02/11/2025
ভালোবাসা অ্যাওয়ার্ড দিয়ে মাপা হয় না।💙
Award শুধুমাত্র একটা বাড়তি ভালো লাগা, একটা আনন্দের মুহূর্ত কিন্তু এটা না পেলেও আসলে কিছু কমে না। যাকে মন থেকে ভালোবাসা যায়, তার প্রতি শ্রদ্ধা আর মমতা অ্যাওয়ার্ড দিয়ে মাপা যায় না।
সাবিলা নূর এর প্রতি ভালোবাসা সবসময়ই ছিল, আছে, থাকবে। ঠিক সেই আগের মতোই, আমার অন্তরের গভীরে।
নমিনেশনটাই প্রমাণ, সে কতটা যোগ্য।
যারা পুরস্কার পেল, তাদের অভিনন্দন, কিন্তু আমার ভালোবাসা সবসময়ই তার প্রতি শীর্ষে থাকবে। এওয়ার্ড শুধু একটুখানি আনন্দের মুহূর্ত, কিন্তু সত্যিকারের শ্রদ্ধা, ভালোবাসা আর মমতা যেটা মনের মধ্যে বাস করে সেটা কখনো কমে না, কখনো হারায় না।
বেস্ট অফ লাক Sabila Nur ❤️