Mizanur Rahman azhari

Mizanur Rahman azhari Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mizanur Rahman azhari, Digital creator, Dhaka.

07/11/2025

সংখ্যালঘুদের জন্য সংসদে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন এর বিকল্প নাই,,

এড গোবিন্দ চন্দ্র প্রামাণিক
মহাসচিব,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।


#তথ্যকন্ঠ #দৈনিকতথ্যকন্ঠ

ধর্মান্তরিত স্বর্ণা রায়ের করুণ পরিণতি....বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ব্রাহ্মণদিয়া গ্রামের মাত্র ২২ বছর বয়সী স্বর্ণা রান...
06/11/2025

ধর্মান্তরিত স্বর্ণা রায়ের করুণ পরিণতি....

বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ব্রাহ্মণদিয়া গ্রামের মাত্র ২২ বছর বয়সী স্বর্ণা রানী রায় ও তার মা একসাথে ভাড়া বাসায় থাকতো। গত ২৮-১০-২০২৫ মঙ্গলবার রাতে স্বর্না নিজের বাসায় ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। পরে ঘটনাস্থলে কাউনিয়া থানা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেন।

উল্লেখ্য, স্বর্ণা তার মায়ের সাথে বরিশাল জেলার, কাউনিয়া থানার, ক্লাবরোডে ভাড়া থাকতো এবং বগুড়া রোডের ”বরিশাল মেডিনোভা” নামক প্রতিষ্ঠানে চাকরি করতো। মোঃ রনি বরিশাল মেডিনোভার মালিকের বন্ধু, পূর্বের ব্যবসায়িক পার্টনার ছিলো। এই মোঃ রনির সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্বর্ণার! এবং পরে গোপনে ধর্মান্তরিত হয়ে তাকে বিয়ে করে। মোঃ রনি আগেও একটি বিয়ে করেছিলো এবং সংসারও আছে বলে জানতে পারে স্বর্ণা। এই নিয়ে দুজনের মধ্যে অশান্তি সৃষ্টি হয় এবং এই ঘটনা থেকে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হয়।

এদিকে মেয়ের মা লাশ নিতে গেলে ধর্মান্তর ও বিয়ের কথা জানতে পারেন! মোঃ রনির সহযোগীরা ধর্মান্তরিত হওয়ার কাগজ, বিয়ের কাবিন প্রশাসনকে দেখিয়ে তারা লাশ নিয়ে কবর দিয়ে দেন। মেয়ের মা অভিযোগ করে স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। যাইহোক ময়নাতদন্তের পর আত্মহত্যা, নাকি হত্যা এই রহস্য উন্মোচন হবে।

পোস্টটি শেয়ার করুন...

এরকম বিচ্ছিন্নভাবে না পাঠিয়ে বিএনপি, জামাতি, হেফাজতি, বামাতি, জোনায়েদ সাকি, হিজবুতি, তৌহিদী টাইপের ইউনুসের পুরা মব বাহিন...
06/11/2025

এরকম বিচ্ছিন্নভাবে না পাঠিয়ে বিএনপি, জামাতি, হেফাজতি, বামাতি, জোনায়েদ সাকি, হিজবুতি, তৌহিদী টাইপের ইউনুসের পুরা মব বাহিনীটা একসাথে পাঠালে অকাতরে শহীদ হতো না। বিজয় নিয়ে ঘরে ফিরতো।

এই হচ্ছে অবস্থা! এক মুসলমান নাকি আরেক মুসলমানের ভাই!গাজা, সুদান, ইউঘু, সিরিয়াসহ সকল ধর্মের সকল বর্ণের মানুষ সহ অন‍্যান‍...
05/11/2025

এই হচ্ছে অবস্থা! এক মুসলমান নাকি আরেক মুসলমানের ভাই!
গাজা, সুদান, ইউঘু, সিরিয়াসহ সকল ধর্মের সকল বর্ণের মানুষ সহ অন‍্যান‍্য প্রাণীর ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানাই।

ভারতের সিদ্ধান্ত! ভারতের তাবেদার সরকারের ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে চান, লন!
05/11/2025

ভারতের সিদ্ধান্ত! ভারতের তাবেদার সরকারের ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে চান, লন!

শি*শু শিক্ষার্থীকে বলা*ৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রে*প্তার
05/11/2025

শি*শু শিক্ষার্থীকে বলা*ৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রে*প্তার

05/11/2025

অদ্ভুত দেশ এই ভারতবর্ষ..
নেতা আসে ইতালি থেকে,
ভোটার আসে বাংলাদেশ থেকে,
স্লোগান ওঠে পাকিস্তান জিন্দাবাদ,
2 বাচ্চার বাবা ট্যাক্স দেয় আর
14 বাচ্চার আব্বু সাবসিডি নেয়..!

04/11/2025

দুই শ্বশুর ও নিজের ৪জন করে স্ত্রী।একজনের ২৯ সন্তান।শ্বশুরকে আবার বলে দুলাভাই।বেশ কিছুদিন ধরে লোকটা এই সংক্রান্ত ভিডিও ছেড়েই যাচ্ছে। বুঝতে পারছি না এরা দেশকে কোথায় নিতে চায়???দেশের বিবেকবান মানুষদের কি কোন দায়িত্ব নেই???

এটাই রিমা দাসদের পরিনতি😭যারা প্রেমের জোয়ারে বেশি উথাল-পাতাল করে, তারাই বাপ-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, সমাজ, সম্প্রদায়...
04/11/2025

এটাই রিমা দাসদের পরিনতি😭
যারা প্রেমের জোয়ারে বেশি উথাল-পাতাল করে, তারাই বাপ-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, সমাজ, সম্প্রদায় ও ধর্মের সম্মান নষ্ট করে এই রকম পরিনতি ভোগ করে অকালে পরলোকে পতিত হয়। এটাই জগতে ঈশ্বরের ন্যায় বিচার।👍

04/11/2025

বিএনপির ২৩৭ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা।
২৩৭ জনের মধ্যে ২ জন হিন্দু। শতকরা কত ভাগ?
এজনই আমরা বার বার বলেছি হিন্দুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদ সহ সর্ব ক্ষেত্রে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন পদ্ধতির বিকল্প নাই।

04/11/2025
04/11/2025

এই গোবিন্দ প্রামাণিক আসলে কে

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mizanur Rahman azhari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share