27/09/2025
স্কুলের বা কলেজের কোনো ঝাউরা পোলারে যখন অন্য স্টুডেন্টরা পাত্তা দেয়না, ২ পয়সার দামও দেয়না। তখন ঐ ঝাউরা পোলায় এলাকার নেতা টাইপের লোক নিয়ে কলেজে এসে দেখায় যে আমি এই নেতার ভাই আজ থেকে আমারে সম্মান ভিক্ষা দিবি।
তেমনটাই করেছে তামিম ইকবাল। একেবারে ডাইরেক্ট নগরড্যাডী রে ধরে নিয়ে আইছে ক্ষমতা দেখাইতে।
জীবনে অনেক নির্লজ্জ দেখেছি তবে তামিমের মত কাউকে দেখেনি।