17/07/2025
কাউকে অবহেলা করা, কম গুরুত্ব দেওয়া এই ব্যাপারটা এক সময় জীবনে ভয়ংকর হয়ে দাঁড়ায়। আপনি যখন কাউকে অবহেলা করেন,তার অনুভূতিকে গুরুত্ব না দেন , তখন ইনডাইরেক্টলি আপনি তাকে এটা শিখাচ্ছেন কিভাবে আপনাকে ছাড়া বেঁচে থাকতে হয়।
ধরেন আপনি আপনার প্রিয়জনকে খুব ভালোবাসেন খুব,আপনি ভাবছেন আমি তো ভালোবাসি তাই আমি তাকে যেভাবে ইচ্ছা ফেলে রাখি সে কখনও হারাবে না..
এই ব্যাপারটা অনেকটা শীতকালে আগুন পোহানোর মত। খরকুটো জ্বালিয়ে শুরুতে আপনি উষ্ণতা পান। ধীরে ধীরে আপনি যখন আগুন লাগানোর উপকরণগুলো (খড়কুটো) দেওয়া অফ করে দেন তখন আগুনটা নিভে যায়। আগুন নিভে গেলে তারপর তাপও থাকে না, আলোও থাকেনা।
প্রথম প্রথম সে হয়তো অভিমান করবে, কষ্ট পাবে, কিন্তু সময়ের সঙ্গে, ধীরে ধীরে,সে অভ্যস্ত হয়ে যাবে।যে আপনাকে ছাড়া চলে পারতো না একটা সময় সে নিজেই আপনাকে ছাড়া চলতে শিখে যাবে। আর তখন হাজার আপনি চাইলেও আগের মত তাকে ফিরে পাবেন না।আপনি কখনও কল্পনাও করতে পারবেন না এই ভয়ানক পরিবর্তন আসতে কতো রাত না ঘুমিয়ে কেটেছে, কতোশত রাত চোখের জলে বালিশ ভিজেছে.... তারপর আপনি যখন বুঝতে পারবেন আপনার প্রিয়জন এখন পরিবর্তন আর আপনার প্রতি কোনো আবেগ আর কাজ করে না,তখন সম্পর্কের শেষে প্রান্তে দেখবেন অভিযোগ করেও লাভ হবে না।
তাই সময় থাকতে যাদেরকে জীবনে রাখতে চান তাদেরকে সময় দিন গুরুত্ব দিন,ভালোবাসুন এবং এগুলো প্রকাশ করুন।
প্রতিটা সম্পর্ক রক্ষা করার জন্য শুধু ভালোবাসা দরকার না, প্রয়োজন ইগো কমানো,প্রচুর গুরুত্ব দেওয়া......😊🕊️