
17/06/2025
"মানুষ বলে, 'চেহারা বা অর্থ কিছুই না, আসল হলো চরিত্র।'
কিন্তু এটা শুধু কথার কথা। বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত।
একজন কালো মেয়ে ছোটবেলা থেকেই শুনে আসছে, 'গায়ের রংটা ফর্সা হলে ভালো হতো।'
তার মেধা, গুণ, যোগ্যতা সবকিছুই যেন গায়ের রঙের নিচে হারিয়ে যায়।
আর একজন বেকার ছেলেও ভালোবাসে, স্বপ্ন দেখে, চেষ্টা করে।
কিন্তু সমাজের চোখে সে অযোগ্য—কারণ তার হাতে টাকা নেই।
সমাজ মুখে বলে 'চরিত্রই আসল',
কিন্তু যখন ভালোবাসা, বিয়ে কিংবা সম্মানের প্রশ্ন আসে—
তখন রূপ আর টাকাই হয়ে ওঠে আসল মাপকাঠি।
বাস্তবতা এটাই—যে যতই অস্বীকার করুক না কেন!" 💔
#বাস্তবতা
#সমাজেরচোখে
#গায়েররংনয়মানুষ
#টাকানয়মানবতা
#অপমান
#অবহেলা
#কষ্টেরকথা
#একতরফাভালোবাসা
#ভাঙামনেরশব্দ
#মনেমনেরআলাপ