03/06/2023
1. What is affiliate marketing
2. Effectiveness of Affiliate Marketing in business
3. Platform of Affiliate Marketing
4. Why Affiliate Marketing is a great option as a career.
⭕ এফিলিয়েট মার্কেটিং কি ?
👉 এফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি প্লাটফর্ম কিংবা মার্কেটিং প্রসেস যেখানে কোনোরকম ইনভেস্ট ছাড়া কোনো কোম্পানির প্রডাক্ট প্রচার করা হয় এবং সে প্রচার এর মাধ্যমে কেউ সেই প্রডাক্ট ক্রয় করে, তখন তার বিনিময়ে যে একটা নির্দিষ্ট কমিশন পাওয়া যায় সেই প্রক্রিয়া কেই 'এফিলিয়েট মার্কেটিং' বলা হয়।
⭕ ব্যবসায় এফিলিয়েট মার্কেটিং এর কার্যকারিতা ?
👉 এফিলিয়েট মার্কেটিং এর কার্যকারিতা প্রচুর। কারন, খুবই কম সময়ে, বিনা বিনিয়োগ এ বিভিন্ন প্লাটফর্মে এফিলিয়েট মার্কেটিং করে অর্থ উপার্জন করা যায়। যেখানে ব্যবসার কোনোরকম ঝুকি থাকে না এবং এটি খুবই লাভজনক মার্কেটিং, যা সারা বিশ্বে খুবই জনপ্রিয় মার্কেটিং গুলোর মধ্যে একটি। এবং এটি খুব সহজেই আয় করার কার্যকর একটি পদ্ধতি।
⭕এফিলিয়েট মার্কেটিং এর প্লাটফর্ম গুলো কি কি ?
👉
1. Daraz
2. Amazon
3. 10 minute school
4. Go Daddy
5. PartnerStack
6. eBay Partner network
7. Flipkart
8.Flexoffers
9.Walmart Affiliates
10.ShareAsale
11. Clickbank
12. CJ Affiliate
⭕ কেনো এফিলিয়েট মার্কেটিং ক্যারিয়ার হিসেবে দুর্দান্ত ?
👉 বর্তমানে বিশ্বে তথ্য প্রযুক্তির ব্যবহার সবচাইতে বেশি৷ এর মাধ্যমে মানুষ যোগাযোগের সুবিধা সহ বিভিন্ন প্লাটফর্মের সাহায্যে উপার্জন করে ক্যারিয়ার দাঁড় করাচ্ছে। ডিজিটাল মার্কেটিং সহ অনেক ভাবেই খুব সহজেই ভালো আয় করছে৷ তার মধ্যে অন্যতম হচ্ছে এফিলিয়েট মার্কেটিং, যেটায় সময় কম খরচ হয়, ব্যবসায় রিস্ক কম হয়, একটু চেষ্টা করলে কাস্টমার পাওয়া সহজ, এবং একটু পরিশ্রম করলে এটা দীর্ঘমেয়াদী একটা ক্যারিয়ার যা থেকে ভালো উপার্জন করা সম্ভব। বিশ্বব্যাপী এখন এফিলিয়েট মার্কেটিং এর চাহিদা অনেক বেশি। ঘরে বসে আয় করার অবশ্যই এটি একটা দুর্দান্ত কার্যকর উপায়।
Thank you.