18/02/2025
কতদিন শাড়ি পরে কাছে আসবে না তুমি, বলো তো?
কতদিন গাঢ় কাজল চোখে তাকিয়ে থাকলে আমাকে? আমি তো একরাশ দুঃখ ও হতাশায় ডুবে থাকি, কিন্তু ভাবো না, আমি অপেক্ষায় আছি।
আমারও প্রেমের অনুভূতি আছে, হৃদয়ে বিশাল ঝড় ওঠে।
কখনও কখনও মনে হয় তোমার শক্ত আলিঙ্গনে হারিয়ে যেতে, বুকের কাছে মিশে থাকতে। চুমুতে আমার সব বিষাদ ভুলে, প্রেম ও আদরের মধুরতায় হারিয়ে যেতে মন চায়।
কতদিন শাড়ি পরে কাছে আসবে না তুমি?
আমি কি অতিরিক্ত পাগল হয়ে যাব? মাতাল হয়ে তোমার ভালোবাসায় ডুবে থাকবো? এই দুঃখের দিনগুলোতে, প্রেম ছাড়া আর কিছুই শান্তি দিতে পারে না।
আমারও প্রেমের বন্যায় ভেসে যেতে ইচ্ছে করে।
তোমার হৃদয়ের অতল সাগরে ডুবে, দুঃখের মোকাবিলা করতে করতে ভুলে যেতে চাই সবকিছু।
তুমি শাড়ি পরে কাছে এলেই আমি অবুঝ শিশু হয়ে যেতে পারি।
তোমার বুকে মাথা রেখে গভীর ঘুমে চলে যেতে পারি, তোমার ছোঁয়ার অধিকার নিয়ে এগিয়ে যেতে পারি। কিন্তু যখনই আমি এক পা এগিয়ে যাই, তুমি দশ পা পিছিয়ে যাও।
কতদিন শাড়ি পরে কাছে আসবে না, ভালোবাসবে না?
প্রেম ও আদরের অভাবে জীবন যেন অন্ধকার! আমি দুঃখের ভয় করি না, তবে তোমার আদর ছাড়া এই দুঃখের সময়গুলো একা একা কাটাতে পারব না। তুমি যদি হুট করে শাড়ি পরে কাছে এসে আমাকে উন্মাদ করে দিতে, আমি পৃথিবীজুড়ে সব দুঃখ ভুলে যেতে চাই।