Era’s Nest

Era’s Nest My favorite love story is Ours 🦋🖤
It's Hridra's kingdom 💃🕺

29/09/2024

ভালোবাসতে হলে ,

তার ভালোতে বাস করতে হবে!!❤️‍🩹

🌸

🌸

03/11/2023

যেদিন তুমি পুরোপুরি ভাবে আমাকে হারিয়ে ফেলবে অন্য কারো হয়ে যাবো একবারে, তুমি সেই দিনই আমার ভালোবাসা উপলব্ধি করতে পারবে!তোমাকে হারানোর ভয়ে কান্না করা মুহুর্তগুলো তোমার চোখে ভাসতে থাকবে! হয়তো সেদিন তুমি আমাকে চাইলেও আমাকে ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ থাকবে না।

আমিও তোমাকে অভিশাপ দিলাম তোমাকে হারানোর ভয়ে আমি যতো কষ্ট পেয়েছি ততটাই সুখে থেকো তুমি!😊🥀

01/11/2023

আমি হারায় যাইতে পারি এই ভয় কারো হয়নাই, আমি কারো কথায় রাগ করতে পারি এই চিন্তাও কারো কখনো হয়নাই। আমি ছিলাম, সব সময়, মানুষেরা না চাইতেও। টেকেন ফর গ্রান্টেড হইতে হইতে আজকাল রাগ অভিমান করার আগে আমার বুক কাঁপে, নিজেরেই অপরাধী মনে হয়। 💙

31/10/2023

‘কারো জন্য কারো জীবন থেমে থাকে না’—এই কথাটা পুরোপুরি সত্য নয়। সময় যেহেতু বহমান স্রোতের মতো একটা বিষয় এবং সময়কে আটকে রাখা যেহেতু কোনোভাবে সম্ভব নয়, ফলে একজনের অনুপস্থিতিতে অন্যজনের জীবনের সময়গুলো ঠিকই কাটে বটে, কিন্তু সেই জীবনটাকে কতোটা ‘জীবন’ বলা যায় তা ব্যাখ্যাসাপেক্ষ।

বিষয়টাকে আরেকটু সহজ করা যেতে পারে।

ধরুন, আজ সকালে আপনার আম্মা মারা গেছেন। গতকাল সকালেও যিনি দিব্যি সুস্থ ছিলেন, আপনার সাথে ফোনে কথা বলেছেন অথবা অফিসে আসবার পথে আপনাকে ঘরের দোর পর্যন্ত এগিয়ে দিয়েছিলেন, সেই মমতাময়ী মা আজ হয়ে গেলেন সম্পূর্ণ ভিন্ন এক জগতের বাসিন্দা। বলুন তো—গতকালকের দিন আর আজকের দিন কি একই আপনার জীবনে?

আপনার আম্মা মারা যাওয়াতে আপনার জীবন কিন্তু থেমে থাকবে না। জীবন তার নির্দিষ্ট গতিতে চলবে। কিন্তু ‘মা সহ’ আর ‘মা ছাড়া’—এই দুই জীবন কি এক হবে কোনোদিন?

‘কারো জন্য কারো জীবন থেমে থাকে না’—এই কথাটা অবশ্যই সত্য, কিন্তু কারো কারো জন্যে জীবন মাঝে মাঝে হারাতে পারে তার স্বাভাবিক ছন্দ। কারো কারো অনুপস্থিতি জীবনে তৈরি করে দিয়ে যেতে পারে এক অনিঃশেষ শূন্যতা।

যার সাথে সংসার করবেন না বলে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যার হাতে পৌঁছে গেছে আপনার ডিভোর্স-লেটার, হতে পারে সে চলে যাওয়ার পর জীবন আপনাকে এমন একটা বাস্তবতার সামনে এনে দাঁড় করাবে যেখানে দাঁড়িয়ে আপনি তাকে অসম্ভবরকম মিস করবেন। সবকিছুর বিনিময়ে তাকে ফিরে পেতে চাইবেন।

যে বন্ধুকে অনায়াসে দূরে ঠেলে দিয়েছেন, হতে পারে তার অনুপস্থিতি আপনার জীবনে এমন এক শূন্যতা তৈরি করবে যেটা আপনি হাজারো বন্ধু দিয়েও পূরণ করতে পারবেন না। দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময়ে হলেও তাকে ফেরত চাইবেন।

কিন্তু, জীবন সর্বদা সবাইকে ‘দ্বিতীয় সুযোগ’ দেয় না।

কারো জন্য কারো জীবন থেমে থাকে না ঠিকই, কিন্তু কারো কারো জন্য জীবন মন্থর হয়ে পড়তে পারে। বদলে যেতে পারে জীবনের স্বাভাবিক ছন্দ। তাই, সম্পর্ক ভেঙে ফেলার আগে সেই সম্পর্কের অনুপস্থিতি আপনার জীবনে কীরকম প্রভাব ফেলতে পারে—সেটা ভাবতে ভুল করবেন না।

30/10/2023

নারীকে অধের্ক কষ্ট দেয় তার পরিবার! আর বাকি অধের্ক কষ্ট দেয় তার শখের পুরুষ, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে...!!! 🙂😊

26/10/2023

ফ্যামিলির কাছে মনে হয় খুব ভালো আছি 😊

তার কাছেও মনে হয় খুব সুখে শান্তিতে আছি 😇

কিন্তু আামি জানি কি অসহ্যকর কষ্টগুলো বুকে নিয়ে হাসি মুখে বেঁচে আাছি 💔🙃

25/10/2023

"পৃথিবীর সবচেয়ে কঠিন মূহুর্ত হলো কাউকে খুব বেশি ভালোবেসে ফেলা,, তারপর উপলব্ধি করতে পারা যে ঐ মানুষটাকে কখনোই পাওয়া যাবে না"!!

" পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো কাউকে খুব বেশি পরিমানে ভালোবাসার পর তার প্রতি ভালোবাসা কমানোর চেষ্টা করা।।

"কাউকে অকারনে হয়তো ভালোবাসা যায়...কিন্তু চাইলেই ভুলে যাওয়া যায় না,,ঘৃনা করা যায় না"...

"জীবনের সবচেয়ে বড় ট্র‍্যাজেডি খুব সম্ভবত এটাই"!!

" ভালো থাকুক ভালোবাসার মানুষ "....

💔🥀

25/10/2023

ভালোবাসা, প্রেম শুধু স্পর্শে বেঁচে থাকেনা, তারা বেঁচে থাকে হৃদয়ের কথা শুনে।
সে ভালোবাসার পাল্লায় মাঝের কাটাই হল দুটি মনের ব্যালেন্স।
দুটি মনের মাঝে যদি ক্রমশ দূরত্ব সৃষ্টি হতে থাকে তবে হয়ত সেই মাঝের কাটা কোন এক দিকে হেলে পড়ে। ভালোবাসার মাঝে তৈরী হয় নানান বাহানা যা কিনা ওজন বাড়ায় একদিকের।

তারা ভুলে যায় ভালোবাসা মানে শুধু ভালোটাকে সাথে রাখা নয়। ভালোবাসা মানে তার সবটুকুকে নিয়ে ভালোথাকা, ভালোরাখা। তার সমস্ত ভুল গুলোকে শুধরে দেওয়া, সে মুহুর্তে অগোছালো মনটাকে নিজের হাতে গুছিয়ে দেওয়া, তার পাশে থাকা।

যদি ভালোইবাসো তবে তার সবটাকে নিয়ে আগলে রেখো, কারণ ভালোবাসায় কখনও অতীত থাকেনা। অতীতে ঘটে যাওয়া গল্পের ইতি হলে তবেই নতুন করে স্বপ্ন বোনা যায়, আর সে তার স্বপ্ন বুনতেই নতুন ভোরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ।

❤️🥀

20/10/2023

পরেরবার নীলতিমি হয়ে জন্মাতে চাই । প্রার্থনা করি তুমিও যেনো তাই হও । এই জীবন ছন্নছাড়া, ছিন্নভিন্ন । হৃদয়ে, পেটে, মস্তিষ্কে প্রচুর ক্ষত প্রিয়তম । পরেরবার সাংসারিক, বন্ধুসুলভ হবো নীলতিমির মত । অতল সমুদ্রে সাঁতরে বেড়াবো পরিবার নিয়ে । তোমার খুব কাছাকাছি থাকবো । তারপর একদিন তুমি হারিয়ে গেলে আমিও তীরে গিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করবো ৷ তখন আর আমাকে স্বার্থপর বলার সুযোগ থাকবে না কিন্তু !! 😊

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Era’s Nest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share