Girl's Glam

Girl's Glam Content Creator। Blogger । Fashion icon 🎀

আজ শোক শেষ হোক🖤🥀
25/07/2025

আজ শোক শেষ হোক🖤🥀

স্কুলে যে সৃজনশীল লিখতাম তখন এভাবেই উদ্দীপকের গুরুত্ব ছিলো অপরিসীম! 🤣🙂
24/07/2025

স্কুলে যে সৃজনশীল লিখতাম তখন এভাবেই উদ্দীপকের গুরুত্ব ছিলো অপরিসীম! 🤣🙂

21/07/2025

ভাবছি যেসব বাচ্চারা আজকে স্কুলে যায় নাই তারা ঠিক কতটা ভাগ্যবান🤲😞💔

21/07/2025

জুলাই একটা অভিশপ্ত মাস 💔😔

কাউকে অবহেলা করা, কম গুরুত্ব দেওয়া এই ব্যাপারটা এক সময় জীবনে ভয়ংকর হয়ে দাঁড়ায়। আপনি যখন কাউকে অবহেলা করেন,তার অনুভ...
17/07/2025

কাউকে অবহেলা করা, কম গুরুত্ব দেওয়া এই ব্যাপারটা এক সময় জীবনে ভয়ংকর হয়ে দাঁড়ায়। আপনি যখন কাউকে অবহেলা করেন,তার অনুভূতিকে গুরুত্ব না দেন , তখন ইনডাইরেক্টলি আপনি তাকে এটা শিখাচ্ছেন কিভাবে আপনাকে ছাড়া বেঁচে থাকতে হয়।
ধরেন আপনি আপনার প্রিয়জনকে খুব ভালোবাসেন খুব,আপনি ভাবছেন আমি তো ভালোবাসি তাই আমি তাকে যেভাবে ইচ্ছা ফেলে রাখি সে কখনও হারাবে না..

এই ব্যাপারটা অনেকটা শীতকালে আগুন পোহানোর মত। খরকুটো জ্বালিয়ে শুরুতে আপনি উষ্ণতা পান। ধীরে ধীরে আপনি যখন আগুন লাগানোর উপকরণগুলো (খড়কুটো) দেওয়া অফ করে দেন তখন আগুনটা নিভে যায়। আগুন নিভে গেলে তারপর তাপও থাকে না, আলোও থাকেনা।

প্রথম প্রথম সে হয়তো অভিমান করবে, কষ্ট পাবে, কিন্তু সময়ের সঙ্গে, ধীরে ধীরে,সে অভ্যস্ত হয়ে যাবে।যে আপনাকে ছাড়া চলে পারতো না একটা সময় সে নিজেই আপনাকে ছাড়া চলতে শিখে যাবে। আর তখন হাজার আপনি চাইলেও আগের মত তাকে ফিরে পাবেন না।আপনি কখনও কল্পনাও করতে পারবেন না এই ভয়ানক পরিবর্তন আসতে কতো রাত না ঘুমিয়ে কেটেছে, কতোশত রাত চোখের জলে বালিশ ভিজেছে.... তারপর আপনি যখন বুঝতে পারবেন আপনার প্রিয়জন এখন পরিবর্তন আর আপনার প্রতি কোনো আবেগ আর কাজ করে না,তখন সম্পর্কের শেষে প্রান্তে দেখবেন অভিযোগ করেও লাভ হবে না।

তাই সময় থাকতে যাদেরকে জীবনে রাখতে চান তাদেরকে সময় দিন গুরুত্ব দিন,ভালোবাসুন এবং এগুলো প্রকাশ করুন।
প্রতিটা সম্পর্ক রক্ষা করার জন্য শুধু ভালোবাসা দরকার না, প্রয়োজন ইগো কমানো,প্রচুর গুরুত্ব দেওয়া......😊🕊️

একদিন এক ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করল। সেখানে কোনো খাওয়ার জিনিস না পেয়ে সে একটি হীরার টুকরো গিলে ফেলল...
10/07/2025

একদিন এক ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করল। সেখানে কোনো খাওয়ার জিনিস না পেয়ে সে একটি হীরার টুকরো গিলে ফেলল। এদিকে হীরা চুরি হওয়ার কারণে রাজপ্রাসাদে হুলুস্থুল কাণ্ড বেধে গেল!

রাজামশাই জ্যোতিষীকে ডাকলেন। গণনা করে জ্যোতিষী বলল, হীরার টুকরোটি একটি ইঁদুর খেয়ে ফেলছে।

সেনাপতি হীরা উদ্ধারের জন্য ঢেঁড়া পিটিয়ে পুরস্কার ঘোষণা করল। এরপর এক শিকারী রাজসভায় এসে বলল, সে ইঁদুর মেরে হীরা উদ্ধার করবে।

শিকারী যখন ইঁদুরটির খোঁজে বের হলো তখন দেখতে পেল, হাজার হাজার ইঁদুর একে অন্যের সাথে দল বেঁধে রয়েছে। আর একটা মাত্র ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের ওপর বসা যেন সে সিংহাসনে বসে আছে।

শিকারী তখন ওই ইঁদুরটিকে হত্যা করে তার পেট চিরে হীরার টুকরো বের করে রাজার হাতে তুলে দিল।

রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার বুঝিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, হাজার হাজার ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরা চুরি করেছে?

শিকারী মৃদু হেসে জবাব দিল, এটা খুবই সহজ মহারাজ! মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে চলাফেরা এবং মেলামেশা বন্ধ করে দেয়। এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল। হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা করে আলাদা ভাবে বসে ছিল।

নীতিকথা: হঠাৎ অর্থাগমে স্বজন বা বন্ধু-বান্ধব ভুলে গেলে ধ্বংস সন্নিকটে।

ক্যারিয়ার নাকি (সংসার,প্রেম,ভালোবাসা) এই দুইটা জিনিস এর মধ্যে তুমি কি চাও ???আমাকে জিজ্ঞেস করলে আমি শুধুই বলি আমার "ক্যা...
09/07/2025

ক্যারিয়ার নাকি (সংসার,প্রেম,ভালোবাসা) এই দুইটা জিনিস এর মধ্যে তুমি কি চাও ???
আমাকে জিজ্ঞেস করলে আমি শুধুই বলি আমার "ক্যারিয়ার" চাই আমার একটা "লক্ষ্যে" আছে যেটা সবকিছুর চেয়ে বড় আমি ভাবি...

সবাই হাসে আমার এই কথা শুনে,বলে একটা সংসার,ভালোবাসা এই সব কেনো চাও না??
আমি চাই না এসব কারন আমার জীবনের মিশ্র অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝলাম..পৃথিবীর সব কিছু তখনই তোমার হবে যখন তুমি এটাকে আয়ত্ব করতে পারবে......
মেয়েদের আবার কিসের ক্যারিয়ার??
এইটার একটাই উওর,যার একবার ক্যারিয়ার গড়ার নেশা যার মনে জুকে, তাকে এর থেকে পিছু ফেরানো অসম্ভব...
"আমার মা বলে দিন শেষে সংসার সামলাতেই হবে"
হে সংসার সামলাতেই যেহেতু হবে তাহলে লক্ষ্য পূরন করেই না হয় সামলাবো...

একটা জীবন তো আর বেশি বড় না খুব ছোট..
তাই মরার আগে যাতে আর আফসোস করতে না হয় এটাই চাই....❤️‍🩹

Address

Dhaka
1204

Telephone

+8801642102066

Website

Alerts

Be the first to know and let us send you an email when Girl's Glam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share