ইবনুদ দারীস, ওফাত-২৯৪ হি., হাদীস সংখ্যা-২৯৭
৯৯. কিতাবুল কদর লিল ফিরইয়াবী, ওফাত-৩০১ হি., হাদীস সংখ্যা-৪০৮
১০০. ফাজায়েলুল কুরআন লিল ফিরইয়াবী, ওফাত-৩০১ হি., হাদীস সংখ্যা-১৭৮
১০১. আহকামুল ঈদাইন লিল ফিরইয়াবী, ওফাত-৩০১ হি., হাদীস সংখ্যা-১৬৯
১০২. আস সিয়াম লিল ফিরইয়াবী, ওফাত-৩০১ হি., হাদীস সংখ্যা-১৭০
১০৩. সিফাতুন নিফাক ওয়া যম্মুল মুনাফিকীন লিল ফিরইয়াবী, ওফাত-৩০১ হি., হাদীস সংখ্যা-১১১
১০৪. সুনানুন নাসাঈ, ওফাত-৩০৩ হি., হাদীস সংখ্যা- ৫৭৬১, কারো কারো মতে- ৪৪৮২, মাকতাবায়ে শামেলা- ৫৭৫৮
১০৫. আস সুনানুল কুবরা লিন নাসায়ী, ওফাত-৩০৩ হি., হাদীস সংখ্যা-১১৯৪৯
১০৬. আমালুল ইয়াওমি ওয়াল লাইলাতি লিন নাসায়ী, ওফাত-৩০৩ হি., হাদীস সংখ্যা-১১৪১
১০৭. মুসনাদু আবি ইয়ালা লিল মাওসিলী, ওফাত-৩০৭ হি., হাদীস সংখ্যা-৭৫৫৫
১০৮. আল মুনতাক্বা লি ইবনিল জারুদ, ওফাত-৩০৭ হি., হাদীস সংখ্যা-১০৮৬।
১০৯. মুসনাদুর রুওইয়ানী, ওফাত-৩০৭ হি., হাদীস সংখ্যা-১৫৪৫
১১০. আল কুনা ওয়াল আসমা লিদ্ দুওলাবী, ওফাত-৩১০ হি., হাদীস সংখ্যা-২১১৭ (রিজাল শাস্ত্র ও হাদীসের কিতাব)
১১১. সহীহ ইবনে খুযায়মা, ওফাত-৩১১ হি., হাদীস সংখ্যা-৩০৭৯
১১২. আত তাওহীদ লি ইবনে খুযায়মা, ওফাত-৩১১ হি., হাদীস সংখ্যা-৫৭৮
১১৩. আস সুন্নাতু লি আবি বকর ইবনে খাল্লাল, ওফাত-৩১১ হি., হাদীস সংখ্যা-১৮২৫
১১৪. হাদীসুস সার্রাজ, ওফাত-৩১৩ হি., হাদীস সংখ্যা-২৭৪৬
১১৫. মুসনাদুস সার্রাজ, ওফাত-৩১৩ হি., হাদীস সংখ্যা-১৫৭৬
১১৬. মুসনাদু আবি আওয়ানা, ওফাত-৩১৬ হি., হাদীস সংখ্যা-৮৭১৮
১১৭. আল আওসাত লি ইবনিল মুনযির ওফাত-৩১৯ হি., হাদীস সংখ্যা-৩৩৪৫
১১৮. শরহু মাআনিল আছার লি আবী জা’ফর ত্বহাবী, ওফাত-৩২১ হি., হাদীস সংখ্যা-৭৪৬৭
১১৯. শরহু মুশকিলিল আছার লি আবী জা’ফর ত্বহাবী, ওফাত-৩২১ হি., হাদীস সংখ্যা-৬১৭৯
১২০. তাফসীরু ইবনে আবি হাতেম, ওফাত-৩২৭ হি., হাদীস সংখ্যা-১৬৪৬৮
১২১. মাসাবিল আখলাক লিল খারায়িতী, ওফাত-৩২৭ হি., হাদীস সংখ্যা-৮০৯
১২২. মাকারিমুল আখলাক লিল খারায়িতী, ওফাত-৩২৭ হি., হাদীস সংখ্যা-১০৪১
১২৩. আন নাসিখ ওয়াল মানসূখ লি আবি জা’ফর আন নাহহাস, ওফাত-৩৩৮ হি., হাদীস সংখ্যা-৫১৮
১২৪. মু’জামু ইবনিল আ’রাবী, ওফাত-৩৪০ হি., হাদীস সংখ্যা-২৪৬০
১২৫. সহীহু ইবনে হিব্বান, ওফাত-৩৫৪ হি., হাদীস সংখ্যা-৭৪৯১
১২৬. কিতাবুল ফাওয়াইদ (গায়লানিয়াত) ওফাত-৩৫৪ হি., হাদীস সংখ্যা-১১৪২
১২৭. আল মুসনাদুল কবীর লিশ শাসী, ওফাত-৩৫৫ হি., হাদীস সংখ্যা-১৪৫৮
১২৮. আদ দোয়া লিত তবারানী, ওফাত-৩৬০ হি., হাদীস সংখ্যা-২২৫১
১২৯. আল মু’জামুল আওসাত লিত তবারানী, ওফাত-৩৬০ হি., হাদীস সংখ্যা-৯৪৮৯
১৩০. আল মু’জামুস সগীর লিত তবারানী, ওফাত-৩৬০ হি., হাদীস সংখ্যা-১১৯৮
১৩১. আল মু’জামুল কবীর লিত্ তবারানী, ওফাত-৩৬০ হি., হাদীস সংখ্যা-২৩,৬৪২
১৩২. মুসনাদুশ শামিয়্যীন লিত্ তবারানী, ওফাত-৩৬০ হি., হাদীস সংখ্যা-৩৬৩৭
১৩৩. মাকারিমুল আখলাক লিত্ তবারানী, ওফাত-৩৬০ হি., হাদীস সংখ্যা-২৩৫
১৩৪. কিতাবুশ শরীয়াত লিল আজুররী, ওফাত-৩৬০ হি., হাদীস সংখ্যা-২০০৩
১৩৫. আখলাকুল উলামা লিল আজুররী, ওফাত-৩৬০ হি., হাদীস সংখ্যা-১০৫
১৩৬. যমমুল লিওয়াত লিল আজুররী, ওফাত-৩৬০ হি., হাদীস সংখ্যা-৫৪
১৩৭. আখলাকুন নবী লি আবিশ শায়খ আলআসবাহানী, ওফাত-৩৬৯ হি., হাদীস সংখ্যা-৮৩৮
১৩৮. আমছালুল হাদীস লি আবিশ শায়খ আলআসবাহানী, ওফাত-৩৬৯ হি., হাদীস সংখ্যা-৩৩৮
১৩৯. আততাওবীখ ওয়াত তাম্বীহ লি আবিশ শায়খ আলআসবাহানী, ওফাত-৩৬৯ হিজরী, হাদীস সংখ্যা-২৩৬
১৪০. আল মু’জামু লি ইবনিল মুকরী, ওফাত-৩৮১ হি., হাদীস সংখ্যা-১৩৪৮
১৪১. সুনানু দারা কুতনী, ওফাত-৩৮৫ হি., হাদীস সংখ্যা-৪৮৩৬
১৪২. ফাজায়েলুস সাহাবা লিদ্দারাকুতনী, ওফাত-৩৮৫ হি., হাদীস সংখ্যা-৭৫
১৪৩. নাসিখুল হাদীস ওয়া মানসুখিহী লি ইবনে শাহীন, ওফাত-৩৮৫ হি., হাদীস সংখ্যা-৬৭৬
১৪৪. আত্ তারগীবু ফি ফাজায়েলেল আ’মাল লি ইবনে শাহীন, ওফাত-৩৮৫ হি., হাদীস সংখ্যা-৫৮১
১৪৫. শরহু মাযাহিবী আহলিস সুন্নাহ লি ইবনে শাহীন, ওফাত-৩৮৫ হি., হাদীস সংখ্যা-১৯৯
১৪৬. আল ইবানাতুল কুবরা লি ইবনে বাত্তাহ আলআকবারী, ওফাত-৩৮৭ হি., হাদীস সংখ্যা-২৬৪৩
১৪৭. আল মুখাল্লাসিয়্যাত লিল মুখাল্লিস, ওফাত-৩৯৩ হি., হাদীস সংখ্যা-৩১৮৬
১৪৮. আল ঈমানু লি ইবনে মান্দাহ, ওফাত-৩৯৫ হি., হাদীস সংখ্যা-১১১৭
১৪৯. আত্ তাওহীদু লি ইবনে মান্দাহ, ওফাত-৩৯৫ হি., হাদীস সংখ্যা-৩৬১
১৫০. আল মুসতাদরাক লিল হাকেম, ওফাত-৪০৫ হি., হাদীস সংখ্যা-৮৮০৩
১৫১. আল ফাওয়ায়েদু লি তাম্মাম জুনাইদ আল বাজালী আর রাযী, ওফাত-৪১৪ হি., হাদীস সংখ্যা-১৭৯৮
১৫২. শরহু উসুলী ই’তিকাদী আহলিস সুন্নাহ ওয়াল জামাআত লিত্ ত্ববারী আর রাযী লাকলায়ী, ওফাত-৪১৮ হি., হাদীস সংখ্যা-২৮২৩
১৫৩. মুসনাদু আবি হানিফা লি আবি নুয়াঈম আছবাহানী, ওফাত-৪৩০ হি., হাদীস সংখ্যা-৩৬৬
১৫৪. মা’রেফাতুস সাহাবা লি আবি নুয়াঈম আছবাহানী, ওফাত-৪৩০ হি., হাদীস সংখ্যা-৭৪৫৫ (রিজাল শাস্ত্র ও হাদীসের কিতাব)
১৫৫. আত্ তিব্ব আন্ নববী লি আবি নুয়াঈম আছবাহানী, ওফাত-৪৩০ হি., হাদীস সংখ্যা-৯০৫
১৫৬. আল মুসনাদুল মুসতাখরাজ আলা সহীহ মুসলিম লি আবি নুয়াঈম আছবাহানী, ওফাত-৪৩০ হি., হাদীস সংখ্যা-৩৫১৬
১৫৭. সিফাতুল জান্নাতী লি আবি নুয়াঈম আছবাহানী, ওফাত-৪৩০ হি., হাদীস সংখ্যা-৪৫৪
১৫৮. ফাজায়েলুল খুলাফায়ির রাশিদীন লি আবি নুয়াঈম আছবাহানী, ওফাত-৪৩০ হি., হাদীস সংখ্যা-২৩৯
১৫৯. দালায়েলুন নবুয়্যাত লি আবি নুয়াঈম আছবাহানী, ওফাত-৪৩০ হি., হাদীস সংখ্যা-৫৪৯
১৬০. আমালী ইবনে বুশরান, ওফাত-৪৩০ হি., হাদীস সংখ্যা-১৬৫৩
১৬১. আস সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতানি লিদ্ দানী, ওফাত-৪৪৪ হি., হাদীস সংখ্যা-৭২৫
১৬২. মুসনাদুস শিহাব লিল কাযায়ী, ওফাত-৪৫৪ হি., হাদীস সংখ্যা-১৪৯৯
১৬৩. হজ্জাতুল বিদা লি ইবনে হাযম, ওফাত-৪৫৬ হি., হাদীস সংখ্যা-৫৩০
১৬৪. আল আদাবু লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-৮৬৭
১৬৫. আস সুনানুস ছূগরা লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-৪৮৮৩
১৬৬. আস সুনানুল কুবরা লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-২২,৩৪০
১৬৭. আল কাযা ওয়াল ক্বদর লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-৫৮২
১৬৮. শুআবুল ঈমান লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-১১২৬৯
১৬৯. মা’রেফাতুস সুনানে ওয়াল আছার লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-২০৮৮১
১৭০. দালায়েলুন নবূয়্যাত লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-৩২৮৬
১৭১. ইসবাতু আযাবিল কবর লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-২১১
১৭২. আল আসমা ওয়াস ছিফাত লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-১০২৩
১৭৩. আয যুহুদুল কবীর লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-৯৯৩
১৭৪. আল মাদখাল ইলাস সুনানিল কুবরা লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-৭০৯
১৭৫. আল বা’ছু ওয়ান নুসুর লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-৫৯৩
১৭৬. আদ্ দাওয়াতুল কাবির লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-৬৭১
১৭৭. আল ক্বিরা’আতু খালফাল ইমাম লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-৪০০
১৭৮. আল ই’তিক্বাদ লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-৩৬৬
১৭৯. ফাজায়েলুল আওক্বাত লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-৩০৮
১৮০. হায়াতুল আম্বিয়া ফি কুবুরিহীম লিল বায়হাকী, ওফাত-৪৫৮ হি., হাদীস সংখ্যা-২১
১৮১. জামেয়ু বায়ানিল ইলমি ওয়া ফাজলিহী লিল কুরতুবী, ওফাত-৪৬৩ হি., হাদীস সংখ্যা-২৪১৫
১৮২. মানাকিবূ আলী লি ইবনিল মাগাযিলী, ওফাত-৪৮৩ হি., হাদীস সংখ্যা-৪৬৭
১৮৩. তারতীবুল আমালী আল খামিসিয়্যাহ লিস সাজারী, ওফাত-৪৯৯ হি., হাদীস সংখ্যা-৩০২৬
১৮৪. শরহুস সুন্নাহ লিল বাগাভী, ওফাত-৫১৬ হি., হাদীস সংখ্যা-৪৪২২
[
১৮৫. আত্ তারগীব ওয়াততারহীব লি কিওয়ামীস সুন্নাহ আল আসবাহানী, ওফাত-৫৩৫ হি., হাদীস সংখ্যা-২৫২০
১৮৬. মু’জামু ইবনে আসাকির, ওফাত-৫৭১ হি., হাদীস সংখ্যা-১৬২১
১৮৭. আত তুয়ুরিয়াত লি আবিত ত্বাহির আস সালিফী, ওফাত-৫৭৬ হি., হাদীস সংখ্যা-১৩৪৪
১৮৮. আত্ তাহক্কীক ফি মাসায়িলিল খিলাফ লি ইবনিল জাওযী, ওফাত-৫৯৭ হি., হাদীস সংখ্যা-২০৭২
১৮৯. জামেউল উসূল ফি আহাদীসির রাসূল, ইবনুল আসীর, ওফাত-৬০৬ হি., হাদীস সংখ্যা-৯৫২৩
১৯০. আল মুতাহাব্বিন ফিল্লাহ লি ইবনে কুদামাহ, ওফাত-৬২০ হি., হাদীস সংখ্যা-১৬১
১৯১. আল আহাদিসুল মুখতারা (ইমাম বুখারী ও মুসলিম যেগুলো তাদের কিতাবে উল্লেখ করেননি) জিয়া উদ্দিন মাকদিসী, ওফাত-৬৪৩ হি., হাদীস সংখ্যা-৫৪০১
১৯২. আল আমরু বিল মারূফ ওয়ান নাহী আনিল মুনকার, আবূ বকর আল খাল্লাল, হাদীস সংখ্যা-২৫৩
১৯৩. আস সুন্নাহ লি আবি বকর আল খাল্লাল, হাদীস সংখ্যা-১৮৪৯
১৯৪. আল বির্র ওয়াস সিলাহ, হুসাইন ইবনুল হাসান মারওয়াযী, হাদীস সংখ্যা-৩৫১
১৯৫. আযযুররিয়্যাতুত তাহিরাহ লিদ দুওলাভী, হাদীস সংখ্যা-২৩০
১৯৬. আয যুহদু লি আহমদ ইবনে আমর আশ শায়বানী, হাদীস সংখ্যা-২৮৮
১৯৭. আমালুল ইয়াওমি ওয়াল লাইলাতি, আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ইসহাক, হাদীস সংখ্যা-৭৭১
১৯৮. ইসবাতুশ শাফায়াত লিয যাহাবী, ওফাত-৭৪৮, হাদীস সংখ্যা-৬৬
১৯৯. যিকরুন নার লি আব্দিল গণী আল মাকদিসী, ওফাত-৬০০ হি., হাদীস সংখ্যা-১১৪
২০০. আত তারগীব ফিদ দোয়া ওয়াল হাছছী আলাইহী, আব্দিল গণী আল মাকদিসী, ওফাত-৬০০ হি., হাদীস সংখ্যা-১৩৭
কিছু তাখরীজ ও যাওয়াযেদ এর কিতাব
(তাখরীজ হল- কোন নির্দিষ্ট কিতাবের হাদীসগুলোকে হাদীসের মূল কিতাবের দিকে হাওয়ালা দেওয়া এবং হাদীসের মান নির্ণয় করা।)
হাদীস ও আছারের সংখ্যা- দুই লক্ষ চুরাশি হাজার দুইশত ঊনিশটি।
২০১. আত তাহকীক ফি মাসায়িলীল খিলাফ লি ইবনিল জাওযী, ওফাত-৫৯৭, হাদীস সংখ্যা-২০৭২
২০২. খুলাসাতুল আহকাম লিল নববী, ওফাত-৬৭৬ হি., হাদীস সংখ্যা-৩৮৮৩
২০৩. তাহযীবুল আছার লি মুহাম্মদ ত্ববারী, ওফাত-৬৯৪ হি., হাদীস সংখ্যা-২৪৪৪
২০৪. আল ইলমামু বি আহাদীসিল আহকাম লি ইবনে দাকীকিল ঈদ, ওফাত-৭০২ হি., হাদীস সংখ্যা-১৬৩২
২০৫. তুহফাতুল আশরাফ বি মা’রিফাতিল আতরাফ, ইউসুফ ইবনে আব্দির রহমান আল মিযযী, ওফাত-৭৪২, হাদীস সংখ্যা-১৯৬২৬
২০৬. আল মুহাররার ফিল হাদীস, শামছূদ্দীন ইবনে আব্দিল হাদী হাম্বলী, ওফাত-৭৪৪ হি., হাদীস সংখ্যা-১৩০৪
২০৭. তানকীহুত তাহকীক, শামছূদ্দীন ইবনে আব্দিল হাদী হাম্বলী, ওফাত-৭৪৪ হি., হাদীস সংখ্যা-৩২৯৬
২০৮. তানকীহুত তাহকীক লিয যাহাবী, ওফাত-৭৪৮ হি., হাদীস সংখ্যা-৮০৩
২০৯. তাখরীজু আহাদীসিল কাশশাফ, জামালুদ্দীন যাইলায়ী, ওফাত-৭৬২, হাদীস সংখ্যা-১৫৭০
২১০. জা’মেউল মাসানীদ ওয়াস সুনান, ইসমাঈল ইবনে উমর ইবনে কাসীর, ওফাত-৭৭৪ হি., হাদীস সংখ্যা-১৩৫৪৭
২১১. তুহফাতুল মুহতাজ ইলা আদিল্লাতিল মিনহাজ, ইবনুল মুলাক্কিন, ওফাত-৮০৪ হি., হাদীস সংখ্যা-১৮২৫
২১২. খুলাসাতুল বদরিল মুনীর, ইবনুল মুলাক্কিন, ওফাত-৮০৪ হি., হাদীস সংখ্যা-২৯৯৫
২১৩. গায়াতুল মাকসাদ ফি যাওয়ায়ীদিল মুসনাদ, নুরুদ্দীন হাইছামী, ওফাত-৮০৭ হি., হাদীস সংখ্যা-৫১৫৩
২১৪. কাশফুল আসতার আন যাওয়ায়ীদিল বাযযার, নুরুদ্দীন হাইছামী, ওফাত-৮০৭ হি., হাদীস সংখ্যা-৩৬৯৮
২১৫. মাজমাউয যাওয়ায়েদ ওয়া মাম্বাউল ফাওয়ায়েদ, নুরুদ্দীন হাইছামী, ওফাত-৮০৭ হি., হাদীস সংখ্যা-১৮৭৭৬
২১৬. মাওয়ারেদুজ জমআন ইলা যাওয়ায়েদু ইবনে হিব্বান, লিল হায়ছামী, ওফাত-৮০৭ হি., হাদীস সংখ্যা-২৬৪৭
২১৭. ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ বি যাওয়ায়ীদিল মাসানীদিল আশারাহ, শিহাবুদ্দীন আল বূসীরী, ওফাত-৮৪০ হি., হাদীস সংখ্যা-৭৯৬৮
২১৮. মিসবাহুজ যুজাজাহ ফি যাওয়ায়ীদি ইবনে মাজাহ, শিহাবুদ্দীন আল বূসীরী, ওফাত-৮৪০ হি., হাদীস সংখ্যা-১৫৫১
২১৯. ইতহাফুল মাহারাহ লি ইবনে হাজার আসকালানী, ওফাত-৮৫২ হি., হাদীস সংখ্যা-২৫৫১৪
২২০. ইতরাফুল মুসনাদীল মুতাআলী বি আতরাফীল মুসনাদীল হাম্বলী, ইবনে হাজার আসকালানী, ওফাত-৮৫২ হি., হাদীস সংখ্যা-১২৭৮৭
২২১. আত তালখীসুল হাবীর ফি তাখরীজি আহাদীসির রাফেয়ীল কাবীর, ইবনে হাজার আসকালানী, ওফাত-৮৫২ হি., হাদীস সংখ্যা-২৭৪২
২২২. আদ দিরায়া ফি তাখরিজী আহাদীসিল হিদায়া, ইবনে হাজার আসকালানী, ওফাত-৮৫২ হি., হাদীস সংখ্যা-১০৮৫
২২৩. আল জামীউস সগীর লিস সুয়ুতী, ওফাত-৯১১ হি., হাদীস সংখ্যা-১০০৩০
২২৪. আল জা’মেউস সগীর ওয়া যিয়াদাতুহু, জালালুদ্দীন সূয়ুতী, ওফাত-৯৯১, হাদীস সংখ্যা-১৪০০০
২২৫. জা’মেউল আহাদীস, জালালুদ্দীন সূয়ুতী, ওফাত-৯৯১, হাদীস সংখ্যা-৪৫৭৫৭
২২৬. কানযুল উম্মাল লি আলী আল মুত্তাকী ইবনে হুসামুদ্দীন, ওফাত-৯৭৫, হাদীস সংখ্যা-৪৬৬২৪
২২৭. আল ফাতহুস সামাভী (তাফসীরুল বায়যাভী) আব্দুর রউফ মুনাভী, ওফাত-১০৩১, হাদীস সংখ্যা-১০৫১
২২৮. আল লুউলুউ ওয়াল মারজান ফি মা ইত্তাফাকা আলাইহীস শাঈখান, মুহাম্মদ ফুয়াদ আব্দুল বাকী, ওফাত-১৩৮৮ হি., হাদীস সংখ্যা-১৯০৬
২২৯. জমউল ফাওয়ায়েদ মিন জা’মিয়ীল উসূল ওয়া মাজমাউয যাওয়ায়েদ, মুহাম্মদ ইবনে মুহাম্মদ আর রাদানী আল মাগরিবী আল মালিকী, ওফাত-১০৯৪ হি., হাদীস সংখ্যা-১০১৩১
২৩০. আল মুসনাদুল জা’মে, মাহমুদ মুহাম্মদ খলীল, সমকালীন, হাদীস সংখ্যা-১৭৮০২
মূল কিতাব ও তাখরীজ মিলে মোট হাদীস ও আছারের সংখ্যা- ৮,০৮,১৬৭ আট লক্ষ আট হাজার একশত সাতষট্টিটি।
তথ্যসূত্রঃ
০১. মাকতাবায়ে শামেলা (ছয় হাজার ভার্সন)
০২. মাকতাবায়ে শামেলা (ষোল হাজার ভার্সন)
০৩. আস্ সিহাহ আস্-সিত্তাহঃ পরিচিতি ও পর্যালোচনা- ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।
সংকলন-
কাউসার আলম