আদী প্রকাশন

আদী প্রকাশন Official Page of Adee Prokashon
(1)

চলে এসেছে আমাদের নিশুতি-৭ 💗💗💗এবার শুধু সংগ্রহের পালা!!!
22/09/2025

চলে এসেছে আমাদের নিশুতি-৭ 💗💗💗

এবার শুধু সংগ্রহের পালা!!!

বই: ইসলাম- সমৃদ্ধ এক ধর্মের আখ্যানলেখক: ক্যারেন আর্মস্ট্রংঅনুবাদক: আব্দুস সাত্তার সজীব সম্পাদক: Abdullah Ibn Mahmud প্রক...
22/09/2025

বই: ইসলাম- সমৃদ্ধ এক ধর্মের আখ্যান
লেখক: ক্যারেন আর্মস্ট্রং
অনুবাদক: আব্দুস সাত্তার সজীব
সম্পাদক: Abdullah Ibn Mahmud
প্রকাশনী: আদী প্রকাশন
প্রচ্ছদ শিল্পী: Abul Fattah Munna

কাহিনী সংক্ষেপঃ
আধুনিক বিশ্বে ইসলাম ধর্মের মতো ভুল বোঝাবুঝির শিকার আর কোনো ধর্মকে বোধহয় হতে হয়নি। পশ্চিমা সংস্কৃতিতে প্রায়শই এই ধর্মকে এমন একটি চরমপন্থী বিশ্বাস হিসেবে দেখানো হয়- যা স্বৈরাচারী শাসন, নারীদের ওপর দমন-পীড়ন, গৃহযুদ্ধ ও সন্ত্রাসবাদকে উৎসাহিত করে। ক্যারেন আর্মস্ট্রংয়ের লেখায় সংক্ষিপ্ত এই ইতিহাস সেই সংকীর্ণ দৃষ্টিভঙ্গির বিপরীতে গুরুত্বপূর্ণ প্রতিসাম্য সৃষ্টি করে। ইসলাম সম্পর্কে বছরের পর বছর গবেষণা ও লেখালেখির নির্যাস এই বইতে দেখায় যে, বিশ্বের দ্রুততম বিস্তার লাভকারী এই ধর্ম তার আধুনিক হেজেমনিতে চিত্রিত মৌলবাদী ধারার চাইতে আসলে অনেক বেশি সমৃদ্ধ ও জটিল।

এই বইটি শুরু হয়েছে সপ্তম শতকে মদিনা থেকে হজরত মুহাম্মাদ (সা.) ও তাঁর পরিবারবর্গের হিজরত এবং প্রথম মসজিদ প্রতিষ্ঠার বিবরণ দিয়ে। এখানে শিয়া ও সুন্নি বিভক্তির সূত্রপাত, সুফি আধ্যাত্মিকতার বিকাশ, ইসলাম কীভাবে উত্তর আফ্রিকা, শ্যাম ও এশিয়া জুড়ে বিস্তার লাভ করে, ক্রুসেডের ধ্বংসাত্মক প্রভাব, চতুর্দশ ও পঞ্চদশ শতকে সাম্রাজ্যবাদী ইসলামের বিকাশ এবং বিশ্বের অন্যতম পরিশীলিত শক্তিতে পরিণত হওয়া, পাশাপাশি বিপ্লবী ইসলামের উত্থান ও তার প্রভাব সম্পর্কে তুলে ধরা হয়েছে। বইটির সমাপ্তি ঘটে সমসাময়িক ইসলাম ও তার চ্যালেঞ্জগুলোর মূল্যায়নের মাধ্যমে।

এই অনবদ্য বইয়ের মাধ্যমে ক্যারেন আর্মস্ট্রং তাদের চ্যালেঞ্জ জানিয়েছেন, যারা মনে করে যে ইসলাম ও পাশ্চাত্য সভ্যতা সংঘর্ষের পথে এগিয়ে যাচ্ছে। এটি একইসঙ্গে এক নির্ভরযোগ্য, প্রাঞ্জল ও সংক্ষিপ্ত অথচ গভীর এক বিশ্লেষণের মডেল।

 #আদীপ্রকাশন  #নতুনবই চার বন্ধু কাম কলিগ- রেদোয়ান, তপু, রাশেদ ও সামান্থা। হোমিসাইডে চাকরির সুবাদে পরিচয় তাদের। এক ঝড়-বৃষ...
21/09/2025

#আদীপ্রকাশন #নতুনবই

চার বন্ধু কাম কলিগ- রেদোয়ান, তপু, রাশেদ ও সামান্থা। হোমিসাইডে চাকরির সুবাদে পরিচয় তাদের। এক ঝড়-বৃষ্টির রাতে সামান্থার বাসায় আড্ডায় বসে পীরগঞ্জের জমজ বোনের খুনের কেসের গল্প শোনায় সামান্থা। খুনের আসামী- বারো বছর বয়সী "নয়নতারা", যার চোখগুলো গাঢ় সবুজ। গ্রামের মসজিদের ইমাম গোলাম মোস্তফার মতে, নয়নতারার উপর "নজর" আছে। কবিরাজ শংকরের মতে, নয়নতারার উপর দেবী ভর করেছে!
নয়নতারাই খুনী- জানার পরেও কেন সামান্থা কেস "আনসলভড" ফাইলে রেখে দিয়েছে?
মিশরীয় দেবী ওয়াজেত। যিনি জন্মের সময় রক্ষা করেছিলেন হোরাসকে। যিনি ক্রমেই রক্ষা করে চলেছিলেন ফারাও রাজবংশকে। ওয়াজেত একসময় সবার চোখের অন্তরালে চলে যায়, কেন?
পাঁচ বছর পর লন্ডনে রাশেদের সাথে দেখা হয় লিসার। গাঢ় সবুজ চোখের অধিকারী লিসার জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে, যাতে জড়িয়ে যায় রাশেদ।
কী হচ্ছে লিসার জীবনে?
কে নয়নতারা? লিসার সাথে তার কেন এত অদ্ভুত মিল? সামান্থা কোথায়? দেবী ওয়াজেতের রহস্যময় অন্তর্ধানের কারণ কী?
জানতে হলে পড়তে হবে, "দ্য জেড ওরাকল"

বইঃ দ্য জেড ওরাকল
লেখকঃ সারা ফাইরুজ
প্রচ্ছদ : অনিক শাহরিয়ার
মুদ্রিত মূল্যঃ ৩৬০ টাকা
সম্ভাব্য প্রকাশঃ ২০শে অক্টোবর, ২০২৫ ইং

 #নতুনবই  #আদীপ্রকাশন অদ্ভুত এক মাণিকজোড়- জর্জ আর লেনি। জর্জ ছোটখাটো, চটপটে। অন্যদিকে লেনি দেখতে বিশালদেহী হলে কী হবে, ম...
21/09/2025

#নতুনবই #আদীপ্রকাশন
অদ্ভুত এক মাণিকজোড়- জর্জ আর লেনি। জর্জ ছোটখাটো, চটপটে। অন্যদিকে লেনি দেখতে বিশালদেহী হলে কী হবে, মনটা যেন পাঁচ বছরের এক শিশুর। তবু দু’জন মিলেই ছোট্ট এক পরিবার। র‍্যাঞ্চের কঠোর পরিশ্রমের মাঝে কেটে যায় জীবন, দিন আনে দিন খায় ওরা। তবে অভাবের মাঝেও জর্জ-লেনি বুকে পুষে রেখেছে ছোট্ট একটা স্বপ্ন- একদিন নিজেদের একটা টুকরো জমি থাকবে আর সেই জমিতে পাখির বাসার ন্যায় গড়বে ছোট্ট একটা কুটির।
তবে এই উপন্যাস কেবল একটি স্বপ্নপূরণের গল্প নয়। শ্রেণিভেদ ও বর্ণবৈষম্যের করাল থাবায় বন্দী মানুষদের নিঃসঙ্গতা, দরিদ্রতা ও মানবিক সংযোগের এক জটিল চিত্র এঁকেছেন স্টেইনবেক।
অভ মাইস এন্ড মেন
জন স্টেইনবেক
অনুবাদঃ আশিকুর রহমান
প্রচ্ছদঃ আদনান আহমেদ রিজন
পৃষ্ঠা সংখ্যাঃ ১১২
মুদ্রিত মূল্যঃ ২৭০ টাকা
সম্ভাব্য প্রকাশঃ ২০শে অক্টোবর,২০২৫

 #নতুনবইআগামীকাল থেকে বাংলাদেশের প্রায় সকল অনলাইন বুকশপে পাওয়া যাবে আমাদের নিশুতি সিরিজ এর ৭ম বই
21/09/2025

#নতুনবই

আগামীকাল থেকে বাংলাদেশের প্রায় সকল অনলাইন বুকশপে পাওয়া যাবে আমাদের নিশুতি সিরিজ এর ৭ম বই

থ্রি অ্যাসাসিন্সকোতারো ইসাকাঅনুবাদ - Anick Shahriyar প্রচ্ছদ - তানভীর কবির। পৃষ্ঠা সংখ্যা: ২৭২মুদ্রিত মূল্য: ৬০০ টাকাসাধ...
20/09/2025

থ্রি অ্যাসাসিন্স
কোতারো ইসাকা
অনুবাদ - Anick Shahriyar
প্রচ্ছদ - তানভীর কবির।
পৃষ্ঠা সংখ্যা: ২৭২
মুদ্রিত মূল্য: ৬০০ টাকা

সাধারণ এক মানুষ ছিল সুজুকি, একেবারে নিয়ম মেনে চলা, শান্ত স্বভাবের। কিন্তু একদিন, তার স্ত্রীর রক্তে লাল হয়ে যায় পৃথিবী, আর সেই মুহূর্তে বদলে যায় তার জীবন। প্রতিশোধের আগুনে দগ্ধ হয়ে, আইন-শৃঙ্খলার পথ ছেড়ে সে পা বাড়ায় এক ভয়ঙ্কর জগতে। স্ত্রী হত্যার সূত্র ধরে সে ঢুকে পড়ে মেইডেন নামের এক অপরাধ চক্রের ছায়ায়, যেখানে ক্ষমতা আর মৃত্যু পাশাপাশি হাঁটে।

কিন্তু এই অন্ধকার জগতে সে একা নয়। এখানে শিকারীও আছে, শিকারও আছে। আর শিকারীরা নেহাত সাধারণ কেউ নয়—তারা যেন ছায়ার মধ্যে বাস করা দানব।

সিকাডা, ছুরির অসম্ভব দক্ষ এক কারিগর, নীরবে আঘাত হানে, বিদ্যুতের মতো দ্রুত।

দ্য পুশার, মৃত্যু তার কাছে নিছক এক খেলা—শুধু সামান্য ধাক্কা, তারপর একেবারে নিশ্চিত পরিণতি।

দ্য হোয়েল, যে তার শিকারকে ছুরির ধার নয়, শব্দের ধারেই বিদ্ধ করে। এমনসব শূন্যতার কথা বলে, এমন অন্ধকার ডেকে আনে যে মানুষ নিজেই মৃত্যুর দিকে পা বাড়ায়।

সুজুকির সামনে এখন শুধুই রক্ত আর প্রতিশোধের রাস্তা। এই ভয়ঙ্কর খেলায় শেষ পর্যন্ত কে শিকার আর কে শিকারী? টোকিওর অপরাধজগৎ যখন দুলতে থাকে রুদ্ধশ্বাস উত্তেজনায়, তখন সুজুকির হাতে নেমে আসে এক চূড়ান্ত সিদ্ধান্তের মুহূর্ত। এই মৃত্যুর ছায়াঘেরা খেলায়, শেষ হাসিটা কে হাসবে?

১৯৭৭ সাল। ওরেগনের ছোট্ট শহর ক্লেয়ার লেক হঠাৎই কেঁপে ওঠে “লেডি কিলার মার্ডারস”-এর ঘটনায়। দুইজন পুরুষকে গুলি করে হত্যা করা...
19/09/2025

১৯৭৭ সাল। ওরেগনের ছোট্ট শহর ক্লেয়ার লেক হঠাৎই কেঁপে ওঠে “লেডি কিলার মার্ডারস”-এর ঘটনায়। দুইজন পুরুষকে গুলি করে হত্যা করা হয়, সাথে থাকে অদ্ভুত এক বার্তা। শহরের চোখ যায় ধনী ও রহস্যময় তরুণী বেথ গ্রিয়ারের দিকে। তবে আদালতে তার অপরাধ প্রমাণিত হয় না—আর সেখানেই মামলাটা থেমে যায়, থেকে যায় প্রশ্ন আর সন্দেহ।

চার দশক পর, ২০১৭ সালে। শিয়া কলিন্স, দিনে একজন রিসেপশনিস্ট আর রাতে ট্রু-ক্রাইম ব্লগার, সেই পুরনো মামলার খোঁজে নেমে পড়ে। শৈশবে সে এক ভয়াবহ ঘটনার শিকার হয়েছিল, তাই এসব গল্পের প্রতি তার টান আলাদা। আশ্চর্যজনকভাবে সে সুযোগ পায় বেথ গ্রিয়ারের সাক্ষাৎকার নেবার।

কিন্তু বেথের বিশাল, নির্জন ভিলায় পা রাখার পর থেকেই শিয়ার মনে হতে থাকে—কিছু একটা অস্বাভাবিক। দেয়ালে দেয়ালে অদ্ভুত ছায়া, নিজে থেকেই নড়ে ওঠা জিনিসপত্র, আর এমন এক শীতলতা, যা শুধু ভূতের উপস্থিতিতেই সম্ভব। শিয়া বুঝতে পারে, এই গল্প শুধু পুরনো হত্যার নয়। এখানে লুকিয়ে আছে প্রতিশোধ, ভৌতিক রহস্য, আর এক নারীর অন্ধকার অতীত।

দ্য বুক অফ কোল্ড কেসেস
সিমোন সেন্ট জেমস
অনুবাদঃ অনামিকা রিপা
মুদ্রিত মূল্যঃ ৫৫০ টাকা

17/09/2025

আসছে... Abdullah Ibn Mahmud ভাইয়ের অনুবাদে

আন্তর্জাতিক গবেষণা থেকে অবসর নিয়ে নিজের দেশেই গবেষণা শুরু করেন দেশ বিখ্যাত সাইন্টিস্ট জুলফিকার আলী।তিনি মিডিয়া বিমূখ এ...
16/09/2025

আন্তর্জাতিক গবেষণা থেকে অবসর নিয়ে নিজের দেশেই গবেষণা শুরু করেন দেশ বিখ্যাত সাইন্টিস্ট জুলফিকার আলী।
তিনি মিডিয়া বিমূখ একজন মানুষ। এবং তার গবেষণার বিষয়ও তিনি না জানালে কেউ জানতে পারেনা। তেমনি এক গবেষণা করছেন তিনি। কিন্তু কিসের গবেষনা?
যাইহোক এরই মধ্যে তার সাথে এক অদ্ভুতএক মেয়ে দেখা করতে আসে, এবং বলে যায়, বরং বলা ভালো 'হুমকি' দিয়ে যায় 'আপনি যা করছেন তা কি ঠিক করছেন?' বিজ্ঞানী তার কথা আমলে নেন না। আরে নিবেন কি করে, তিনিতো কিছুই বুঝলেন না। কে এই মেয়ে। তারই বা পরিচয় কি করে পেলো? আমলে না নিয়ে তিনি তাঁর কাজ করে যান।

ঠিক এক সপ্তাহ পর বিজ্ঞানী তার বাড়ী থেকে গায়েব হন। যেখান থেকে গায়েব হন সেখানে অপরাধী তার পায়ের ছাপ রেখে যায়। কিন্তু এটা কিসের পায়ের ছাপ? এমন অদ্ভুত কেন? মনে হচ্ছে পায়ের ছাপটা পরিবর্তন হয়ে গেলো আস্তে আস্তে। মানুষের পায়ের ছাপ থেকে আস্তে আস্তে পশুর পায়ের ছাপে পরিণত হয়েছে। অদ্ভুত!
স্বাভাবিক ভাবেই বিজ্ঞানীকে খুঁজতে সারাদেশ তোলপাড় হয়ে পড়েছে, এমনকি দেশের এই রত্ন বিজ্ঞানীকে বাহিরের রাস্ট্রগুলোতেও ইন্টারপোলের মাধ্যমে চলছে খোঁজ।

এসময় জুলফিকার সাহেবের প্রাক্তন ছাত্র সাইফুল্লাহ কায়েস তার মাসতুতো ভাই সামস কে নিয়ে রহস্য উদঘাটনে নেমে পরে। সেটা অবশ্যই দেশে বিখ্যাত বিজ্ঞানী জুলফিকার সাহেবের বড় ভাই রহমান সাহেবের আনুমতি নিয়েই। সাইফুল্লাহ শখের গোয়েন্দা। এবং নিয়ম অনুযায়ী গোয়েন্দার একজন সহকারীতো চাই, আর সে সহকারী ওয়াটসনের ভূমিকা নেন তার খালাতো ভাই 'সামস'। সামস এই ব্যাপারটা দারুন উপভোগ করে। তাই দাদার হুকুমের অপেক্ষায় থাকে সবসময়। হুকুম হলেই বাক্স পেট্রা রেডি ।

আচ্ছা এবার কাহিনীতে আসি।
আর রহস্য উদঘাটন করতে গিয়ে বেরিয়ে পরে এক অজানা রহস্য এবং সেই সাথে আতঙ্ক। কিন্তু কি সেই আতঙ্ক? জানতে ইচ্ছে হচ্ছে না? তাহলে আর কি, বইতেতো বাকিটা রইলোই।
আরো জানতে পারবেন ৪০০০ বছরের মিশরীয় এক ঘৃন্য ইতিহাস। যা আপনার পিলে চমকে দিবে

এবং এক "মৃত্যুঘন্টার" কাহিনী।

কিন্তু এই ৪০০০ বছর আগের কাহিনী, মৃত্যুঘন্টা, উদ্ভট কিছু মানুষের সাথে বিজ্ঞানীর কি সম্পর্ক? আর কেন আসলো সেই অদ্ভুত মেয়েটা, কি সম্পর্ক তার জুলফিকার সাহেবের গবেষণার সাথে?
আর সবকিছু যখন আপনি জেনে যাবেন, তখনি এই গল্পের আরো একটি টুইস্ট আপনার সামনে চলে আসবে। এবং আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। যেটা পারেনি সহকারি ওয়াটসন (সামস)

তো আরকি চলুন ঘুরে আসি...

বইঃ বর্গীয় জ এর জয়
লেখকঃ পরাগ ওয়াহিদ
পৃষ্ঠা সংখ্যাঃ ২২৪
মুদ্রিত মুল্যঃ ৩২০ টাকা

বাংলাদেশের প্রায় সকল অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে বইটি।

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801540340793

Alerts

Be the first to know and let us send you an email when আদী প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আদী প্রকাশন:

Share

Category