Biman Casual Shramik Union

Biman Casual Shramik Union অস্থায়ী শ্রমিকের বর্তমান যে পরিস্থিতি যে দুর্দশা তাই এই পেইজে উপস্থাপন করা হবে।।

ঝরে গেল অকালে একটি প্রাণ সবাইকে কাঁদিয়ে চলে গেল না ফেরার দেশে,,বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ কর্মরত ট্রাফিক সেকশনের এক ভ...
31/07/2024

ঝরে গেল অকালে একটি প্রাণ
সবাইকে কাঁদিয়ে চলে গেল না ফেরার দেশে,,
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ কর্মরত ট্রাফিক সেকশনের এক ভাই আবু সাঈদ বকশি সবাই কে ছেড়ে চলে গেলো,,
এই মৃত্যুগুলো মেনে নেওয়া যায় না।
সবাই তার জন্য দোয়া করবেন
তাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুক।। আমিন।।

21/05/2024

সবার কাছে অনুরোধ রইলো পড়বেন বিষয়গুলি,,,,
জানিনা বিমান ক্যাজুয়াল কেনো এতো অবহেলিত,,
বিমান শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ক্যাজুয়ালের বিপক্ষে,,
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক সিও জনাব শফিউল আজিম স্যার,,
বিমান বাংলাদেশ এয়ারলাইনস অবহেলিত নিপীড়িত ক্যাজুয়ালদের কথা সবসময় চিন্তা করেন,,
বর্তমান বিমান শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এমডি স্যারের কাছে যায় এ ৩-২ ৩-১ যে ফাইলটা সাব কমিটির মিটিংয়ে পাশ হয়েছে সেই ফাইলটাবোর্ড মিটিংয়ে উঠানোর জন্য তারা সুপারিশ করতে যায়,,
দয়াশীল মানুষ ক্যাজুয়ালদের যে ভাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি মহোদয় বলেন এর সাথে ক্যাজুয়ালদের পাঁচ বছরের ফাইলটাও দিব।
কিন্তু এসব স্বৈরাচারী বিমান শ্রমিক লীগ সিবিএ এমডি স্যারকে বলে ৩-২, ও ৩-১ ফাইল টা আগে বোর্ড মিটিং এ পাস হোক,, পরে ক্যাজুয়াল ফাইলটা দেখা যাবে।
ম্যানেজমেন্ট চাচ্ছে পাঁচ বছরে পার্মানেন্ট করার জন্য কিন্তু বিমান শ্রমিকলীগ (সিবিএ) চাচ্ছে না বিমানে ক্যাজুয়াল স্থায়ী হোক,,, সকল ধরনের মিছিল, মিটিং , সভায় ক্যাজুয়াল ছাড়া তাদের প্রোগ্রাম চলে না,,
ক্যাজুয়ালদের দেখিয়ে তাদের আখের গুছায়,
এটা কোন ধরনের অমানবিক,,,
আপনাদের মতামত চাই,,,
এই ধরনের বিমান শ্রমিকলীগ সিবিএ কে বয়কট করুন,,,

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক সিও জনাব শফিউল আজিম স্যারের কাছে সকল বিমানের ক্যাজুয়ালরা আপনার প্রতি বিনীত সবিনয় অনুরোধ রইলো আপনি কারো কথা না রেখে ক্যাজুয়ালদের ভাগ্য উন্নয়নে পাঁচ বছরের স্থায়ীকরণের বিনয় প্রার্থনা জানানো হইল।। সকল ক্যাজুয়াল পরিবার মা বাবা নিয়ে বাঁচার সুযোগ করে দিন।।।
আল্লাহর কাছে সকল আপনার জন্য দোয়া করবে।।


16/03/2024

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে...

15/03/2024

ক্যাজুয়াল শ্রমিকদের দাবি,,,
স্থায়ীকরণের দাবি নিয়ে সকল ক্যাজুয়াল শ্রমিক ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনের সামিল হয়।
কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো এই যে আমাদের আন্দোলন বানচাল করার জন্য কিছু কুচক্রী মহল পায় তারা করে আমাদেরকে আন্দোলন কে বানচাল করার জন্য।
সকল বাধা বিপত্তি পেরিয়ে আন্দোলনে আমরা এগিয়ে যাই আমাদেরকে আশ্বাস দিয়েছে আমাদের স্থায়ী করে নিবে কিন্তু দেখতে দেখতে ১টা বছর চলে যাচ্ছে আমাদের কর কার্যক্রমই শুরু হয়নি।
আমাদের আগের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের আশ্বাস দিয়েছিলেন যে আমাদের স্থায়ী করে নিবেন বিমানে কোন অবহেলিত নির্যাতিত নিপীড়িত অস্থায়ী কোন শ্রমিক থাকবে না।
কিন্তু পরিশেষে কিছুই হলো না এখন নতুন মন্ত্রী এসেছে তার কাছে আমাদের বিনীত নিবেদন থাকবে আমাদেরকে স্বল্প সময়ের মধ্যে স্থায়ী করা হোক। সকলকে ক্যাজুয়ালকে এই অভিশাপ থেকে মুক্তি দেয়া হোক।।




30/08/2023
30/08/2023

Address

Hazrat Shahjalal International Airport
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biman Casual Shramik Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share