21/05/2024
সবার কাছে অনুরোধ রইলো পড়বেন বিষয়গুলি,,,,
জানিনা বিমান ক্যাজুয়াল কেনো এতো অবহেলিত,,
বিমান শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ক্যাজুয়ালের বিপক্ষে,,
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক সিও জনাব শফিউল আজিম স্যার,,
বিমান বাংলাদেশ এয়ারলাইনস অবহেলিত নিপীড়িত ক্যাজুয়ালদের কথা সবসময় চিন্তা করেন,,
বর্তমান বিমান শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এমডি স্যারের কাছে যায় এ ৩-২ ৩-১ যে ফাইলটা সাব কমিটির মিটিংয়ে পাশ হয়েছে সেই ফাইলটাবোর্ড মিটিংয়ে উঠানোর জন্য তারা সুপারিশ করতে যায়,,
দয়াশীল মানুষ ক্যাজুয়ালদের যে ভাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি মহোদয় বলেন এর সাথে ক্যাজুয়ালদের পাঁচ বছরের ফাইলটাও দিব।
কিন্তু এসব স্বৈরাচারী বিমান শ্রমিক লীগ সিবিএ এমডি স্যারকে বলে ৩-২, ও ৩-১ ফাইল টা আগে বোর্ড মিটিং এ পাস হোক,, পরে ক্যাজুয়াল ফাইলটা দেখা যাবে।
ম্যানেজমেন্ট চাচ্ছে পাঁচ বছরে পার্মানেন্ট করার জন্য কিন্তু বিমান শ্রমিকলীগ (সিবিএ) চাচ্ছে না বিমানে ক্যাজুয়াল স্থায়ী হোক,,, সকল ধরনের মিছিল, মিটিং , সভায় ক্যাজুয়াল ছাড়া তাদের প্রোগ্রাম চলে না,,
ক্যাজুয়ালদের দেখিয়ে তাদের আখের গুছায়,
এটা কোন ধরনের অমানবিক,,,
আপনাদের মতামত চাই,,,
এই ধরনের বিমান শ্রমিকলীগ সিবিএ কে বয়কট করুন,,,
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক সিও জনাব শফিউল আজিম স্যারের কাছে সকল বিমানের ক্যাজুয়ালরা আপনার প্রতি বিনীত সবিনয় অনুরোধ রইলো আপনি কারো কথা না রেখে ক্যাজুয়ালদের ভাগ্য উন্নয়নে পাঁচ বছরের স্থায়ীকরণের বিনয় প্রার্থনা জানানো হইল।। সকল ক্যাজুয়াল পরিবার মা বাবা নিয়ে বাঁচার সুযোগ করে দিন।।।
আল্লাহর কাছে সকল আপনার জন্য দোয়া করবে।।