Md. Saddam Hossain

  • Home
  • Md. Saddam Hossain

Md. Saddam Hossain কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে , সেদিন সবাই খোদা ই বিধান পেয়ে দুঃখ-বেদনা ভুলবে

04/08/2025

সততা এমন এক গুণ, যা মানুষকে সবার বিশ্বাসের কেন্দ্রে নিয়ে যায়। মুহূর্তের লাভের চেয়ে চিরস্থায়ী সম্মান অর্জনে সততাই সেরা পাথেয়। 🥀

04/08/2025

আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোন ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহার করার অনুমতি দিচ্ছি না।
আগামীকাল একটি বড় দিন। এটা অফিসিয়াল। সকাল ৮:১০ মিনিটে স্বাক্ষর করা হয়েছে। এটা টিভিতেও দেখানো হয়েছে। ভুলে যাবেন না, আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম (অর্থাৎ নতুন নাম, মেটা) চালু হচ্ছে, যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবে। মনে রাখবেন, এর সময়সীমা আজই শেষ।

এই বার্তার যেকোনো স্থানে আঙুল দিন, “কপি” দেখা যাবে। “কপি” তে ক্লিক করুন। এরপর নিজের পেজে যান, একটি নতুন পোস্ট তৈরি করুন এবং খালি স্থানে আঙুল দিন, “পেস্ট” দেখাবে – “পেস্ট” এ ক্লিক করুন। এটি সিস্টেমকে বাইপাস করতে সাহায্য করবে। যারা কিছু করেন না, তারা সম্মতি দিচ্ছেন বলে ধরে নেওয়া হবে।

৬০ মিনিটস শো অনুযায়ী: যদি আপনি এটি মিস করে থাকেন, তাহলে জানিয়ে রাখি যে একজন আইনজীবী আমাদের এই পোস্টটি করার পরামর্শ দিয়েছেন। গোপনীয়তা লঙ্ঘনের জন্য আইন অনুযায়ী শাস্তি হতে পারে।

নোট: ফেসবুক (মেটা) এখন একটি পাবলিক প্রতিষ্ঠান। প্রতিটি সদস্যকে এরকম একটি ঘোষণা পোস্ট করতে হবে। যদি আপনি অন্তত একবারও এরকম কোনো বিবৃতি প্রকাশ না করেন, তাহলে প্রযুক্তিগতভাবে এটি ধরে নেওয়া হবে যে আপনি আপনার ছবি এবং প্রোফাইল তথ্য ব্যবহারের অনুমতি দিয়েছেন।

আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহারের অনুমতি দিচ্ছি না।

22/12/2024

সকালের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

22/10/2024
পীর সাহেব চরমোনাই( রহঃ), এর বড় সাহেবজাদার ইন্তেকালের খবর শুনে, হযরত ওয়ালা দাঃ বাঃ ও আল্লামা মামুনুল হক দাঃ বাঃ তাজিয়া...
28/08/2024

পীর সাহেব চরমোনাই( রহঃ), এর বড় সাহেবজাদার ইন্তেকালের খবর শুনে, হযরত ওয়ালা দাঃ বাঃ ও আল্লামা মামুনুল হক দাঃ বাঃ তাজিয়াত করার জন্য গভীর রজনীতে উপস্থিত হন, এবং আরো শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, উপস্থিত ছিলেন, আল্লাহ তাআলা মরহুমকে, জান্নাতের উচ্চ মাকাম দান করেন।

আপনারা ক্ষমা করে দিতেই পারেন!কিন্ত জাতীর সাথে বেইমানীর ক্ষমা আপনি "ক্রিকেট লাভার" করার কে? মানুষের জীবণ, ছাত্রদের প্রান ...
28/08/2024

আপনারা ক্ষমা করে দিতেই পারেন!
কিন্ত জাতীর সাথে বেইমানীর ক্ষমা আপনি "ক্রিকেট লাভার" করার কে?
মানুষের জীবণ, ছাত্রদের প্রান যখন পাখির মত গুলি করে মারা হচ্ছিল, মানবতা বিরোধী অপরাধের ফ্যাসিস্ট সরকারের ভুয়া ভোটের এম.পি তখন পদত্যাগ করেছিলেন? এর বিপক্ষে কোনো অবস্থান স্টাটাস বা বক্তব্য কিছু ছিলো এই "মহান ফ্যাসিস্ট সরকারের" খেলোয়াড়ের?

তখন তিনি তার পরিবারে সাথে ঘুরে বেড়ানোর স্টোরি দিচ্ছিলেন!
উনিই আপনাদের আবেগের নেতা তাইনা! ভুলে গেলেন ৩২ শিশুর কাঁচা রক্তের ঘ্রান! তার নির্লজ্জ চুপ থাকা?

উনি সব সময় নিজের স্বার্থে খেলেছেন। রাজনৈতিক লিপ্সা ছিলো নিজের ভন্ডামির চূড়ান্ত প্রকাশ।
রাজনীতি আর ভোট করার জন্য কেউ তার হাত পায়ে ধরেছিল? এমনকি মাগুরার সাইফুজ্জামান শেখড়ের সাথেও তিনি বেইমানী করেছিলেন! পরীক্ষিত রানিং এম.পির পদ হাতিয়েছিলেন চোরদের কাছ থেকেও।

ক্রিকেটের আবেগ দিয়ে সে আমাদের সাথে সব সময় প্রতারণা করেছে। ভক্ত হোন কিন্তু অন্ধ ভক্ত হয়েন না।

ক্রিকেটের আবেগ দিয়ে যেনো এই পাপিষ্ঠ, ফ্যাসিস্টদের দোসর , তাদের পক্ষের ভুয়া এমপি এটিই তার অপরাধ হিসেবে যথেষ্ট। পার পেয়ে না যায় যেনো । ২৯৯ আসনের এমপি পলাতক বা আত্নগোপনে আর একজন মহান "চিড়িয়া" দেশকে সার্ভ করছেন এত মহান হবার দরকার আমাদের নেই!
প্রতি ড্রিংকস ব্রেকে তার এক ঢোক পানি খেতে দেখলে ভাবুন একটি বৈষম্যহীন আন্দোলনে মুগ্ধ এই পানি বিতরণ করতে গিয়ে গুলিতে মারা গিয়েছিলো তখন এই এম.পি সাহেবের মুখে একটা বুলিও ছিলোনা!

বুক পেতে গুলি খেয়ে আবু সাঈদ মারা গেলে তার কাছে প্রতিবাদ চাইতে গেলে উল্টো ভক্তকেই বলেছিলো- আপনি দেশের জন্য কি করেছেন?
আমরা আবু সাঈদ মুগ্ধ আর হাজারো শহীদের রক্তের নির্দেশদাতা ফ্যাসিস্ট সরকারের দোসরের দালালী এই বাংলায় দেখতে চাইনা।

আবেগ দেখাবার আগে নীচের ছবিটির দিকে ৩০ সেকেন্ড তাকিয়ে থাকুন!

আম ছালা দুটোই গেল
26/08/2024

আম ছালা দুটোই গেল

26/08/2024

বিস্তারিত কমেন্টে...
#বাংলাদেশ #বন্যা #ফারাক্কা #ভারত #চ্যানেল24

Address


Alerts

Be the first to know and let us send you an email when Md. Saddam Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share