02/12/2023
সকাল বেলা পড়তে পড়তে ঘুমাই গেছিলাম। হঠাৎ খাটটা লাফাইয়া উঠলো ভাবলাম বিড়াল এমন করে পরে তারে খাটে খুজলাম কোথাও পাইলাম না ভাবলাম আসে পাশে কাজ করে এইজন্য হয়তো পরে দুপুরে শুনি ভুমিকম্প হইছে🙂। ভাজ্ঞিস বিড়ালটা কাছে ছিলো না তাইলে সব দোষ বেচারির ঘারেই পোরত😃।