বইপোকা - BoiPoka

বইপোকা - BoiPoka কাউকে ভালোবাসলে মন দেখে বাসা উচিৎ মানিব্যাগ দেখে নয় ��…

18/02/2025

কতদিন শাড়ি পরে কাছে আসবে না তুমি, বলো তো?
কতদিন গাঢ় কাজল চোখে তাকিয়ে থাকলে আমাকে? আমি তো একরাশ দুঃখ ও হতাশায় ডুবে থাকি, কিন্তু ভাবো না, আমি অপেক্ষায় আছি।

আমারও প্রেমের অনুভূতি আছে, হৃদয়ে বিশাল ঝড় ওঠে।
কখনও কখনও মনে হয় তোমার শক্ত আলিঙ্গনে হারিয়ে যেতে, বুকের কাছে মিশে থাকতে। চুমুতে আমার সব বিষাদ ভুলে, প্রেম ও আদরের মধুরতায় হারিয়ে যেতে মন চায়।

কতদিন শাড়ি পরে কাছে আসবে না তুমি?
আমি কি অতিরিক্ত পাগল হয়ে যাব? মাতাল হয়ে তোমার ভালোবাসায় ডুবে থাকবো? এই দুঃখের দিনগুলোতে, প্রেম ছাড়া আর কিছুই শান্তি দিতে পারে না।

আমারও প্রেমের বন্যায় ভেসে যেতে ইচ্ছে করে।
তোমার হৃদয়ের অতল সাগরে ডুবে, দুঃখের মোকাবিলা করতে করতে ভুলে যেতে চাই সবকিছু।

তুমি শাড়ি পরে কাছে এলেই আমি অবুঝ শিশু হয়ে যেতে পারি।
তোমার বুকে মাথা রেখে গভীর ঘুমে চলে যেতে পারি, তোমার ছোঁয়ার অধিকার নিয়ে এগিয়ে যেতে পারি। কিন্তু যখনই আমি এক পা এগিয়ে যাই, তুমি দশ পা পিছিয়ে যাও।

কতদিন শাড়ি পরে কাছে আসবে না, ভালোবাসবে না?
প্রেম ও আদরের অভাবে জীবন যেন অন্ধকার! আমি দুঃখের ভয় করি না, তবে তোমার আদর ছাড়া এই দুঃখের সময়গুলো একা একা কাটাতে পারব না। তুমি যদি হুট করে শাড়ি পরে কাছে এসে আমাকে উন্মাদ করে দিতে, আমি পৃথিবীজুড়ে সব দুঃখ ভুলে যেতে চাই।

03/07/2024

ভালোবাসার মানুষের পাশে থাকাটাও অনেক পাওয়া জীবনে 🖤🖤

02/07/2024

- মা.!🥺🖤
- পৃথিবীর সকল মা বেঁচে থাকুক হাজার বছর..!

01/07/2024

- Lines 🖤🥀

30/06/2024

Huge Respect 💥🥰

Video Clip: dbcnews.tv

📽BoiPoka



29/06/2024

যে মানুষটা আপনার জন্য নিজের সুখ,বিলাসিতা বিসর্জন দিতে পারে,তার থেকে বেশি কেউ আপনাকে ভালোবাসতে পারবে না 🙂❤️!

সেদিন শরৎ হেমন্তের সন্ধিক্ষনে নির্জন নিশীথে বয়ে যাওয়া হিমেল হাওয়ায় বিলের পদ্মের সঙ্গে ঘটে পূর্ণিমার চন্দ্রের প্রথম সাক্ষ...
13/02/2024

সেদিন শরৎ হেমন্তের সন্ধিক্ষনে নির্জন নিশীথে বয়ে যাওয়া হিমেল হাওয়ায় বিলের পদ্মের সঙ্গে ঘটে পূর্ণিমার চন্দ্রের প্রথম সাক্ষাৎ। হঠাৎ স্বচ্ছ জলে প্রতিবিম্বিত হয় কারো আবছায়া। কখনো তা বিশদ আভায় মোহময় করে তোলে চারপাশ — কখনো ঘোর অমাবস্যায় ছেয়ে যায় সমস্ত আকাশ!
আলোছাঁয়ার ঘোলাটে জাহানে বসবাস করা কৃষ্ণবর্ণের ঐন্দ্রজালিক চন্দ্রের জীবনে নির্মল, সুরূপা পদ্মর আকষ্মিক পদার্পণ কী পারবে অমানিশার সাথে সাথে চন্দ্রের অবশিষ্ট কলঙ্কও মুছে দিতে? নাকি সে অনুরাগের বাঁধনে শুকতারা হয়ে কলঙ্কিত চন্দ্রের কাছাকাছি থেকে যাবে আজন্ম!
~কুহু চৌধুরী

"মরিসাকি বইঘরের দিনগুলি" শুধু একটি বইয়ের দোকানের গল্প নয়। বইয়ের দোকানের পেছনের মানুষগুলোর জীবনের গল্প; যা আপনাকে হাসাবে,...
21/12/2023

"মরিসাকি বইঘরের দিনগুলি" শুধু একটি বইয়ের দোকানের গল্প নয়। বইয়ের দোকানের পেছনের মানুষগুলোর জীবনের গল্প; যা আপনাকে হাসাবে, কাঁদাবে, মনকে উদ্বেলিত করবে।

টোকিও শহরের জিমবোচোতে লুকানো আছে বইপ্রেমীদের এক স্বর্গ। সেখানকারই এক নির্জন কোণে পুরনো কাঠের দালানে অবস্থিত হাজারো সেকেন্ড-হ্যান্ড বই ভর্তি একটা বইয়ের দোকান।
পঁচিশ বছর বয়সী তাকাকোর বই পড়তে তেমন একটা ভালো লাগে না, যদিও মরিসাকি বইঘরের ব্যবসা তিন পুরুষ ধরে সামলাচ্ছে ওর মায়ের পরিবার। সাতোরু মামার সমস্ত ধ্যানজ্ঞান এই বইয়ের দোকানটা। বিশেষ করে পাঁচ বছর আগে তার স্ত্রী মোমোকো চলে যাওয়ার পর মরিসাকি বইঘর নিয়েই আছে সে।
তাকাকোর বয়ফ্রেন্ড একদিন হুট করে অন্য কাউকে বিয়ের কথা বলে বসলে সাতোরু মামার দেয়া মরিসাকি বইঘরের উপরতলার ছোট ঘরটায় থাকার প্রস্তাব অনিচ্ছাসত্ত্বেও মেনে নেয় সে। ভগ্নহৃদয়ে দিন কাটানোর মাঝে একদিন হঠাৎই দোকানের পুরনো বইগুলোর মাঝে সম্পূর্ণ অচেনা এক জগতের সন্ধান পায় তাকাকো।
সময়ের পরিক্রমায় একে অপরকে ভালো করে চিনতে পারে সাতোরু আর তাকাকো। দূর থেকে যে প্রকৃত মানুষটাকে চেনা যায় না, তা প্রমাণিত হয় আবারো। ‘মরিসাকি বইঘরের দিনগুলি’ মূলত একাকিত্ব, বন্ধুত্ব, মানব-মানবীর সম্পর্ক এবং সর্বোপরি বইয়ের মাঝে নিজেকে খুঁজে পাওয়ার এক গল্প।

সুইসাইড নোটমোঃ সহিদুল ইসলাম রাজনউৎসর্গছেলেটাকে আমি কখনো দেখিনি, কোনো ফোন কল কিংবা কোনো মেসেজ হয়নি আমাদের মাঝে। এমনকি সো...
20/08/2023

সুইসাইড নোট

মোঃ সহিদুল ইসলাম রাজন

উৎসর্গ

ছেলেটাকে আমি কখনো দেখিনি, কোনো ফোন কল কিংবা কোনো মেসেজ হয়নি আমাদের মাঝে। এমনকি সোশ্যাল মিডিয়াতেও কখনো যুক্ত ছিলাম না আমরা। ছেলেটাকে যেদিন আমি প্রথম জানতে পারলাম, চিনতে পারলাম এবং বুঝতে শিখলাম। সেদিন সে আর পৃথিবীতে নেই, অবশ্য এ দেশে মৃত্যুর আগ পর্যন্ত কেউ তার পর্যাপ্ত মূল্য পায় না।

আবরার ফাহাদ আমাকে স্মরণ করিয়ে দেয় আস্তোনিও গ্রামসির অর্গানিক ইন্টেলেকচুয়ালদের; যারা কি-না সাধারণ মানুষের পক্ষে কথা বলে, যারা কি-না সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলে, যারা স্রোতের বিপরীতে কথা বলে।

এদেশে এত এত ট্রেডিশনাল ইন্টেলেকচুয়ালদের ভিড়ে আবরার ফাহাদের মতো অর্গানিক ইন্টেলেকচুয়ালদের সংখ্যা খুব কম। এতই কম যে, তাদেরকে আপনি হাতের আঙুলে গুনতে পারবেন। তবে এক সময়ে দেশে অনেক অর্গানিক ইন্টেলেকচুয়াল ছিল; যখন এদেশে বঙ্গবন্ধু ছিল, যখন এদেশে মুক্তিযুদ্ধ ছিল, যখন এদেশের মানুষের মধ্যে মুক্তির চিন্তা ছিল। এখন সবাই খেয়ে-পড়ে বেঁচে থাকতে পারলেই নিজেকে সুখী মনে করে । এতটুকুতেই তারা সন্তুষ্ট। এখন আর কেউ মুক্তির চিন্তা করে না, এখন চিন্তা করে কামেলাহীন জীবন কাটানোর।

অথচ এখন এদেশে আবরার ফাহাদদের খুব দরকার ছিল, সংখ্যাটা একজন নয় বরং প্রয়োজন ছিল হাজার জন আবরার ফাহাদের।

জেফরি বেগ-বাস্টার্ডকন্ট্রাক্টপাঁচ লক্ষ টাকা দামের একটি টেলিফোন কল!কোটি টাকার ষড়যন্ত্র। পেশাদার খুনি বাস্টার্ডকে ফিরে আস...
20/08/2023

জেফরি বেগ-বাস্টার্ড

কন্ট্রাক্ট

পাঁচ লক্ষ টাকা দামের একটি টেলিফোন কল!
কোটি টাকার ষড়যন্ত্র। পেশাদার খুনি বাস্টার্ডকে ফিরে আসতে হলো দেশে; একটি লাইফটাইম কন্ট্রাক্ট । আত্মবিশ্বাসী বাস্টার্ড তার মিশনে নেমে পড়তেই সব কিছু জট পাকাতে শুরু করে। বিশাল এক ষড়যন্ত্রের অংশ হয়ে যায় সে। এ দিকে দৃশ্যপটে আর্বিভূত হয় হোমিসাইড ইনভেস্টিগেটর জেফরি বেগ। তাদের দু’জনের লক্ষ্য একেবারেই ভিন্ন। ষড়যন্ত্র আর পাল্টা ষড়যন্ত্র-রাজনীতি আর অন্ধকার জগতের উপাখ্যান।

#কন্ট্রাক্ট #জেফরিবেগ #বাস্টার্ড

সঞ্চয় কাজী নজরুল ইসলাম জনপ্রিয় বই কবিতা ফ্ল্যাপ সম্পর্কে: আমাদের জাতীয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অসাধারণ ও অসাধ...
19/08/2023

সঞ্চয়
কাজী নজরুল ইসলাম

জনপ্রিয় বই কবিতা ফ্ল্যাপ সম্পর্কে:
আমাদের জাতীয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অসাধারণ ও অসাধারণ গান-কবিতা সংকলন 'সঞ্চিতা'। কবি তার কবিতা সংকলনের সমস্ত লেখায় ব্রিটিশ ঔপনিবেশিক প্রভুদের দুঃশাসনের অধীনে ভারতের স্বাধীনতা এবং নিপীড়িত মানুষের প্রশংসা গেয়েছেন। সঞ্চিতা কাব্যথন, যখন এটি 1928 সালে প্রথম প্রকাশিত হয়েছিল, তখন একটি পাঠকপ্রিয়তা অর্জন করেছিল যা এখনও সীমাহীন।
#সঞ্চিতা

Address

Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when বইপোকা - BoiPoka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share