
31/01/2023
#খেলার_খবর
ফ্রান্সকে হারিয়ে বিশ্ব হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপে পুরুষ বিভাগে রেকর্ড তৃতীয় শিরোপা জয় করেছে ডেনমার্ক। স্টকহোমের টেলে২ এরেনাতে অনুষ্ঠিত ফাইনালে ডেনমার্ক ৩৪-২৯ গোলে ফ্রান্সকে পরাজিত করে হ্যাটট্রিক শিরোপা জয়ের কৃতিত্ব দেখায়। প্রথমার্ধে ডেনমার্ক ১৬-১৫ গোলে এগিয়ে ছিল।
আরও পড়ুন
০ অন্যান্য খেলা জানুয়ারি ৩১, ২০২৩ ফ্রান্সকে হারিয়ে বিশ্ব হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপে পুরুষ বিভাগে রেকর্ড ত...