
29/07/2023
২৯ জুলাই ২০২৩।
প্রেস উইং
প্রধানমন্ত্রীর কার্যালয়,
প্রেস রিলিজ।
——————————
বিএনপি নেতা আমানউল্লাহ আমানের স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার সহকারি একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) কে জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন বিনএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে পাঠান। বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও জুস পাঠান। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। চিকিৎসার জন্য দেশের ভিতরে অন্য যে কোনো হাসপাতালে জনাব আমানউল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করবেন মর্মে জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এসকল বার্তা জনাব আমানউল্লাহ আমানকে পৌছে দেন এপিএস- গাজী হাফিজুর রহমান লিকু।
জনাব আমানউল্লাহ প্রধানমন্ত্রীর এসকল উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এপিএস-২ বিএনপি নেতা আমানউল্লাহর স্বাস্থ্যের অবস্থা সমন্ধে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।