Shahriar

Shahriar আল্লাহ্ ভরসা
(1)

22/09/2025

আমি জানতাম না সত্যি জানতাম না।

14/09/2025

আজকাল মানুষের কাছে অপশন প্রচুর। যেখানে মন টেকে না, সেখানে দু’চারদিনের বেশি কেউ আটকে থাকে না। "Better" খুঁজতে খুঁজতে আমরা জীবনের আসল Necessity টাই হারিয়ে ফেলছি।
সম্পর্ক এখন যেন ফিল্টারের মতো। ভালো দিক দেখলেই সঙ্গে সঙ্গে মেনে নিই, আর যেই একটু খুঁত পেলাম সরে যাই। কিন্তু মানুষ তো শুধু ভালো দিক দিয়ে তৈরি নয়। তার রাগ, জেদ, হতাশা সব মিলিয়েই সে পূর্ণ।
“অ্যাডজাস্টমেন্ট” শব্দটা যেন আমাদের ডিকশনারি থেকে হারিয়ে যাচ্ছে। কারো ভেতরটা বোঝার চেষ্টা না করে চলে যাওয়ার পর আমরা বলি He/She wasn’t my type
কিন্তু সত্যি, নিজের টাইপ কি আমরা জানি? নাকি যা সহজ, তাই পছন্দ করি?
মানুষকে এভাবে বেছে নেওয়া যায় না। তাকে সময় দিতে হয়, বোঝার চেষ্টা করতে হয়।
❝মানুষ কোনো শপিং অপশন নয়। যে একটার সঙ্গে মন না মিললেই আরেকটা দেখে ফেলা যায়।❞
যে মানুষটা আপনার খারাপ সময়ে পাশে ছিল, আপনার মন খারাপের কথা শুনেছে, আপনার ছটফটানো সহ্য করেছে তাকেই যদি বোঝার চেষ্টা না করি, তাহলে কেউই আপনাকে সত্যিকারের ভালোবাসবে না।
ভালোবাসা কোনো 'টাইপ' খোঁজার খেলা নয়। এটা দুইজন মানুষের ভেতরের যুদ্ধ, যেখানে জেতার জন্য নয়,একসাথে টিকে থাকাই ভালোবাসা।



14/09/2025

বিনা কারনে যারা আমার জীবনে, দুঃখের গল্প তৈরি করেছে তাদের সাথে দেখা একদিন হবেই এই সময় চিরদিন না।

13/09/2025

মাঝেমাঝে মনে হয়, আমিই এই গ্রহের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ। সবার কত গুণ, কত স্বপ্ন, কত অর্জন আর আমি? আমি যেন নির্বাক দর্শক।

সবাই কোথাও পৌঁছে যাচ্ছে কেউ ক্যারিয়ারে, কেউ সৃজনশীলতায়, কেউ স্বপ্নের পথে। আর আমি? আমি এখনো বুঝে উঠতে পারিনি কোথা থেকে শুরু করবো।

নিজেকে দেখে মাঝেমাঝে মনে হয়, আমি একটা 'মিউটেড পারসন' চারপাশে শব্দ আছে, আলাপ আছে, উৎসাহ আছে কিন্তু আমার গলায় যেন স্বর নেই। মনে হয়, আমি একটা "সাইলেন্ট লাইন" যেটা সবার কথার ভিড়ে হারিয়ে যায়। একটা বিরামচিহ্ন যেটা থাকলেও কেউ পড়ে না। একটা "বাফারিং স্ক্রিন" যা চলছেও না, থামছেও না শুধু স্থির হয়ে ঝাপসা করে যাচ্ছে সময়টাকে!

[ If you feel it too, know that you're not alone. ]

13/09/2025

যতই স্ট্রং হই না কেন, দিনশেষে আমরা সবাই নির্দিষ্ট কোনো একজনের কাছে খুব বেশি অসহায়!🙂❤️‍🩹

12/09/2025

মাঝে মধ্যে এমন হয়না? আপনি ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছেন, আপনার হুটহাট বুক ফেটে কান্না আসে,আপনার চোখ ভিজে যায় আপনি কান্না আটকাতে চাইলেও পারেন না!মানুষের সামনে বসে থেকেও আপনার কষ্টে বুক ফেটে যায়, আপনি একটা জায়গা খোঁজেন যেখানে একটু কান্না করতে পারবেন!কাউকে কিছু বলতে পারেন না, কান্নাও আটকাতে পারেন না! এইসব মুহুর্তের মধ্য দিয়ে যাওয়া মানুষ গুলোর মনে শান্তি আসুক!
সৃষ্টিকর্তা ওদের ধৈর্য ধরে রাখার বিশাল ক্ষমতা দিক!🖤

10/09/2025

তুমি আমারে যতটা সস্তা তোমার চোখে দেখলা - ওতটা সস্তা আমি কোন কালেই ছিলাম না । আমি ভাবছিলাম, তুমি আমি আলাদা কি ? তোমার কাছে দাম দেখাইয়া লাভ আছে ?

কেবল আমিই ভাবছিলাম তুমি-আমি আলাদা না ।তবে আমারে তুমি সবসময় আলাদা করেই দেখছ । আমি - থাকা না থাকায় তোমার কোনও ফারাক পড়ে না ।
আগেই বইলা দিতা, আমারে তোমার আপন ভাববার পাড়বা না !
তাইলে তুমি থাকতে থাকতেই আমি নিজের একটু গুছাইয়া লইতাম ।

এই যে হুট কইরাই আর কথা বল না , আমি ঠিক মানবার পারি না । যদি আগেই বলতা, তাহলে আমিই কথা বিনিয়ম ধীরে কমাইয়া লইতাম ।

সে আশাও করি কেমনে! তুমি তো আমারে নিয়ে কখনো ভাবই নাই , ভাবলে কি আর অতগুলো রাত উপহার দিতা!
কেমনে যে এতগুলা রাত কাটাইলাম, জানতেও আইলা না । কইলাও না , সামনের দিনগুলা কেমনে এটু ভালো থাকা যায় !

তাও আমার তোমারে নিয়ে কোনও অভিযোগ নাই , কেন জানো? তুমি না চাইতেও আমারে অনেক কিছু দিছো । একপাক্ষিক ভালোবাসা চিনাইছো, বিশ্বাস চিনাইছো, কেমনে কথা না বইলাও থাকা যায় সেটাও তুমি চিনাইছো । তুমি না থাকলে আমি কি আর এত কিছু শিখবার পারতাম ।

আমি তোমারে কোনও অভিশাপ দিমু না , তাও ভয় লাগে - রুহুর হাই যদি লাইগা যায় ?

07/09/2025

তোকে ছাড়া পৃথিবীর সব ভুলে যাই 😅🙏

07/09/2025

অসম্ভব বিষন্নতায় গিলে খাচ্ছে আমায়!🙂

07/09/2025

কিছু স্বপ্ন ভাঙে না শব্দ করে,
ভাঙে নীরবতায়।।

মাঝে মাঝে মনের আকাশে যে মেঘ জমে,
তারা শুধু কালো হয় না,
তারা অভিমান শিখে নেয়।

রাতের নীরবতা তখন নিজের নামে অপরিচিত হয়ে ওঠে।
যে চাঁদ স্বপ্নের পথে আলো ধরার কথা ছিল,
সে আলো হারিয়ে যায় নগরের ঝাপসা নিয়নের গোলকধাঁধায়।

প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে এক অদৃশ্য ফ্রেম।
ছোঁয়া যায় না,
তবু হৃদয়ের চার দেয়ালে নীরব লোহার মতো গাঁথা থাকে।
শব্দহীন সেই বন্ধনে বুক ভারী হয়ে আসে,
শ্বাসের ভেতর ধীরে ধীরে জমে ওঠে একাকিত্বের কুয়াশা।

আমি ছুটি ব্যাকুল হাওয়ার মতো,
তবু প্রতিটি অর্জন মরীচিকার শুকনো আলো হয়ে
বালিতে ভেঙে পড়ে।

হৃদয় গাঢ় ক্ষত হয়ে জ্বলে।
রক্তের উষ্ণতায় বিষাদের ক্ষীণ বিষ কাজ করে নিঃশব্দে।
শান্তির কোনো আশ্রয় নেই—
আছে শুধু দুঃখের দীর্ঘ দরবার,
যেখানে দীর্ঘশ্বাস মুখস্থ প্রার্থনার মতো ফিরে আসে বারবার।

চোখ দুটি ক্লান্ত প্রহরী,
বহুদিন অদৃশ্য ব্যথার প্রাচীর পাহারা দেয়।
হাওয়ায় ভাসে ভাঙা স্বপ্নের কাচের টুকরো,
যাদের কাছে গেলে
হৃদয় নিঃশব্দে রক্তাক্ত হয়ে যায়।

আর আমি…
সুখ নামের নেশায় ভেঙে পড়া এক পথিক,
আয়নায় নিজের মুখও চিনতে পারি না।

ভেতরঘরের শব্দ — নীরব অনুভূতির সাক্ষী

#ভেতরঘরেরশব্দ
#নীরবঅনুভব
#বাংলালেখা



#মনেপ্রেম
#প্রেমেরলেখা
#আবেগেরশব্দ
#রোমান্টিকলেখা





Address

Dhaka
1205

Telephone

+8801710339471

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahriar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahriar:

Share