Dipali Akter navia

Dipali Akter navia digital content creator guideline

05/12/2023

ফ্রিল্যান্সিং এ ঝরে জাবেন নাকি ধরে থাকবেন?

আপনার চেয়ে কম কাজ জেনেও অনেকে ক্লায়েন্ট পাচ্ছে। কিন্তু আপনি ২/৩ বছরের অভিজ্ঞতা থাকার পরেও কাজ পাচ্ছেন না।

এখানে সবচেয়ে বড় দোষ আপনার নিজের ই

কেন না আপনি একবার মার্কেটপ্লেসে একটি Account করে বসে আছেন, আর ভাবছেনঃ “ক্লায়েন্ট তো এক সময় আসবেই”

ফ্রিলান্সিং এর সবচেয়ে বড় ভুল এবং ফ্রিলান্সিং থেকে ঝরে যাওয়ার প্রধান কারন এটিই।
ক্লায়েন্ট কখনোই আপনার কাছে আসবে না, আপনার যেতে হবে ক্লায়েন্টের কাছে।

হোক সেটা ফাইভারের গিগ দিয়ে, আপওয়ার্কে বিড করে অথবা আউটরিচ করে।
আর এই অবস্থায় আপনাকে একটি জিনিস অবশ্যই জানতে হবে, আর তা হলো মার্কেটিং প্রসেস।
কিভাবে আপনি আপনার ক্লায়েন্টের কাছে পৌছবেন।

এইটা একটা স্কিল। যা শিখতে হয়।
তা না হলে আজীবন আশায় বসে থাকতে হবে।

24/11/2023

Freelancing career 🌼💙
মাত্র পনেরো ১৫-২০ হাজার টাকা বেতনের জন্য🙂 যদি মিনিমাম ২৩ বছর পর্যন্ত অপেক্ষা করা লাগে😶পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারেন!😊 তাও চাকরি অনিশ্চিত!
আর বিজনেস/অনলাইন/ ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং এর জন্য মাত্র কিছু টাকা দিয়ে কোর্স করতে এত আপত্তি! ইনকাম নিশ্চিত থাকা শর্তেও? 🙂💫
🤦‍♀️আমি কি করব?🙍‍♀️কোথায় যাব?🤷‍♀️ কিভাবে যাব?
ক্লিয়ার না থাকলে কেউ কখনও সফলতার দিকে অগ্রসর হতে পারে না🤞
✊আসুন নিজেকে যোগ্য করে তুলি Skill develop করি,,, ঘরে বসে ফ্রিল্যান্সিং শেখার মাধ্যমে ইনকাম নিশ্চিত করি।
, বসে না থেকে শেখা শুরু করি,,😊

07/11/2023

• মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং আসলেই কি সম্ভব ?
অবাক হওয়ার কিছুই নেই!
ফ্রিল্যান্সিং জগতে আমার যাত্রাটা শুরু হয়েছিল মোবাইল দিয়েই😊
যদি আপনার কম্পিউটার না থাকে, তবে আপনি চাইলে মোবাইল দিয়েই ফ্রিলান্সিং শুরু করতে পারেন।
এইযে আপনি এখন যে কন্টেন্ট টা পড়ছেন এটিও মোবাইল দিয়েই তৈরি আর মোবাইল থেকেই পোস্ট করা হয়েছে।
একটা সঠিক সিদ্বান্তই বদলে দিতে পারে আপনার জীবন❤️

15/08/2023

Welcome 😊

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dipali Akter navia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dipali Akter navia:

Share