Learn more

Learn more Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Learn more, Digital creator, Dhaka.

নিচে দুটি গুরুত্বপূর্ণ দোয়া বাংলা উচ্চারণ ও অর্থসহ দেওয়া হলো, যা নামাজে আগ্রহ বাড়াতে সাহায্য করে:---📿 ১. দোয়া:> اللَّهُم...
01/08/2025

নিচে দুটি গুরুত্বপূর্ণ দোয়া বাংলা উচ্চারণ ও অর্থসহ দেওয়া হলো, যা নামাজে আগ্রহ বাড়াতে সাহায্য করে:
---
📿 ১. দোয়া:

> اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ

বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা আ’ইন্নি ‘আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।

অর্থ:
হে আল্লাহ! আমাকে তোমার জিকির, তোমার শুকর (কৃতজ্ঞতা) ও তোমার উত্তম ইবাদতের জন্য সাহায্য করুন।
---

❤️ ২. দোয়া:

> يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ

বাংলা উচ্চারণ:
ইয়া মুখাল্লিবাল কুলুব, সাব্বিত ক্বালবি ‘আলা দীনিক।

অর্থ:
হে অন্তরের পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের ওপর স্থির রাখ।
---

এই দুটি দোয়া প্রতিদিন অন্তত ৩–৫ বার পড়লে ইনশাআল্লাহ ধীরে ধীরে নামাজের প্রতি আগ্রহ ও ভালবাসা বাড়বে।

19/07/2025
19/07/2025

সূরা আল ফুরকান, আয়াত নংঃ ৭৪

وَ الَّذِیْنَ یَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّةَ اَعْیُنٍ وَّ اجْعَلْنَا لِلْمُتَّقِیْنَ اِمَامًا ﴿٧٤﴾

উচ্চারণঃ ওয়াল্লাযীনা ইয়াকূ লূনা রাব্বানা-হাবলানা-মিন আঝওয়া-জিনা-ওয়া যুররিইইয়া-তিনা কুররাতা আ‘ইউনিওঁ ওয়াজ‘আলনা-লিলমুত্তাকীনা ইমা-মা-।

অনুবাদঃ এবং যাহারা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক ! আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান কর যাহারা হইবে আমাদের জন্য নয়ন প্রীতিকর এবং আমাদেরকে কর মুত্তাকীদের জন্য অনুসরণ যোগ্য।

28/06/2025

উত্তম জীবনসঙ্গী আতরের মতো সুঘ্রাণ ছড়ায় .🌸✨
সূরা আল আহযাব,আয়াত ৩৫.🫀♥️

22/02/2024

সুখের কনসেপ্টটা খুব অদ্ভুত এবং খুবই ক্ষণস্থায়ী।ধরেন আপনি এমন একটা স্থানে গেছেন যেখানে আপনার অনেকটা সময় অপেক্ষা করা লাগবে।কিন্তু সেখানে বসার জায়গা নেই ,চেয়ারগুলো অকুপাইড।দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো ব্যথায় টনটন করছে।মনে হচ্ছে একটু বসতে পারলেই পৃথিবীর সব সুখ আপনার।এমন সময় বসার জায়গা খালি হলো একটা।আপনি বসে পড়লেন। আহ্! কি সুখ!!!!

ব্যাস!! সুখ অতটুকুনই! ৩০ সেকেন্ড পরেই আপনার মনে হবে, চেয়ারটা খুব শক্ত।বসে আরাম নাই। ঐ সামনের গদিওয়ালা চেয়ারটাতেই বোধ হয় বসার সমস্ত সুখ। সেই সুখও পেলেন আপনি মিনিট পাঁচেক পর। হ্যাঁ। এবার আপনি সুখী।

কিন্তু কই!!এক মিনিট পরেই মনে হবে, এখানে বেশ গরম!! এসি-টা যদি একটু বাড়িয়ে দিতো কেউ!! সুখ শেষ। নতুন দুঃখ(যা মূলত আকাঙ্খারই আরেক রুপ) এসে হটিয়ে দিচ্ছে নতুন সুখকে।

(আরেক ধরনের মানুষ আছে সবকিছুতেই সুখী। তাদের আমরা পাগল বলি!! কে যে আসল পাগল,কে জানে!!!)

জীবনে যা কিছুই পান না কেন, যা কিছুই হন না কেন- সুখ পাবেন না আপনি। সুখ আসে স্থিরতা থেকে।সুখ আসে স্থবিরতা থেকে।

কোন কিছু পেয়ে আপনি সুখী হবেন না,
"আমার আর কিছু লাগবে না"- বলতে পারবেন যেদিন ,সেদিন আপনি সুখী।

সবাই কাঙ্খিত চেয়ারটি পাক।
সবাই সুখী হোক।

সবার ভালো হোক....cp

29/05/2023

Active✅ আছি ✅✅
দ্রুতো ফলো দিন
রকেটের গতিতে ফলো ব্যাক দিচ্ছি
💯 Follow Back to Back🔥✅🔥✅

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learn more posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share