16/09/2024
ভালোবাসার অমৃত ❤️🥰
ভালোবাসা, অমৃতের স্বাদ, তোমার হাসিতে খুঁজে পাই সুখের বাদ। যত্নের সুরে, যত্নের রাগে, মিশে যায় হৃদয়ের নিবিড় আগুনে।
তোমার চোখের দীপ্তি, সূর্যের আলো, আমার নিঃশ্বাসে, যেন সোনালী ফোঁটা। মুখে হাসি, হৃদয়ে শান্তি, তোমার ভালোবাসায় অমৃতের বানী।
যতই বয়ে যাক দিন রাতের পালা, ভালোবাসার জোরে সব কিছুই সাড়া। কোনো বাধা, কোনো দূরত্ব নেই, প্রেমের শক্তি তো সমস্ত অন্ধকারে চেড়ি দেয়।
তোমার পাশে থাকলে মনে হয়, বিশ্বের সব কষ্ট ধূলির মতো তলিয়ে যায়। তুমি আমার প্রেরণা, তুমি আমার জ্বলন, ভালোবাসার এই পথচলা, চিরকাল চলবে এমনই দৃঢ়বন্ধন।