
23/06/2025
২১ জুন, ২০২৫ এ চারুলতা প্রকাশনের ‘সাংঘিক মহাজীবন’-বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠান মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহার মিলনায়তনে সম্পন্ন হয়।
যাদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানকে করে আলোকিত, তাদের প্রতি কৃতজ্ঞ:
১. শাসন রক্ষিত ভিক্ষু (চেয়ারম্যান, বিসিসিইউএল)
২. ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের (সম্পাদক, সৌগত)
৩. অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া (বৌদ্ধতত্ত্ববিদ, একুশে পদকপ্রাপ্ত)
৪. অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া (প্রো-ভাইস চ্যান্সেলর, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ)
৫. দীপংকর দাশ (প্রকাশক ও সত্ত্বাধিকারী: বাতিঘর)
৬. ড. মোকাম্মেল এইচ ভূঁইয়া, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)
৭. ড. সাইমন জাকারিয়া (নাট্যকার ও গবেষক, প্রধান সংগঠক, ভাবনগর ফাউন্ডেশন)
৮. গোলাম কিবরিয়া দীপু (গবেষক ও নিরাপত্তা বিশ্লেষক)
৯. অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী (ভাইস চেয়ারম্যান, বিসিসিইউএল)
#চারুলতা_প্রকাশন #বাতিঘর #প্রকাশনা #বই
#পাঠক #প্রকাশনাসংস্থা