05/12/2023
ফ্রিল্যান্সিং এ ঝরে জাবেন নাকি ধরে থাকবেন?
আপনার চেয়ে কম কাজ জেনেও অনেকে ক্লায়েন্ট পাচ্ছে। কিন্তু আপনি ২/৩ বছরের অভিজ্ঞতা থাকার পরেও কাজ পাচ্ছেন না।
এখানে সবচেয়ে বড় দোষ আপনার নিজের ই
কেন না আপনি একবার মার্কেটপ্লেসে একটি Account করে বসে আছেন, আর ভাবছেনঃ “ক্লায়েন্ট তো এক সময় আসবেই”
ফ্রিলান্সিং এর সবচেয়ে বড় ভুল এবং ফ্রিলান্সিং থেকে ঝরে যাওয়ার প্রধান কারন এটিই।
ক্লায়েন্ট কখনোই আপনার কাছে আসবে না, আপনার যেতে হবে ক্লায়েন্টের কাছে।
হোক সেটা ফাইভারের গিগ দিয়ে, আপওয়ার্কে বিড করে অথবা আউটরিচ করে।
আর এই অবস্থায় আপনাকে একটি জিনিস অবশ্যই জানতে হবে, আর তা হলো মার্কেটিং প্রসেস।
কিভাবে আপনি আপনার ক্লায়েন্টের কাছে পৌছবেন।
এইটা একটা স্কিল। যা শিখতে হয়।
তা না হলে আজীবন আশায় বসে থাকতে হবে।