24/08/2023
কাজল কালো চোখ তোমার মায়াবী এক হাসি, ঠোঁটের আগায় তিলের পরশ সেটাই ভালোবাসি। মনটা তোমার নরম আবাস দেখলেই আমি শেষ, সুরের এক যাদুকর তুমি বয়ে যায় রেশ। ড্যাব ড্যাবে চোখ তোমার ছেদ করে যায় মন, চোখের দিকে তাকাতেই যেন শত বছরের আপন। তোমার প্রেমে কবিতা লিখি কলম চলে বেশি, তুমি হাসলেই পরীরা হাসে বাজাতে চাই বাঁশি। তোমার চাওয়াতে সূর্য উঠে চাঁদ দিয়ে যায় কিরণ, প্রেমের সাগরে ডুব দিতে চাই ভালোবাসা দিয়ে বরণ। হৃদয় বড্ড সরল তোমার কোমল তোমার মন, হাসিতে আমি প্রেমে পড়েছি দিয়েছি কবিতায় মন। গোলগাল তোমার চেহারাটা নজর কাড়ে আমার, ইচ্ছে জাগে মনের মাঝে আমি যে শুধুই তোমার। যদি পারতাম পরীটারে আমার করে রাখতে, পৃথিবীর সব সুখ ঢেলে দিতাম হাসি মুকে থাকতে। হরিণী মায়ার চোখ দুখানা কারিগর এক সুরের, মায়াবী হাসিটা আমার জীবনে এনে দেয় সব ভোরের।