
22/07/2025
বাচ্চাদের মৃত্যুর সংখ্যা গোপনের কোন সুযোগ নেই।
কারণ এই স্কুলের হাজিরা সিস্টেম হচ্ছে ডিজিটাল এবং সেখানে প্রতিটা ছাত্র ছাত্রীর উপস্থিতির তথ্য রয়েছে।
পাশাপাশি কোন স্টুডেন্ট মিসিং থাকলে সেই পরিবার গুলো ও সহজে মিডিয়াকে রিচ করতে সক্ষম।
তাই লাশ গুম হয়েছে লাশ নাই করে ফেলে হয়েছে এইসব কথা Invalid অযথা ভুল তথ্য ছড়িয়ে মানুষের ভিতরে অশান্তি সৃষ্টি করবেন না।
প্রতিটি সন্তানের পরিবার যখন তাদের সন্তানকে সঠিক ভাবে বুঝে না পাবে তখনই বলা যাবে লাশ গুম হয়েছে মিসিং করা হয়েছে।