
14/05/2025
স্মৃতির আঙিনায় ফিরে দেখা কলেজ জীবন!
অনেক দিন পর ফিরে এলাম প্রিয় ক্যাম্পাসে, সবকিছু যেন এখনো আগের মতোই চেনা। প্রতিটি কোণেই লুকিয়ে আছে অগণিত স্মৃতি, হাসি-কান্না আর বন্ধুদের সাথে কাটানো সোনালি দিনগুলো। হৃদয়ের গভীরে আজও বেঁচে আছে সেই কলেজ জীবন।