22/07/2025
এয়ার ফোর্সের এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।( ১ম ছবি)
উনাকে প্রেস কনফারেন্সে এনে প্রশ্ন করুন জাতির সামনে কত বাচ্চা, শিক্ষক, আয়া মারা গেছে।
তিনি মানুষ হিসেবে কতটা ভাল নাকি খারাপ তার এচিভমেন্ট গুলি কি আর এতদিন দেশের জন্য কত কত করেছে এইসব আলোচনা করার সময় এখন না। এখন আসল কথা হল তিনি যেই ফোর্সের চিফ সেটার একটা ফেটাল এরোরের কারণে (সম্ভাব্য) ২০০ এর ও বেশি বাচ্চা মারা গেছে।
তারউপর সেই সং্খ্যাটাই লোকানোর চেষ্টা চলছে।
যেখানে মাইলস্টোন এর মত এমন স্কুলে ওয়েল সেটেল্ড ফ্যামিলির বাচ্চারা পড়ছে, তারা ত্রান বা টাকা অনুদানের জন্য হাত পাতবেনা না যে সং্খ্যা লুকাচ্ছেন।
আমরা একবার #রানাপ্লাজা ট্রেজেডি দেখেছি আর এখন দেখছি মাইলস্টোন স্কুলের ট্রেজেডি যা বাংলাদেশে একদিনে এত বড় ঘটনার আবার সাক্ষী হল।
যতটকু জেনেছি সংবাদ মারফতে,
১/ এফ-৭ এ ত্রুটি আছে (তিনি অবশ্যি সেটা জানতেন)) সেটা কেন ট্রেনিং এ চালানোর অনুমোদন পাইলো?
২/ কেন জনপূর্ন এলাকার উপর দিয়ে ট্রেনিং বিমান পরিচালনা করা হবে?
৩/ এয়ার ফোর্সের প্লেনগুলোর ফিটনেস চেক শেষ কবে করা হইসে? করা হইলে ত্রুটি ধরা পরেনাই কেন? এটা কার দোষ?
৪/এই প্লেন কেনা, পরে আর নতুন না কেনা ও মেইন্টেইনেন্স ঠিক মতো না হওয়া পুরো চক্রটায় কাদের দূর্নীতির হাত আছে? আর এই নাম গুলি প্রকাশে আনতে হবে।
৫/ সকল প্রশ্নের উওর না পেলে এই দায় ভার উনাকেই নিতে হবে।
(২ছবি তে যাকে দেখছেন তিনি আসিফ নজরুল সাহেব)
দেশের এই ক্রান্তি লগ্নে উনার বার বার করা বিবৃতি গুলি এর প্রশ্ন আপনারা করবেন, উনারা আর কত রাজনীতি করবে তা জিজ্ঞেস করবেন অবশ্যি জাতির সামনে।
তারপর যেই ছবি গুলি তা হল এই ভয়াবহ ট্রেজেডির কিছু অংশ।
💥এই ছবি গুলি সাধারণ মানুষ আপনারা বার বার দেখবেন আর মনে রাখবেন গতকাল ঘটনার দিন থেকে যে বা যারা এটাকে নিয়ে মিথ্যা তথ্য ছরাচ্ছে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাদের প্রত্যেকে বিরুদ্ধে সবাই যার যার জায়গা থেকে আওয়াজ তুলবেন। যেন এই বাংলাদেশে আরেকটি অবিবেচক ক্ষমতাধর রাজনৈতিক দল এর সৃষ্টি না হতে পারে।
কারন একটি পুরো বড় দুর্ঘটনার কে যে মহল ধামাচাপা দিতে পারে সেই রাজনৈতিক দল ভয়ানক রুপে পরিণত হয় যা কোন ভাবেই আবার হতে দেওয়া যাবে না।।।।।।