Mohiuddin

Mohiuddin professional Student

"চুপ থাকি, দেখি, শুনি এবং শিখি"

10/04/2025

When lyrics touch my soul

তবু তার ছায়া, মোহ, মায়া ঘিরে থাকে মগজের চারিপাশ।
09/04/2025

তবু তার ছায়া, মোহ, মায়া ঘিরে থাকে মগজের চারিপাশ।

07/04/2025

গাজার ধুলোয় মিশে যাওয়া শিশুদের হাসি আজ বিশ্ব বিবেকের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। যখন একটি শিশু মারা যায়, তখন তার সাথে মরে যায় একখণ্ড নীল আকাশ, একটি কাকতালীয় প্রজাপতি, আর পৃথিবীর সবচেয়ে নির্মল একটি "আব্বু" ডাক। গাজা এখন শুধুই এক করুণ মহাকাব্য—যেখানে শিশুরা জন্ম নেয় মৃত্যুর গল্প লিখতে, আর পৃথিবী নামক গ্রহটি নীরবে দেখে যায়... চোখের জল গিলে।

06/04/2025

একদিন বিতাড়িত ফিলিস্তিনিরা-ই আবাবিল পাখি হয়ে ফিরবে!

অপেক্ষা সেই দিনের

06/04/2025

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ অনিশ্চিত অপেক্ষা মৃ ত্যু র কারণ!

02/04/2025

সবার ঈদ আনন্দে কাটে না। কারও কারও ঈদ বিষণ্ণ— দেয়ালের মরা ঘড়িটার মতো। ভাবুন তো, যে ঈদে প্রিয়জন নাই, তার ঈদ কেমন? যে ভালোবাসার মানুষের কাছ থেকে একটা শুভেচ্ছাবার্তা পাইনি, তার ঈদ কেমন? আবার ওই যে, যাদের মা-বাবা কবরে শুয়ে আছে। কিংবা যারা হাজার হাজার মাইল দূরে প্রবাসে, তাদের ঈদ।?

কিংবা ফিলিস্তিনের সেই গাজাবাসীর কথায় দরুণ না, ঈদের নামাজটাও যারা শেষ করতে পারেননি। কাঁধে লাশ নিয়ে যারা নামাজে গেছে, তাদের ঈদ?

এরপরও ঈদ আসলে প্রাপ্তির আনন্দ। একটা মাস সিয়াম সাধনের পর, আল্লাহ নিজ হাতে এর প্রতিদান দেন, তাই এই প্রাপ্তিও কম না।

আবার হারিয়ে ফেলা রমজানের জন্যও মন ব্যথাতুর হয়ে ওঠে। মধ্যরাতে চুপিসারে তাহাজ্জুদ, ফিসফিস করে সিজদায় এটাওটা চাওয়া তো আর কোনো মাসে হয় না!

সত্যি বলতে কী, ঈদ কিংবা রোজা— এগুলো আসলে ভাষার ভেতর আলাদা ভাষা। উদযাপন কিংবা বিরহ, তাও ভাষা। আমরা তো ইবাদতের ভাষায় কথা বলি। আমরা তো কান্নার ভাষায় কথা বলি।

তাই, ঈদ আনন্দের কিংবা বিষাদের— যেভাবেই হোক-না-কেন,আল্লাহর কাছে আমরা যে প্রার্থনা জমা করে দিয়েছি, সেই ভাষাটা সুন্দর!

আমাদের ভাঙা হৃদয়ে ঈদ আসুক। প্রশান্তি আসুক। ফিলিস্তিনেও একদিন সত্যি সত্যি ঈদ আসুক, যেদিন কাঁধে লাশ নিয়ে ঈদের জামাতে যেতে হবে না কোনো ফিলিস্তিনবাসীকে!

ঈদ মোবারক!

31/03/2025

এমন সিচুয়েশনে পড়েছেন কখনো!!

ধরুণ গভীর রাত! ঘুম ভেঙে গেছে। কাউকে তীব্র মিস করছেন। কিন্তু তাকে জানাতে ইচ্ছে করছে না!!

হয়ত জানানোর সকল রাস্তা বন্ধ
নয়তো ভয় পাচ্ছেন বলতে।

হার্ট বিট বাড়ছে, অস্থির লাগছে, একটা কন্ঠস্বর শুনতে তীব্র ইচ্ছে হচ্ছে, কিন্তু তাকে বলতে ইচ্ছে করছে না!!

প্রথম কৈশরের প্রেমের মত যার জন্য পুড়ে যাচ্ছেন ভেতর থেকে! অযথাই, অকারণেই!!

হয়েছে কখনো এমন!!
সাহস করে এই রাত বিরাতে তাকে মেনশন দিতে পারবেন?

নাকি আপনিও তার ব্লক লিস্টে!!

11/03/2025

ক্ষমা চাই—যেন বরফ গলে হয়ে যাক জল। বিষণ্ণ আকাশ থেকে যেন নামে বৃষ্টি। যেন নদীর বুকে হেলেদুলে ওঠে নৌকা।

ক্ষমা চাই—যেন তোমাকে দেখলে পরান পোড়ে। অতীতের সবটুকু মুছে গিয়ে যেন আমরা বসতে পারি মুখোমুখি।

ক্ষমা চাই—যেন শিশিরের ঘাসে পা রেখে হাঁটতে পারি আরশে-আজিম পর্যন্ত।

ক্ষমা চাই—যেন সরলরেখার মতো আমার জীবন সহজ হয়, সুন্দর হয়। যেন বেহেশতের ফুল ফোটে।

ক্ষমা চাই—যেন আমাদের দেখে কান্না করে দেয় ফেরেশতা!

11/03/2025

রাস্তাই যাদের বাড়ি, সেই কালোকালো ঝুলঝুল খিলখিলে বাচ্চাগুলোকে, জড়িয়ে ধরুন।

সেলস টার্গেট পূরণ না হওয়ায় বসের খিস্তি খেয়ে মুখ নিচু করে চোখে জল নিয়ে বাড়ি ফিরছে যে ছেলেটি, জড়িয়ে ধরুন।

যে লোকটা সব হারিয়ে মেট্রো লাইনে ঝাঁপ দিতে গেলো, তাকে শুধু বাঁচাবেন না। জড়িয়ে থাকবেন চিপ্পি করে। ততক্ষণ অবদি যতক্ষন না সে কেঁদে কেটে আপনাকে ভিজিয়ে দেয়।

সারাদিন ধরে গ্যাসের আগুনের উত্তাপ সহ্য করে, হাত পুড়িয়ে রান্না করে দেয় যে মা, আপনার জ্বরের রাতে জলপট্টি হাতে নিয়ে বসে থাকে যে মা, তাকে জড়িয়ে ধরুন।

নিজের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে যে বাবা আপনাকে মানুষ করে তুলেছেন, জড়িয়ে ধরুন।

যে রিকশাওয়ালা মামা রোজ আপনাকে নিশ্চিন্তে নিরাপত্তায় অন্ধকার শুনশান গলিগুলো পার করিয়ে বাড়িতে পৌঁছিয়ে দেয়, তাকে জড়িয়ে ধরুন।

বা ওই রাস্তার কুকুরটাকে জড়িয়ে ধরুন যে রোজ রাতে গলির মোড় থেকে বাড়ি অবধি আপনার পিছু পিছু এসে, আপনি গেট খুলে বাড়িতে না ঢুকে গেলে, ফেরত যায়না।

যে বন্ধুগুলো আপনার সব ভাঙনে একমুহূর্তের জন্যও পাশ ছেড়ে যায়নি, জড়িয়ে ধরুন।

যে মানুষটা আপনার সব জোয়ার ভাটাতেও হাত ছাড়েনি, ভালোবেসে গ্যাছে নিঃশর্ত ভাবে, তাকে জড়িয়ে ধরুন।

যে লোকটা রোজ আপনার ঘুম থেকে ওঠার আগে আপনার পাড়াটাকে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে যায়, জড়িয়ে ধরুন সেই পরিষ্কারওয়ালা মানুষটাকে,

ভারী গ্যাসের সিলিন্ডারটা নিয়ে যে বয়স্ক মামাটা আপনার লিফট বিহীন ফ্ল্যাটের ৪তলা অবদি পৌঁছিয়ে দেয়, জড়িয়ে ধরুন তাকেও।

কিংবা অফিসের সেই পিওনটাকে জড়িয়ে ধরুন যে রোজ আপনার চা টা, জল টা, ঝাল মুড়িটা টাইমে টাইমে টেবিলে পৌঁছিয়ে দেয়।

জড়িয়ে ধরুন, জড়িয়ে ধরুন, জড়িয়ে ধরুন। জাত ভুলে, ধর্ম ভুলে, বিভেদ ভুলে, লিঙ্গ ভুলে, সেই সমস্ত মানুষদের জড়িয়ে ধরুন আজ, যাদের কখনো আপনার ধন্যবাদ বলা হয়নি। যাদের কখনো ভালোবাসি বলা হয়নি, যাদের কখনো মূল্য দেওয়া হয়নি। যাদের একটু ভালোবাসা দিলেই তারা খিলখিলিয়ে গোলাপ হয়ে উঠতে পারে। চুপ করে, সব উপেক্ষা করে, জড়িয়ে ধরুন। জড়িয়ে ধরার ধরণ একই, ভাষা অনেক। তাই কোনো কথা বলতে হবে না, শুধু জড়িয়ে ধরুন। চিপ্পি করে। শক্ত করে। জড়িয়ে ধরতে পয়সা লাগে না। মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে বড়ো ম্যাজিকটা কিন্তু আজও ফ্রি....

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mohiuddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category