আমাদের প্রতিদিন-Our Everyday

আমাদের প্রতিদিন-Our Everyday Always keep faith on Allah. ( পাঁচ মিশালি ব্লগ)

অনেক ক্লান্ত আমি😮‍💨দিন দিন ক্লান্তি না কমে ক্রমশ বেড়েই চলছে😟😟😟
21/08/2025

অনেক ক্লান্ত আমি😮‍💨
দিন দিন ক্লান্তি না কমে ক্রমশ বেড়েই চলছে😟😟😟

কি সুন্দর না💥
18/08/2025

কি সুন্দর না💥

Play time in school
09/08/2025

Play time in school

Good morning Happy FridayJumma mubarak
08/08/2025

Good morning
Happy Friday
Jumma mubarak

আজকে একটু তারাতাড়িই শুভ রাত্রি🥰
01/08/2025

আজকে একটু তারাতাড়িই শুভ রাত্রি🥰

,শুভ সকালআজ পবিত্র জুম্মা মোবারক। সবার দিনটা যেন ভাল যায়
01/08/2025

,শুভ সকাল
আজ পবিত্র জুম্মা মোবারক।
সবার দিনটা যেন ভাল যায়

এয়ার ফোর্সের এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।( ১ম ছবি)উনাকে প্রেস কনফারেন্সে এনে প্রশ্ন করুন জাতির সামনে কত বাচ্চা, শি...
22/07/2025

এয়ার ফোর্সের এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।( ১ম ছবি)
উনাকে প্রেস কনফারেন্সে এনে প্রশ্ন করুন জাতির সামনে কত বাচ্চা, শিক্ষক, আয়া মারা গেছে।

তিনি মানুষ হিসেবে কতটা ভাল নাকি খারাপ তার এচিভমেন্ট গুলি কি আর এতদিন দেশের জন্য কত কত করেছে এইসব আলোচনা করার সময় এখন না। এখন আসল কথা হল তিনি যেই ফোর্সের চিফ সেটার একটা ফেটাল এরোরের কারণে (সম্ভাব্য) ২০০ এর ও বেশি বাচ্চা মারা গেছে।

তারউপর সেই সং্খ্যাটাই লোকানোর চেষ্টা চলছে।
যেখানে মাইলস্টোন এর মত এমন স্কুলে ওয়েল সেটেল্ড ফ্যামিলির বাচ্চারা পড়ছে, তারা ত্রান বা টাকা অনুদানের জন্য হাত পাতবেনা না যে সং্খ্যা লুকাচ্ছেন।
আমরা একবার #রানাপ্লাজা ট্রেজেডি দেখেছি আর এখন দেখছি মাইলস্টোন স্কুলের ট্রেজেডি যা বাংলাদেশে একদিনে এত বড় ঘটনার আবার সাক্ষী হল।
যতটকু জেনেছি সংবাদ মারফতে,
১/ এফ-৭ এ ত্রুটি আছে (তিনি অবশ্যি সেটা জানতেন)) সেটা কেন ট্রেনিং এ চালানোর অনুমোদন পাইলো?
২/ কেন জনপূর্ন এলাকার উপর দিয়ে ট্রেনিং বিমান পরিচালনা করা হবে?

৩/ এয়ার ফোর্সের প্লেনগুলোর ফিটনেস চেক শেষ কবে করা হইসে? করা হইলে ত্রুটি ধরা পরেনাই কেন? এটা কার দোষ?

৪/এই প্লেন কেনা, পরে আর নতুন না কেনা ও মেইন্টেইনেন্স ঠিক মতো না হওয়া পুরো চক্রটায় কাদের দূর্নীতির হাত আছে? আর এই নাম গুলি প্রকাশে আনতে হবে।
৫/ সকল প্রশ্নের উওর না পেলে এই দায় ভার উনাকেই নিতে হবে।
(২ছবি তে যাকে দেখছেন তিনি আসিফ নজরুল সাহেব)
দেশের এই ক্রান্তি লগ্নে উনার বার বার করা বিবৃতি গুলি এর প্রশ্ন আপনারা করবেন, উনারা আর কত রাজনীতি করবে তা জিজ্ঞেস করবেন অবশ্যি জাতির সামনে।
তারপর যেই ছবি গুলি তা হল এই ভয়াবহ ট্রেজেডির কিছু অংশ।
💥এই ছবি গুলি সাধারণ মানুষ আপনারা বার বার দেখবেন আর মনে রাখবেন গতকাল ঘটনার দিন থেকে যে বা যারা এটাকে নিয়ে মিথ্যা তথ্য ছরাচ্ছে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাদের প্রত্যেকে বিরুদ্ধে সবাই যার যার জায়গা থেকে আওয়াজ তুলবেন। যেন এই বাংলাদেশে আরেকটি অবিবেচক ক্ষমতাধর রাজনৈতিক দল এর সৃষ্টি না হতে পারে।
কারন একটি পুরো বড় দুর্ঘটনার কে যে মহল ধামাচাপা দিতে পারে সেই রাজনৈতিক দল ভয়ানক রুপে পরিণত হয় যা কোন ভাবেই আবার হতে দেওয়া যাবে না।।।।।।

10/06/2025
একটা সন্তানের জন্য সবচেয়ে শীতল করা অনুভূতি হল তার  #মা_বাবা এর মধ্যেকার সুন্দর সম্পর্ক। প্রত্যেকটা সন্তান আশা করে তার পর...
03/06/2025

একটা সন্তানের জন্য সবচেয়ে শীতল করা অনুভূতি হল তার #মা_বাবা এর মধ্যেকার সুন্দর সম্পর্ক।
প্রত্যেকটা সন্তান আশা করে তার পরিবারে মা বাবা এর মধ্যের সম্পর্ক হবে দুই দিক থেকে সমান সম্মান প্রদানকারী সম্পর্ক।
একে অপরের সাহায্যেকারী।
কেউ কাউকে ছাড়া যেন এক কদম না হাটে।
বাবা যেন মাকে মুল্যায়ন করে তার সম্মতিতে সুন্দর আকাশ সাজায় আর মা যেন বাবার প্রতি পদে তাকেই নিয়ে ভাবে।
আহ এই বিষয়টা একটা সন্তান কতটা প্রশান্তির সাথে জীবন কাটাতে অন্যদের কাছে নিজের মা বাবার সু সম্পর্ক নিয়ে গর্ব করতে স্বাচ্ছন্দ্যবোধ করে এই ধরনের পরিবেশ পেয়েছে সেই জানে।
আসলে একটা নির্দিষ্ট বয়সে ত আমরা এই সন্তান রা চলে যাই যার যার গন্তব্যে আর থেকে যায় একা মা আর বাবা পাশাপাশি।
তাই সকল মা-বাবা এর মধ্যকার সম্পর্ক যেন সবচেয়ে সম্মান আর আপন থাকে।

🏵️অভিযোগ করা ততক্ষণ আয়ত্তে থাকে যতক্ষণ অভিযোগকারী সামনের ব্যক্তিতে অধিকার মনে করে।👐👉অভিযোগ তখনি বন্ধ হয়ে যায় যখন আর সে ত...
30/05/2025

🏵️অভিযোগ করা ততক্ষণ আয়ত্তে থাকে যতক্ষণ অভিযোগকারী সামনের ব্যক্তিতে অধিকার মনে করে।
👐
👉অভিযোগ তখনি বন্ধ হয়ে যায় যখন আর সে তার প্রতি কোন প্রকার প্রত্যাশাই করেনা।

💥সব মেনে নেওয়াটাও একটা নিজের সাথে সমঝোতা।

💫সমঝোতা আপন মনে করা ব্যক্তি যখন আপন না তার সত্যিকার অর্থে জিবনের এক পর্যায়ে এসে বুঝ হয়ে যাওয়া।

👉তখন নিজের সাথে হয়ে যাওয়া প্রতিটি না মেনে নেওয়া অভিযোগ একমাত্র আল্লাহ তালার ফয়সালায় ছেরে দেওয়া।

✨আত্নসম্মান এর চেয়ে বড় সম্পর্ক আর হয়না। সম্মান না দিতে জানলে কারো কাছে প্রত্যাশা ছেরে দিতে হয় ফয়সালার মালিক আল্লাহ।

💥আর এটা বুঝে চলতে পারলে নিজের অন্তরের অস্থিরতার সমাধানের দিকে এগিয়ে যাওয়া যায়।
🌿🌿🌿
কারন নিশ্চয়ই আল্লাহ তালা তার বান্দাদের আসা কখনোই নিরাশ করেননা।

💥Toxic Parenting ✨(১)👉আমি পেরেন্টিং এর ব্যপারে একদমি আনারি। 🍃বলতে গেলে একটা কোয়ালিটি পেরেন্টিং কি তা হয়ত ৯০% ই জানিনা।তব...
27/05/2025

💥Toxic Parenting ✨(১)
👉আমি পেরেন্টিং এর ব্যপারে একদমি আনারি।
🍃বলতে গেলে একটা কোয়ালিটি পেরেন্টিং কি তা হয়ত ৯০% ই জানিনা।
তবে আমি শিখছি।

👉আর যা ভাল তা সব সময় জেনেও করতে পারিনা আর যেটা করা একদমি অনুচিত তা জেনেও করে ফেলি।

🔊তবে নিজেকে পরবর্তীতে প্রশ্নও করি ঠিক বেঠিক এর।

💥যাই হোক মুল কথায় আসি।💥

👐ইদানিং ছেলের কারনে স্কুলে ও আশেপাশে অনেক পেরেন্ট এর সাথে পরিচয় হয়েছে তাছাড়া নিজের 🎖️সমসাথিরাও বেশির ভাগ মা বাবা হয়েছে।।
তাদের ও দেখি বুঝি।

💥মাঝে মাঝে ভেবে খুব অবাক লাগে যেই শৈশব টা চোখ বন্ধ করলেই মনে হয় বেশি দিন হয়নি ছেরে এসেছি কল্পনায় অনেকটা স্পষ্ট ভেসে আসে তার স্মৃতি থাকা সত্তেও কি করে আমরা নিজেদের সন্তানকে একটা মেচুয়েট মানুষের মত আচরণ করার কথা চিন্তা করে প্রতি পদে বাধ্য করার চেষ্টা করি।💥

👉আমি এই বয়সে যা করব বা করতে চাই তা তার এই ছোট ৫/৬ বছর বয়সে আসা করে ধরে বেধে নিয়ম বানিয়ে দেই।

✨অনেক মাকে দেখি বাচ্চার শিশু সুলভ আচরণ মেনে নেয় কিন্তু অন্যদের কথার ভয়ে বাধ্য হয়ে শাসন করার প্রয়োজন মনে করে।

আর যারা বাচ্চাকে নিজের ৩০/৩৫ বছর বয়সের প্রতিচ্ছবি মনে করে তারা বাচ্চাদের খুব সামান্য বিষয়ে প্রতিযোগিতা, দন্ধ, মেপে চলা তা শিখাতে ব্যস্ত।
🌵
তুলনায় এমন মোহ হয়ে থাকে বাচ্চার সামান্য মলিন ব্রেন টা তা কতটুকু নিতে পারবে তা ভুলে যায়।
💥
বাচ্চাকে প্রতিযোগিতায় ১ম হতে প্র‍য়োজনে স্বার্থপর হতে হবে, উপাকার করে নিজের ক্ষতি করা যাবেনা, নিজেকে প্রথম সারিতেই রাখবে এমন টাইপ টিক্সিক মনমানসিকতার বিচ বপন করে দেয়।💥

👉আমার মনে হয় এতে সে প্রতিযোগিতায় এগিয়ে প্রথম হলেও কি জিবনে একজন উদার ও ভাল মানুষ হিসেবে ১ নাম্বার এ রাখতে পারবে।

🏵️তার অন্তর কি পরিস্কার আর ন্যায় এ থাকবে।🏵️

💥তার অন্তর যেমনি গড়ে উঠবে তা কেবল মাত্র তার সেই মা বাবা আর পরিবারের লোকেরাই ভবিষ্যতে বহন করতে হবে।।

👉এই অল্প বয়সের সহপাঠী বা তার পেরেন্ট রা তা ভাগ নিবেনা।
❤️সব মা-বাবা চায় তার সন্তান খুব ভাল অবস্থান এ যাক।❤️
🌿🌿🌿
কিন্তু প্রতিটা মা বাবার সন্তান ত আর ডক্ট্রর, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হবেনা।
🌿🌿

Address

Mohammadpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের প্রতিদিন-Our Everyday posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের প্রতিদিন-Our Everyday:

Share

Category