
23/07/2025
তারিখঃ ২৩-০৭-২০২৫
সংবাদ-বিজ্ঞপ্তি
প্রথম বিভাগ দাবা লিগ
বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে প্রথম বিভাগ দাবা লিগে ইসফট এরিনা চেস ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অজ©ন করেছে। ইসফট এরিনা চেস ক্লাব পূণ© ১৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে। আজ (বুধবার) অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় ইসফট এরিনা চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে ক্লাসিক চেস একাডেমিকে পরাজিত করে। ইসফট এরিনা চেস ক্লাবের পক্ষ এবারের প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণ করেন যথাক্রমে মোঃ আনিচুজ্জামান জুয়েল (অধিনায়ক), দেলোয়ার হোসেন, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু, ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদ, ক্যান্ডিডেট মাস্টার মোঃ আজমাইন পারভেজ সায়র। ১৪ পয়েন্ট করে অজ©ন করে সাধারণ বীমা কপো©রেশন স্পোটিং© ক্লাব ও অগ্রনী ব্যাংক পিএলসি দাবা দল। ম্যাচ পয়েন্ট সমান হওয়ায় গেম পয়েন্টে স্থান নিধা©রণ করা হয়। ২৬ গেম পয়েন্ট পেয়ে সাধারণ বীমা কপো©রেশন স্পোটিং© ক্লাব রানাস©-আপ এবং অগ্রনী ব্যাংক পিএলসি দাবা দল তৃতীয় স্থান লাভ করে। সাধারণ বীমা কপো©রেশন স্পোটিং© ক্লাবের পক্ষে অংশগ্রহণ করেন যথাক্র্রমে ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীয়ত উল্লাহ, অনত চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবজিদ রহমান, ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ (অধিনায়ক) ও মোঃ নাসির উদ্দিন। অগ্রনী ব্যাংক পিএলসি দাবা দলের পক্ষে অংশগ্রহণ করেন আমির সোহেল, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মোহাম্মদ শামীম (অধিনায়ক), ক্যান্ডিডেট মাস্টার মনির হোসেন, মোতু©জা মাহাথির ইসলাম ও মোহাম্মদ ইলিয়াস।
১৩ পয়েন্ট নিয়ে আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাব চতুথ© স্থান লাভ করে। অন্যান্য স্থান গুলো হলোঃ পঞ্চম-তৌসিফ এপেয়ারেলস চেস ক্লাব, পয়েন্ট-১১, ষষ্ঠ-এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস ক্লাব, পয়েন্ট-৮, সপ্তম-আকাই স্মৃতি সংসদ-মাগুড়া, পয়েন্ট-৬, অষ্টম-স্পোট©স বাংলা-বি, পয়েন্ট-৪, নবম-শফি উদ্দিন শাহ স্মৃতি সংসদ, পয়েন্ট-২ এবং দশম-ক্লাসিক চেস একাডেমি, পয়েন্ট-০।
বোড© পুরস্কার পান যথাক্রমেঃ ১ নং বো©ডে- ইসফট এরিনা চেস ক্লাবের মোঃ আনিচুজ্জমানা জুয়েল, ২ নং বোডে©- ইসফট এরিনা চেস ক্লাবের দেলোয়ার হোসেন, ৩য় বোডে©- ইসফট এরিনা চেস ক্লাবের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু, ৪থ© বোডে©- ইসফট এরিনা চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদ, অতিরিক্ত ১ বোডে©- ইসফট এরিনা চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মোঃ আজমাইন পারভেজ সায়র এবং অতিরিক্ত ২ নং বোডে©-সাধারণ বীমা কপো©রেশন স্পোটিং© ক্লাবের মোঃ নাসির উদ্দিন।
আজ শেষ রাউন্ডের খেলায় ও অগ্রনী ব্যাংক পিএলসি দাবা দল ২.৫-১.৫ পয়েন্টে সাধারণ বীমা কপো©রেশন স্পোটিং© ক্লাবকে, আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাব ৪-০ গেম পয়েন্টে স্পোট©স বাংলা-বি কে, তৌসিফ এপয়ারেলস চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে আকাই স্মৃতি সংসদ-মাগুড়াকে এবং এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি ৩-১ পয়েন্টে শফি উদ্দিন শাহ স্মৃত সংসদকে পরাজিত করে।
চ্যাম্পিয়ন ইসফট এরিনা চেস ক্লাব এবং রানাস©-আপ সাধারণ বীমা কপো©রেশন স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে উন্নীত হলো এবং সব©নিম্নো স্থান প্রাপ্ত ক্লাসিক চেস একাডেমি দ্বিতীয় বিভাগে নেমে গেছে। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দাবা ফেডারেশনের এডহক কমিটির দুই সদস্য আমিনুল ইসলাম ও মোঃ আরিফুজ্জামান আরিফ এবং আন্তজা©তিক দাবা বিচার মোঃ হারুন অর রশিদ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় অগ্রনী ব্যাংক পিএলসি এর উপ মহা ব্যবস্থাপক শাহিনুর বেগম, ইসফট এরিনা চেস ক্লাবের সভাপতি মোকাদ্দেসুর রহমান খান সোহান ও প্রধান বিচারক আন্তজা©তিক দাবা বিচারক শাহজাহান কবীর উপস্থিত ছিলেন। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ১০ টি দল এবারের দাবা লিগে অংশগ্রহণ করে।
মিডিয়া কমিটি
বাংলাদেশ দাবা ফেডারেশন।
Date: 23-07-2025
Press-Release
1st Division Chess League
Esoft Arena Chess Club has won the title of undefeated champion in the 1st Division Chess League organised by the Bangladesh Chess Federation. Esoft Arena Chess Club won the title by getting 18 points. In the 9th or final round match held today (Wednesday). Esoft Arena Chess Club defeated Classic Chess Academy by 4-0 game points. Esoft Arena Chess Club's team in this year's first division chess league was represented by Md. Anichuzzaman Jewel (captain), Delwar Hossain, WCM Warsia Khusbu, CM Shafiq Ahmed, CM Md. Azmaeen Parvez Sayor. Sadharan Bima Corporation Sporting Club and Agrani Bank PLC Daba Dal earned 14 match points each. Since the match points were equal, the place was determined by game points. Sadharan Bima Corporation Sporting Club became Runners-up with 26 points and Agrani Bank PLC Daba Dal secured the third place with 23½ points. CM Md. Shariat Ullah, Anata Choudhury, CM Md. Abzid Rahman, CM Md. Abu Hanif (captain) and Md. Nasir Uddin participated on behalf of Sadharan Bima Corporation Sporting Club Sporting Club. Amir Sohel, WFM Noshin Anjum, Mohammad Shameem (captain), CM Monir Hossain, Motuza Mahathir Islam, Mohammad Elias participated on behalf of Agrani Bank PLC Daba Dal.
Abdun Noor Bhuiyan Memorial Club secured the fourth place with 13 match points. The other places are: Fifth -Tausif Apparels Chess Club, Point-11, Sixth - Elegant International Chess Academy, Point-8, Seventh - Akai Smrity Sangsad-Magura, Point-6, Eighth - Spots Bangla-B, Point-4, Ninth - Shafi Uddin Shah Smrity Sangsad, Point-2 and Tenth - Classic Chess Academy, Point-0.
The board awards were given to: 1st board - Md. Anicuzzamana Jewel of Esoft Arena Chess Club, 2nd board - Delwar Hossain of Esoft Arena Chess Club, 3rd board - WCM Warsia Khusbu of Esoft Arena Chess Club, 4th board - CM Shafiq Ahmed of Esoft Arena Chess Club, Additional 1 board - CM Md. Azmaeen Parvez Sayor of Esoft Arena Chess Club and Additional 2nd board - Md. Nasir Uddin of Sadharan Bima Corporation Sporting Club.
In the final round of matches today, Agrani Bank PLC Daba Dal defeated Sadharan Bima Corporation Sporting Club by 2½-1½ points, Abdun Noor Bhuiyan Memorial Club defeated Sports Bangla-B by 4-0 game points, Tausif Apparels Chess Club defeated Akai Smrity Sangsad-Magura by 3-1 game points and Elegant International Chess Academy defeated Shafi Uddin Shah Smrity Sangsad by 3-1 points. The champions Esoft Arena Chess Club and the runners-up Sadharan Bima Corporation Sporting Club were promoted to the Premier Division Chess League and the lowest placed Classic Chess Academy was relegated to the Second Division. The prize distribution ceremony was held after the matches. Two members of the Ad-Hoc Committee of Bangladesh Chess Federation, Aminul Islam and Md. Arifuzzaman Arif, and International Arbiter Md. Haroon Or Rashid distributed prizes among the winners. Mrs. Shahinoor Begum, Deputy General Manager of Agrani Bank PLC, Mokaddesur Rahman Khan Sohan, President of Esoft Arena Chess Club, and Chief Arbiter International Chess Arbiter Shajahan Kabir were present at that time. Total 10 teams participated in this 1st Division Chess League in a round robin league system.
Media Committee
Bangladesh Chess Federation