Henna Art's By Ripa Nur

Henna Art's By Ripa Nur For bridal Mehendi, occasional and festival Mehendi. Get your best mehendi design on budget rate.

মাশাল্লাহ 🤍আজকে এই সুন্দর কাজটা করার সুযোগ হলো আমার একদম regular client আপুর হাতে 🥹এত ফ্রেন্ডলি, এত সুইট—কাজ করতে করতেই ...
06/01/2026

মাশাল্লাহ 🤍
আজকে এই সুন্দর কাজটা করার সুযোগ হলো আমার একদম regular client আপুর হাতে 🥹
এত ফ্রেন্ডলি, এত সুইট—কাজ করতে করতেই সময় কিভাবে চলে যায় বোঝাই যায় না
When art meets trust, magic happens 🤎
Always grateful for such lovely souls











📣রিসেন্টলি সেমি ব্রাইডাল কাজ 📌 সীমিত স্লট📌 কমপক্ষে ৫–৭ দিন আগে বুকিং কনফার্ম করতে হবে📍 কেরানীগঞ্জ এর মধ্যে বুকিং ওপেন   ...
27/12/2025

📣রিসেন্টলি সেমি ব্রাইডাল কাজ
📌 সীমিত স্লট
📌 কমপক্ষে ৫–৭ দিন আগে বুকিং কনফার্ম করতে হবে📍 কেরানীগঞ্জ এর মধ্যে বুকিং ওপেন









কেরানীগঞ্জের ভিতরে ব্রাইডাল ও নন-ব্রাইডাল মেহেদির বুকিং চলছে।স্লট ফাঁকা থাকতে থাকতেই বুকিং কনফার্ম করে রাখুন,শেষ সময়ে স...
26/12/2025

কেরানীগঞ্জের ভিতরে ব্রাইডাল ও নন-ব্রাইডাল মেহেদির বুকিং চলছে।
স্লট ফাঁকা থাকতে থাকতেই বুকিং কনফার্ম করে রাখুন,
শেষ সময়ে স্লট পাওয়া সত্যিই কঠিন হয়ে যায় 🕊️
ভালো কাজ মানেই ধৈর্য, যত্ন আর ভালোবাসা 🤎”















মাশাল্লাহ রিভিউ 😍😍দেখেন কি ভাববে মেহেদির যত্ন নিতে হয় , 🤌**“এমন ডিপ ও ক্লিয়ার কালার একদিনে আসে না 🧡আপুটা মেহেদির পুরো য...
26/12/2025

মাশাল্লাহ রিভিউ 😍😍
দেখেন কি ভাববে মেহেদির যত্ন নিতে হয় , 🤌
**“এমন ডিপ ও ক্লিয়ার কালার একদিনে আসে না 🧡
আপুটা মেহেদির পুরো যত্ন নিয়েছেন—
✔️ ৪–৫ ঘণ্টা না, প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত মেহেদি হাতে রেখেছেন
✔️ গরমে হাত ঢেকে রেখেছেন
✔️ লেবু-পানির, লং এর ছেঁকা নিয়ম করে দিয়েছেন
এই যত্নের ফলেই আজ মেহেদির রং এত সুন্দর, গাঢ় আর শাইনিং ✨
সবার হাতে এমন কালার আসে না, কিন্তু একটু ধৈর্য আর যত্ন নিলেই
মেহেদি নিজেই নিজের সৌন্দর্য দেখায় 💫
মেহেদি লাগানো মানেই কাজ শেষ না—
যত্ন নিলেই রং কথা বলে






























semi bride work🌿
25/12/2025

semi bride work🌿






23/12/2025

“ভোরের কুয়াশা, শীতের সকাল
আর মেহেদির ভালোবাসায় ভরা একটা পুরো দিন 🤍
একদিনে একাধিক বুকিং—
তবুও টাইমিং, যত্ন আর আন্তরিকতায় কোনো কমতি নেই।
আমি বিশ্বাস করি—
✨ সকালের মেহেদি মানেই সুন্দর রঙ
✨ ব্রাইডের এনার্জি থাকে
✨ কাজের ফিনিশিং আরও ভালো হয়
📌 ব্রাইডাল সিজনে স্লট সীমিত
তাই সময় থাকতে প্রি-বুকিং কনফার্ম করুন।
কারণ একবার বুকিং হয়ে গেলে
অন্য কারো জন্য সেটা ক্যানসেল করা সম্ভব না।
দিন শেষে শুধু একটাই কথা—
Alhamdulillah for everything 🤍


























এই গিফটগুলো শুধু গিফট না… এগুলো ভালোবাসা, সম্মান আর বিশ্বাসের প্রতীক 💖একজন ক্লায়েন্ট যখন আপন মানুষ হয়ে যায়, তখন এমন ছোট্...
22/12/2025

এই গিফটগুলো শুধু গিফট না… এগুলো ভালোবাসা, সম্মান আর বিশ্বাসের প্রতীক 💖
একজন ক্লায়েন্ট যখন আপন মানুষ হয়ে যায়, তখন এমন ছোট্ট সারপ্রাইজ মন ছুঁয়ে যায় ভীষণভাবে।
আজ সত্যিই খুব ইমোশনাল… আল্লাহ তোমাদের ভালো রাখুক, 🥹🤍
এই ভালোবাসাটুকুই আমার কাজের সবচেয়ে বড় পাওনা 🌹
✨ধন্যবাদ আমার প্রিয় ক্লায়েন্টরা—তোমাদের জন্যই আমি আরও ভালো কাজ করতে চাই✨



















21/12/2025

📣কেরানিগঞ্জ এর মধ্যে যারা বুকিং করতে চাচ্ছো তারা দ্রুত ইনবক্স করো
জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের জন্য প্রি বুকিং চলছে

ভালোবাসা আর যত্ন দিয়ে ব্রাইডাল মেহেদি আঁকি 🤍একজন ব্রাইডের বিশেষ দিনের অনুভূতিটাই আমার সবচেয়ে বড় দায়িত্ব ✨কেরানীগঞ্জের ভে...
21/12/2025

ভালোবাসা আর যত্ন দিয়ে ব্রাইডাল মেহেদি আঁকি 🤍
একজন ব্রাইডের বিশেষ দিনের অনুভূতিটাই আমার সবচেয়ে বড় দায়িত্ব ✨
কেরানীগঞ্জের ভেতরেই শুধু বুকিং নেওয়া হয়।
কেরানীগঞ্জের আপুরা চাইলে নিশ্চিন্তে ইনবক্স করতে পারেন 💍🌿








কিছু মানুষ থাকে, যারা শুধু ক্লাইন্ট না—মনেও জায়গা করে নেয়🥹।আমার প্রিয় ক্লাইন্টদের হাতে নন-ব্রাইড মেহেদি পরাতে গিয়ে আজ ঠি...
20/12/2025

কিছু মানুষ থাকে, যারা শুধু ক্লাইন্ট না—মনেও জায়গা করে নেয়🥹।
আমার প্রিয় ক্লাইন্টদের হাতে নন-ব্রাইড মেহেদি পরাতে গিয়ে আজ ঠিক সেটাই অনুভব করেছি।তোমাদের ব্যবহার, কথা আর আন্তরিকতায় নিজেকে ভীষণ আপন আর স্পেশাল লেগেছে। একটা মানুষ এতটা কাছের হয়ে যাবে—কখনো ভাবিনি। সত্যি বলতে, পুরো অনুভূতিটাই ছিল আমার সব এক্সপেকটেশনের বাইরে। আজ শুধু মেহেদি না, অনেক ভালোবাসা নিয়ে বাসায় ফিরলাম 🤍
thank you সুহাসিনী apu 🥹🥰

আজকের ব্রাইডাল মেহেদি ✨হাতে শুধু মেহেদি না, ভালোবাসার গল্প আঁকা 🤍সিম্পল কিন্তু ক্লাসি—যেটা ব্রাইডদের সবথেকে বেশি পছন্দ 💍...
20/12/2025

আজকের ব্রাইডাল মেহেদি ✨
হাতে শুধু মেহেদি না, ভালোবাসার গল্প আঁকা 🤍
সিম্পল কিন্তু ক্লাসি—যেটা ব্রাইডদের সবথেকে বেশি পছন্দ 💍
বুকিং চলছে, আগেই কনফার্ম করুন 🌿












19/12/2025

recently bridal work🥰🌿

Address

Rohitpur, Keranigonj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Henna Art's By Ripa Nur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share