12/10/2025
তারিখঃ ১২-১০-২০২৫
সংবাদ-বিজ্ঞপ্তি
ডিভিশনাল সিরিজ ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা ২০২৫, ঝিনাইদহ
বাংলাদেশ দাবা ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় এবং এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, বাংলাদেশ এর আয়োজনে ঝিনাইদহে অনুষ্ঠানরত ডিভিশনাল সিরিজ ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা ২০২৫, ঝিনাইদহ এর চুতর্থ রাউন্ডের খেলা শেষে দেলোয়ার হোসেন পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে একক ভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। সাড়ে চার পয়েন্ট নিয়ে ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান দ্বিতীয় স্থানে রয়েছেন। চার পয়েন্ট করে নিয়ে ১২ জন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। এরা হলেনঃ ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবজিদ রহমান, ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ, গোলাম মোস্তফা ভূঁইয়া, ইয়ানুর রহমান, ক্যান্ডিডেট মাস্টার মোঃ মাছুম হোসেন, যদুনাথ বিশ্বাস, মোঃ হাদিউজ্জামান, ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিন, শেখ রাশেদুল হাসান, ফয়সাল হোসেন ও ইফতেখার আলম। আজ (রোববার) সকালে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস ক্যান্ডিডেট মাস্টার মোঃ মাছুম হোসেনকে, দেলোয়ার হোসেন ইয়ানুর রহমান রয়েলকে, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান শাহিনুর হককে, মোঃ শফিকুল ইসলাম হৃষিন তালুকদারকে ও ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিন মোঃ মঞ্জুর আলমকে পরাজিত করেন। মোঃ মোহাইমেনুল ইসলাম ফয়সাল হোসেনের সাথে ড্র করেন। বিকালে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় দেলোয়ার হোসেন ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে, ফিদে সৈয়দ মাহফুজুর রহমান মোঃ মোহাইমেনুল ইসলামকে, ইয়ানুর রহমান মোঃ শফিকুল ইসলাম, ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবজিদ রহমান গৌর সুন্দর বিশ্বাসকে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ তানভীর আলমকে, গোলাম মোস্তফা ভূঁইয়া শাহ মাহফুজুল করীমকে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ মাছুম হোসেন ক্যান্ডিডেট মাস্টার মোঃ নাসিম হোসেন ভূঁইয়াকে, মোঃ হাদিউজ্জামান শামসুল কবীর চৌধুরীকে, শেখ রাশেদুল হাসান মোহাম্মদ শাহিনুর রশিদকে ও ইফতেখার আলম মোঃ আল আমিন শেখকে পরাজিত করেন। ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিন ফয়সাল হোসেনের সাথে ড্র করেন।
মিডিয়া কমিটি
বাংলাদেশ দাবা ফেডারেশন
Date: 12-10-2025
Press-Release
Divisional Series FIDE Rating Chess Competition 2025, Jhenaidah
Delwar Hossain is now lead in the points table with maximum 5 points each after 5th round games of the Divisional Series FIDE Rating Chess Competition 2025, Jhenaidah, sponsored by the Bangladesh Chess Federation organised by the Association of Chess Players, Bangladesh. Syed Mahfuzur Rahman is in 2nd position with 4½ points.
Twelve players sharing 2nd positions with 4 points each. They are: FIDE Master Subrota Biswas, Candidate Master Md. Abzid Rahman, Candidate Master Md Abu Hanif, Golam Mostafa Bhuiyan,Yanur Rahman, Candidate Master Md Masum Hossain, Jodunath Biswas, Md. Hadiuzzaman, Candidate Master Md. Jamal Uddin, Sk. Rashedul Hasan, Md Eftekhar Alam and Faisal Hossain.
4th and 5th round games were held today (Sunday). In 4th round: FM Subrota Biswas defeated CM Md. Masum Hossain, Delwar Hossain defeated Yanur Rahman, Md. Muhaimenul Islam drew with Faisal Hossain, FM Syed Mahfuzur Rahman defeated Shahinur Haque, Md Hadiuzzaman drew with CM Md Abzid Rahman, Md Shafiqul Islam defeated Hrishin Talukder, CM Md Jamal Uddin defeated Md Monjur Alam and CM Md Abu Hanif defeated Md Zakaria.
In 5th round games: Delwar Hossain defeated FM Subrota Biswas, FM Syed Mahfuzur Rahman defeated Md Muhaimenul Islam, Faisal Hossain drew with CM Md Jamal Uddin, Yanur rahman defeated Md Shafiqul Islam, CM Md Abzid Rahman defeated Gour Sundar Biswas, CM Md Abu Hanif defeated Tanvir Alam, Golam Mostafa Bhuiyan defeated Shah Mahfuzul Karim, CM Md Masum Hossain defeated CM Md Nasim Hossain Bhuiyan, Jodunath Biswas defeated Kazi Alamgir, Md Hadiuzzaman defeated Shamsul Kabir Chowdhury, Sk. Rashedul Hasan defeated Mohammad Shahinur Rashid and Eftekhar Alam defeated Md Al Amin Shaikh
Media Committee
Bangladesh Chess Federation