বাংলার পথে পথে 2.0

বাংলার পথে পথে 2.0 আমার প্রিয় বাংলাদেশের পথ ঘাট ট্যুরিস্ট এরিয়ার ভিডিও নিয়েই আমাদের এই পেইজ ।
ভাল লাগলে সাপোর্ট দিবেন আশা করি ।

ধন্যবাদ

-টীম বাংলার পথে পথে ২.০

প্রিয় বাংলাদেশের চলার পথের বিভিন্ন ট্যুরিস্ট স্পট সহ সম সাময়িক বিভিন্ন বিষয়ে আমরা ভিডিও আপলোড করে থাকি । আমাদের ভিডীও পছন্দ হলে অবশ্যই ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন।
ধন্যবাদ

17/06/2025

বাম পাশে এত জায়গা থাকতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে যাত্রী নামায় এই সব বাস। এরা কবে সংস্কার হবে?

#বাস #সংস্কার #৩০০ফিট

14/06/2025

আলহামদুলিল্লাহ
তপ্ত গরমের পড় বৃষ্টি শুরু হলো

মিরপুর দুপুর ১.৩৮ বাংলাদেশ

#বৃষ্টি #রোদ #গরম

আপনি যদি ভাবেন পৃথিবীর সবচেয়ে ব্যস্ত জীবটা মানুষ—তাহলে আপনি এখনও উঁকুনকে বোধহয় গোনায় ধরেননি। হ্যাঁ, উঁকুন! সেই ক্ষুদ্র, ...
12/06/2025

আপনি যদি ভাবেন পৃথিবীর সবচেয়ে ব্যস্ত জীবটা মানুষ—তাহলে আপনি এখনও উঁকুনকে বোধহয় গোনায় ধরেননি। হ্যাঁ, উঁকুন! সেই ক্ষুদ্র, মাথার চুলে লুকিয়ে থাকা এক প্রাণী, যার জীবন ছোট হলেও নাটকীয়তায় ভরপুর। আজ আমরা জানব তার জীবনচক্র, জন্ম থেকে পরিণত বয়স পর্যন্ত।

শুরুটা করছি উঁকুনের ডিম দিয়ে। তবে তার আগে লাগবে উঁকুন মা, যাকে আমরা মায়ের চেয়ে বেশি ‘চুলকানি রাণী’ বলতে পারি, চুলের গোড়ায় একটার পর একটা ডিম বসিয়ে দেন। বিজ্ঞানীরা একে বলেন “নিট” (nit)। আপনি বলতেই পারেন, "কি জ্বালা রে বাবা!" কিন্তু মা উঁকুনের জন্য এ এক গর্বের বিষয়। তিনি ভাবেন, “এই ডিমগুলো বড় হয়েই আমার রাজত্ব সামলে নেবে এরা।”

এই ডিম ফুটে বাচ্চা উঁকুন হতে সময় লাগে প্রায় ৭ থেকে ১০ দিন। তবে এটি আবহাওয়া, মাথার তাপমাত্রা, এবং চুলের জ্যামিতির উপর নির্ভর করে। গরম মাথা (মানে গরম আবহাওয়া) হলে দ্রুত ফোটে। ঠান্ডা মাথায় (মানে ঠান্ডা পরিবেশে) একটু সময় লাগে। অনেক নারীরা ভেজা মাথায় তোয়ালে মুড়িয়ে রাখেন তাদের মাথাতো উঁকুনের জন্য এক স্বর্গরাজ্য। একেতো ভ্যাপসা আবহাওয়া তার মধ্যে আবার স্নানের পানিতে মাথার ত্বকও নরম হয়ে থাকে। তাই কুটকুট করে র*ক্ত খেতে কি যে মজা লাগে!

ডিম ফুটে বের হবার সময় উঁকুন শিশুটি ভাবে, “ইয়াহু আমি আসছি পৃথিবী!” কিন্তু পৃথিবীটা আসলে একটা মাথা মাত্র। শিশুটি জানে না, সে এখন থেকে একটা চুলের জংগলে বাস করবে, যেটা মাঝে মাঝে শ্যাম্পু বৃষ্টিতে প্লাবিত হয়।

ডিম ফোটার পর উঁকুন হয়ে যায় "নিম্ফ"। অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার আগের কিশোর রূপ। আপনি যেমন ক্লাস ফাইভে উঠে ভাবেন, “আমি বড় হয়ে গেছি”—উঁকুন নিম্ফও তাই ভাবে। কিন্তু না, ওকে এখনো বড় হতে আরও তিন ধাপ পার করতে হবে।

নিম্ফ দশা সাধারণত ৭-১০ দিন ধরে চলে। এই সময়টায় ও প্রতিদিন খায় মানুষে মাথার স্ক্যাল্প থেকে টুকটুক করে রস চুষে খায়। শুনতে ভৌতিক মনে হলেও উঁকুনের কাছে এটা লোভনীয় খাবার। আপনি যে মাথা চুলকানিতে অস্থির হচ্ছেন, উঁকুন তখন নিজের “চায়নিজ বুফে” নিয়ে ব্যস্ত!

নিম্ফ তিনবার চামড়া পাল্টায়, যেন মোবাইল গেমের লেভেল আপ করছে। প্রতিবার একটা আপগ্রেড! আর শেষে এসে—ডিং ডিং ডিং! সে পরিণত উঁকুন।

একবার পূর্ণবয়স্ক হলে উঁকুনের জীবন অনেকটা বলিউড সিনেমার মতো। খুব অল্প সময়, কিন্তু পুরোটাই ড্রামাটিক। উঁকুনের গড় আয়ু ৩০ দিন। কিন্তু এই এক মাসে যা করে—অনেকেই করতে পারে না এক জীবনে।

একটি স্ত্রী উঁকুন দিনে প্রায় ৮-১০টি ডিম পাড়ে। গোটা জীবনে প্রায় ১০০টা ডিম! মানে, চুলের গোড়ায় সে যেন "চুলকানি হোস্টেল" চালু করে দেয়।

উঁকুনের ভালোবাসা জীবনও অসাধারণ। একবার জোড়া বাঁধলেই—“টাইট বন্ধন”, মাফ নেই! ওরা একসাথে ঘুরে বেড়ায়, খায়, বাচ্চা তৈরি করে, চুলকানি বাড়ায়—অর্থাৎ “সুখী পরিবার, উঁকুনের জীবনধারা।” মাঝে মাঝে এজন্যই নখের মাঝে জোড়া উঁকুন ধরা পড়ে।

উঁকুনের এই ছোট্ট জীবন অনেক উত্তেজনাপূর্ণ, ঠিকই। কিন্তু এই উত্তেজনায় হঠাৎই নেমে আসে দুঃসময়—যখন মাথায় পড়ে মেডিকেটেড শ্যাম্পু। তখন উঁকুন ভাবে, “ও মা! সুনামি!”
বৃষ্টির মতো পড়ে শ্যাম্পু, চুলের জঙ্গলে আসে কম্বিং বিপ্লব। একে একে মা*রা যায় ডিম, নিম্ফ আর পূর্ণ উঁকুন। কারও পেট ভরা ছিল র*ক্তে, কেউ আবার সদ্য প্রেমে পড়েছিল—সবই শেষ।

তবে কিছু উঁকুন “চুলের গুহায়” লুকিয়ে পড়ে, তারা চিরকাল “বেঁচে থাকার রাজনীতি” করে। এই গেরিলা উঁকুনদের জন্যই মাথায় আবার ফিরে আসে চুলকানি, এবং চুলকানির সঙ্গে ফিরে আসে আরও এক ব্যাচ “ডিমবাহিনী”। 🫡

আজ মা দিয়ে দিল।  ঢাকায় এটার প্রয়োজন তেমন এখনো পড়ে নাই৷ তবুও দিল যেহেতু কাজে নিশ্চয়ই লাগবে ✌️
11/06/2025

আজ মা দিয়ে দিল।
ঢাকায় এটার প্রয়োজন তেমন এখনো পড়ে নাই৷ তবুও দিল যেহেতু কাজে নিশ্চয়ই লাগবে ✌️

শীত গরম সব সময় সেরা জিনিস ✌️
01/06/2025

শীত গরম সব সময় সেরা জিনিস ✌️

অফ টপিক!! জনকল্যাণে এই পোস্ট 📢মিরপুর থেকে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাস রুট ||০১) অছিম পরিবহন- গাবতলী, টেকনিক্যাল, আনসা...
28/05/2025

অফ টপিক!!
জনকল্যাণে এই পোস্ট 📢

মিরপুর থেকে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাস রুট ||
০১) অছিম পরিবহন- গাবতলী, টেকনিক্যাল, আনসারক্যাম্প,মিরপুর ১,২,১০,১১,১২ সাগুফতা,কালশী,ইসিবি,মাটিকাটা ফ্লাইওভার,কুর্মিটোলা,কুড়িল,যমুনা ফিউচার পার্ক,নতুন বাজার,বাড্ডা,রামপুরা,বনস্রী,স্টাফ কোয়ার্টার ||
---------------
০২) শিকড় পরিবহন- মিরপুর ১২,১১,১০ কাজি পাড়া, শেওড়াপাড়া,আগারগাঁও,বিজয় স্বরনী,খামারবাড়ি,ফার্মগেট,কাওরান বাজার,শাহবাগ,মৎস ভবন,পল্টন গুলিস্তান,সায়দাবাদ,যাত্রাবাড়ী ||
---------------
০৩)বসুমতি পরিবহন- গাবতলি,টেকনিক্যাল,আনসারক্যাম্প,মিরপুর ১,২,৬,৭,১১ সেটারা দিয়ে ইউটার্ন, পূরবী,কালশী,ইসিবি,মাটিকাটা ফ্লাইওভার,কুড়িল,খিলক্ষেত,এয়ারপোর্ট,গাজিপুর ||
---------------
০৪) প্রজাপতি পরিবহন- ঘাটারচর,মোহাম্মদপুর,শ্যামলী,আনসারক্যাম্প,মিরপুর ১,২,১০,১১,১২,সাগুফতা,কালশী,ইসিবি,মাটিকাটা ফ্লাইওভার,খিলক্ষেত,এয়ারপোর্ট,উত্তরা ||
একই রুটে পরিস্থান পরিবহন চলাচল করে ||
০৫) বিহঙ্গ পরিবহন- মিরপুর ১২,১১,১০,কাজিপাড়া,শেওড়াপাড়া,আগারগাঁও,খামারবাড়ি,ফার্মগেট,কাওরান বাজার,শাহবাগ,গুলিস্তান,ফুলবাড়িয়া,
তাতি বাজার,ভিক্টোরিয়া পার্ক ||
---------------
০৬) মিরপুর সুপার লিংক- মিরপুর ১২,১১,১০,কাজিপাড়া,শেওড়াপাড়া,Khamar Bari (খামার বাড়ি), (ধানমন্ডি ২৭), (ধানমন্ডি ৩২), (সিটি কলেজ, (নীলক্ষেত),নিউ মার্কেট),(আজিমপুর ||
-------
০৭) রাজধানী পরিবহন-
1 Hemayetpur (হেমায়েতপুর)
2 Gabtoli (গাবতলি)
3 Technical (টেকনিক্যাল)
4 Ansar Camp (আনসার ক্যাম্প)
5 Mirpur 1 (মিরপুর ১)
6 Sony Cinema Hall (সনি সিনেমা হল)
7 Mirpur 2 (মিরপুর ২)
8 Mirpur 10 (মিরপুর ১০)
9 Mirpur 11 (মিরপুর ১১)
10 Purobi (পুরবী)
11 Kalshi (কালশী)
12 ECB Square (ইসিবি স্কয়ার)
13 MES (এমইএস)
14 Shewra (শেওড়া)
15 Kuril Bishwa Road (কুড়িল বিশ্ব রোড)
16 Jamuna Future Park (যমুনা ফিউচার পার্ক)
17 Bashundhara (বসুন্ধরা)
18 Nadda (নদ্দা)
19 Notun Bazar (নতুন বাজার)
20 Bashtola (বাঁশতলা)
21 Shahjadpur (শাহজাদপুর)
22 Uttar Badda (উত্তর বাড্ডা)
23 Badda (বাড্ডা)
24 Madhya Badda (মধ্য বাড্ডা)
25 Merul Badda (মেরুল বাড্ডা)
26 Rampura Bridge (রামপুরা ব্রিজ)
27 Banasree (বনশ্রী)
28 Demra Staff Quarter (ডেমরা স্টাফ কোয়ার্টার)
----------
০৮) আলিফ পরিবহন-
1 Mirpur 1 (মিরপুর ১)
2 Mirpur 2 (মিরপুর ২)
3 Mirpur 10 (মিরপুর ১০)
4 Kazipara (কাজীপাড়া)
5 Shewrapara (শেওড়াপাড়া)
6 Agargaon (আগারগাঁও)
7 Bijoy Sarani (বিজয় সারাণী)
8 Jahangir Gate (জাহাঙ্গীর গেট)
9 Mohakhali (মহাখালী)
10 Wireless (ওয়্যারলেস)
11 Golshan 1 (গুলশান ১)
12 Badda Link Road (বাড্ডা লিংক রোড)
13 Madhya Badda (মধ্য বাড্ডা)
14 Merul Badda (মেরুল বাড্ডা)
15 Rampura Bridge (রামপুরা ব্রিজ)
16 Banasree (বনশ্রী)
মিরপুর থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার বাস রুটগুলো তুলে ধরা হলো ---------------

Part 02 খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ

পুষ্টিগুণ:জাম ভিটামিন C, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর।এতে ফাইবার রয়েছে, যা হজমে সহায়ক।রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত...
25/05/2025

পুষ্টিগুণ:

জাম ভিটামিন C, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর।

এতে ফাইবার রয়েছে, যা হজমে সহায়ক।

রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে বলে এটি ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী।

উপকারিতা:

রক্ত পরিষ্কার করে।

হজম শক্তি বাড়ায়।

দাঁতের মাড়ি ও মুখের ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে।

লিভার ও হৃদরোগ প্রতিরোধে কার্যকর।
#জাম #কালোজাম

আমাদের নিজেদের গাছের লিচু 🥵 অনেক মিষ্টি
25/05/2025

আমাদের নিজেদের গাছের লিচু 🥵

অনেক মিষ্টি

23/05/2025

সেই রকম ভ্লগার 🥵🥴

যারা ট্রেনে ভ্রমণ করেন তাদের জন্য খুব ই দরকারি পোস্ট : আসসালামু আলাইকুম।আমি নিশাত মাহমুদ। ২০২২ সাল থেকে নিয়মিত ট্রেনে যা...
21/05/2025

যারা ট্রেনে ভ্রমণ করেন তাদের জন্য খুব ই দরকারি পোস্ট :
আসসালামু আলাইকুম।

আমি নিশাত মাহমুদ। ২০২২ সাল থেকে নিয়মিত ট্রেনে যাতায়াত শুরু করি। গত বছর থেকেই ভাবছিলাম, রেলফ্যান এবং সাধারণ যাত্রীদের জন্য কিছু একটা করা দরকার—যেটা ভলান্টিয়ারি হলেও কাজে আসবে।

এই ভাবনা থেকেই দুইটা ওয়েবসাইট ডেভেলপ করেছি। চেষ্টা করেছি যেন যাত্রীদের টিকিট কাটার অভিজ্ঞতা একটু হলেও যেন সহজ হয়।

ওয়েবসাইট ১: https://trainseat.onrender.com

এই সাইটে আপনি একটি ট্রেনের পুরো রুটে কোন কোন স্টেশনে কয়টি টিকিট এভেইলেবল আছে সেটা একটা ম্যাট্রিক্স টেবিল আকারে দেখতে পারবেন।
আর ধরুন আপনার কাঙ্ক্ষিত রুটে সরাসরি টিকিট নেই—তাহলে এই সাইট আপনাকে দেখাবে ভেঙে ভেঙে (segment-wise) টিকিট কিনে যাওয়া সম্ভব কিনা।
ট্রেনের রুটগুলোকেও একটু সুন্দরভাবে সাজিয়ে দেখানোর চেষ্টা করেছি।

ওয়েবসাইট ২: https://seat.onrender.com

এই সাইটটি বেশি কাজে আসে সকাল ৮টার সময়, যখন হঠাৎ করে সব টিকিট উধাও হয়ে যায়!
আপনি দেখতে পারবেন কোন স্টেশন থেকে কোন কোন টিকিট ছাড়ছে, কোন সিটগুলো বুকিংয়ে গেছে, আর কোনগুলো এখনো ফাঁকা আছে।
এক কথায়, লাইভ একটা ধারণা পাবেন টিকিটের অবস্থা সম্পর্কে।

যাহোক, আগামী ২১ তারিখ থেকে ঈদের টিকেট ছাড়া হচ্ছে। আশা করছি এই ওয়েবসাইট দুটি সাধারণ রেল যাত্রীদের জন্য কিছুটা হলেও সহায়ক হবে। ওয়েবসাইটের কোডবেস পুরোপুরিভাবে ওপেন সোর্স। যেকেউ চাইলে কন্ট্রিবিউটও করতে পারবেন।

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং ওয়েবসাইট বাংলাদেশের বাইরে থেকে একসেস করা না গেলেও ডেভেলপ করা এই ওয়েবসাইট দুটি বিশ্বের যেকোন প্রান্ত থেকেই একসেস করা যাবে।

কৃতজ্ঞতা ও ধন্যবাদ সকলের প্রতি যারা এই ওয়েবসাইট দুটি ডেভেলপ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফিডব্যাক দিয়ে সহায়তা করেছেন।

"এইটা কি করছো বলো তো? লিচু ভর্তা?ভর্তা মানেই ঝাল, লবণ স্বাদের ঝাঁজ।আর তুমি লিচুর মতো মিষ্টি ফল নিয়া বানাইছো ভর্তা?লিচু খ...
20/05/2025

"এইটা কি করছো বলো তো? লিচু ভর্তা?
ভর্তা মানেই ঝাল, লবণ স্বাদের ঝাঁজ।
আর তুমি লিচুর মতো মিষ্টি ফল নিয়া বানাইছো ভর্তা?
লিচু খাইলেই মন ঠান্ডা হয়, আর তুমি বানাইছো আগুনের থালা!

মরিচ দিছো লিচুতে, লবণ দিছো লিচুতে—এ কেমন অমানবিক আচরণ?
লিচু কি দোষ করছিল তোমার?
কেউ প্রেমে ছ্যাঁকা দিলে তার উপর ঝাড়ো, লিচুর উপর না!

এটা ভর্তা না, এটা হলো ‘স্বাদহন্তা গণহত্যা!’
ঘরে যদি আবার এইরকম কাণ্ড দেখি,
তাহলে শুধু লিচু না—তোমার হাতেও তালা লাগবে!"

Address

Dhaka
1209

Telephone

+8801758726459

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলার পথে পথে 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category