The Home Mirror Vlogs & Lifestyle

The Home Mirror Vlogs & Lifestyle হে আল্লাহ আমাকে সরল, সঠিক পথ দেখাও। Oh Allah, show us the right path always. If you want updates daily, make sure to follow this page and stick with us
(36)

I am just regular housewfie who deals with many stuff such as cooking, decorating home nicely, traveling around and many more stuff.

শুভ রাত্রি।
17/09/2025

শুভ রাত্রি।

✨ "স্বপ্ন যখন নিজের গাড়ির স্টিয়ারিং হাতে ধরা যায়, তখন রাতও জ্বলজ্বলে আলোয় ভরে ওঠে। 🚘💫গর্ব আর ভালোবাসা দু’টোই আমার ছেলের...
17/09/2025

✨ "স্বপ্ন যখন নিজের গাড়ির স্টিয়ারিং হাতে ধরা যায়, তখন রাতও জ্বলজ্বলে আলোয় ভরে ওঠে। 🚘💫
গর্ব আর ভালোবাসা দু’টোই আমার ছেলের জন্য। ❤️" ✨

নীল আকাশের নীচে পাহাড়ের বুকে আঁকাবাঁকা সবুজ-নীল জলরেখা—মনে হয় প্রকৃতি তার নিঃশব্দ কবিতা লিখে রেখেছে এখানে।নিস্তব্ধ পাহ...
17/09/2025

নীল আকাশের নীচে পাহাড়ের বুকে আঁকাবাঁকা সবুজ-নীল জলরেখা—
মনে হয় প্রকৃতি তার নিঃশব্দ কবিতা লিখে রেখেছে এখানে।
নিস্তব্ধ পাহাড়, শান্ত জল আর নীলিমার আলিঙ্গন—
একটি চিরন্তন প্রেমকাহিনি, যা কেবল চোখে ধরা দেয়, ভাষায় নয়। 🌿✨

#প্রকৃতির_সৌন্দর্য #নীলিমার_আলাপন #পাহাড়_নদীর_কাব্য

30/08/2025

🌿☔️
"ছাদের টিনে টুপটাপ বৃষ্টির শব্দ, সামনে অসীম সবুজের সমারোহ 🌧️🍃
প্রকৃতির এই রূপ সত্যিই মনকে ছুঁয়ে যায় 💚
শান্তি, স্নিগ্ধতা আর ভালো লাগার অন্য নাম—বর্ষার দিন।"

হ্যাশট্যাগ

#বৃষ্টি #প্রকৃতি #সবুজ #ছাদের_বাতাস #বর্ষার_রিমঝিম #মনমুগ্ধকর

স্বাধীন দেশের টুঁটি কিভাবে চেপে ধরতে হয় শিখে নিন সকলে😔😔😔আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ এর প্রোগ্রামে মব বাহিনীর আক...
28/08/2025

স্বাধীন দেশের টুঁটি কিভাবে চেপে ধরতে হয় শিখে নিন সকলে😔😔😔
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ এর প্রোগ্রামে মব বাহিনীর আক্রমণ!!
দেশটাকে আমরা কোথায় নিয়ে গেছি! হায়রে দেশ!

১৪ নাম্বার মাখরাজ : নিচের ঠোঁটের পেট, সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া পড়িতে হয় فف - তে ফকিন্নি ৷😁"হাসলে কিন্তু...
28/08/2025

১৪ নাম্বার মাখরাজ : নিচের ঠোঁটের পেট, সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া পড়িতে হয় ف
ف - তে ফকিন্নি ৷😁
"হাসলে কিন্তু পাপ হবে 😁
Babu

এদেশে এমন ফকিন্নির পুত আরো প্রয়োজন।
26/08/2025

এদেশে এমন ফকিন্নির পুত আরো প্রয়োজন।

🌿 গ্রামের উঠোনে একটু শান্তির হাওয়া…🏡 চারপাশে সবুজ, মনের ভেতরে প্রশান্তি।☁️ শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির সাথে কিছু নি...
26/08/2025

🌿 গ্রামের উঠোনে একটু শান্তির হাওয়া…
🏡 চারপাশে সবুজ, মনের ভেতরে প্রশান্তি।
☁️ শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির সাথে কিছু নিরব মুহূর্ত।
🪑 ছোট্ট একটা চেয়ারে বসেই কত বড় স্বপ্ন দেখা যায়!
✨ জীবন সুন্দর যখন পাশে থাকে প্রকৃতি আর নিরবতা।
#গ্রাম্যজীবন #শান্তি #প্রকৃতিপ্রেম

"জ্ঞান যখন ফিরে, শ্রাবণ নিজেকে পাইলেন একটা অন্ধকার রুমের মধ্যে, অসংখ্য লাশের ভিতর শুয়ে থাকা অবস্থায়। শরীরের উপর অনুভব কর...
24/08/2025

"জ্ঞান যখন ফিরে, শ্রাবণ নিজেকে পাইলেন একটা অন্ধকার রুমের মধ্যে, অসংখ্য লাশের ভিতর শুয়ে থাকা অবস্থায়। শরীরের উপর অনুভব করলেন মৃত কারো হাত, কারো পা ছড়ায়ে আছে.."

৫ই আগস্টের ভয়াবহতম ভিক্টিমদের একজন গাজি মেরাজ উদ্দিন শ্রাবণ। ৫ই আগস্ট সকালে শ্রাবণদের নেতৃত্বে বিপুল পরিমাণ মানুষ গাজীপুর থেকে ঢাকার দিকে মার্চ করা শুরু করে।

কোণাবাড়ি মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকাইলো যখন তাদেরকে, অনেকক্ষণ অবরুদ্ধ থাকার পর একপর্যায়ে সবাই মিলে ব্যারিকেড ভেঙে অগ্রসর হইতে লাগলো এবং দুইশো গজের মধ্যেই অস্ত্রসজ্জিত পুলিশের মুখামুখি হয়ে গেলো।

পুলিশ এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। শ্রাবণ চোখের সামনেই ৪-৫জনকে দেখলেন লুটায়ে পড়তে। নিজেও পিছে দৌড় দিলেন, কিন্তু হঠাৎ পিছন থেকে বৃষ্টির মতো ছররা গুলি এসে তার কাঁধের এক পাশ থেকে নিয়ে সারা পিঠে এসে বিঁধে। গুলিবিদ্ধ শ্রাবণ হুট করে কাঁধটা দেখার জন্য ডান পাশে ফিরলেন, সাথে সাথেই দুইটা গুলি সরাসরি এসে ঢুকলো তার চোখে..

শ্রাবণ মাটিতে পড়ে যাওয়ার পর পুলিশ আগায়ে আসে তার দিকে। ৩-৪জন মিলে শ্রাবণের মাথায়, চেহারায়, হাতে বুট জুতা দিয়ে একটানা লাত্থি মারতে থাকে এবং রাইফেল দিয়ে থেতলায়ে দিতে থাকে। দম বন্ধ হওয়ার উপক্রম হয়ে শ্রাবণ জ্ঞান হারায়ে ফেলেন।

জ্ঞান যখন ফিরে, শ্রাবণ নিজেকে পাইলেন একটা অন্ধকার রুমের মধ্যে, অসংখ্য লাশের ভিতর শুয়ে থাকা অবস্থায়। শরীরের উপর অনুভব করলেন মৃত কারো হাত, কারো পা ছড়ায়ে আছে। শ্রাবণ চিৎকার করে উঠলেন যখন, অই জায়গার পুলিশ/আনসাররা (শ্রাবণ নিশ্চিত নন) বুঝতে পারে যে তিনি জীবিত।

শ্রাবণের দুই চোখ থেকেই রক্ত ঝরতেছে অই সময়, চিৎকার দিয়ে তাদেরকে বলতেছে তাকে ছেড়ে দিতে। হঠাৎ রক্তাক্ত শ্রাবণের দিকে আবার রাইফেল তাক করে একজন, গুলি করতে উদ্যত হয়। আরেক কনস্টেবল তখন বাঁচায়ে নিয়ে তাকে দেখায়ে দিলো 'তুই অই জায়গায় গিয়ে শুয়ে থাক'।

শ্রাবণ আরও এক ঘন্টা তখন বারান্দায় শুয়ে থাকলেন, তাও ৫টা লাশের সঙ্গে, মেঝেতে। বুঝতে পারতেছিলেন না তার হুঁশ আছে নাকি নাই, কি চলতেছে এইসব, আদৌ কোথায় আছেন তিনি!

এই ভয়াল দশা থেকে শ্রাবণ বেঁচে ফিরছিলেন সেইদিন। যখন অই পুলিশ/আনসার ফাঁড়িতে খবর পৌছায় শেখ হাসিনা পালায়ে যাওয়ার, শ্রাবণকে ফাঁড়ির পিছনে জঙ্গলে ফালায়ে আসে তারা। শ্রাবণের হুঁশ হয় নাই, সেন্স যখন পুরাদমে ফিরছে তখন হাসপাতালে তিনি।

বর্তমানে শ্রাবণের এক চোখে দৃষ্টিশক্তি নাই। নিজ বাড়ি ময়মনসিংহ শহরে বাস করেন। আগস্টের পর বহুদিন ধরে ট্রমায় ছিলেন, রাতে ঘুমের ভিতর চিৎকার করে জেগে উঠতেন অসংখ্য লাশের ভিতর আটকা পড়ার দৃশ্য দেখে।

চোখ ও মাথার গুলিগুলা বের করা যায় নাই আর। শ্রাবণ বলেন, '৫ই আগস্টের স্মৃতি হিসাবেই ধরেন রাইখা দিছি চোখের ভিতর বুলেট!'
history of July এর পেজ থেকে নেওয়া।

24/08/2025

🍲 চলছে গরম গরম তেহারী রান্না! সুগন্ধে ভরে উঠুক চারপাশ 💛
তেহারীর এক কড়াই মাখনমাখা ভাত আর মসলার ঝাঁজ – আহা! একেবারে ভোজনরসিকদের জন্য স্বর্গীয় স্বাদ। 😍🔥

পরপর এতগুলো মৃত্যু দেখছি… মনটা কেমন অস্থির হয়ে আছে।মৃত্যু যে কত কাছে, তা যেন নতুন করে অনুভব করছি।আমরা ভাবি—সময় অনেক, স্...
09/08/2025

পরপর এতগুলো মৃত্যু দেখছি… মনটা কেমন অস্থির হয়ে আছে।
মৃত্যু যে কত কাছে, তা যেন নতুন করে অনুভব করছি।
আমরা ভাবি—সময় অনেক, স্বপ্নগুলো পূরণ হবে ধীরে ধীরে… অথচ বাস্তবতা হলো, আমরা প্রতিদিনই মৃত্যুর থেকে মাত্র এক নিঃশ্বাস দূরে।

তাই যতদিন শ্বাস আছে—
ভালোবাসা ছড়িয়ে যাই,
ক্ষমা করে দিই,
সৎকর্মে মন দিই।
কারণ শেষ যাত্রায় সাথে যাবে শুধু আমাদের আমল, বাকিটা সব পিছনে পড়ে যাবে। 🕊️

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Home Mirror Vlogs & Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Home Mirror Vlogs & Lifestyle:

Share