ICDian's

ICDian's [ICDian]—where classic memes meet modern laughs!

আজকের ঘটনা নিয়ে অনেক গুজব ছড়াইছেন আর গুজব ছড়ায়েন না ভাই, অনেক হইছে এখন আসি আজকে কি ঘটেছে সে বিষয়ে।আমি দুপুর আনুমানি...
22/07/2025

আজকের ঘটনা নিয়ে অনেক গুজব ছড়াইছেন আর গুজব ছড়ায়েন না ভাই, অনেক হইছে এখন আসি আজকে কি ঘটেছে সে বিষয়ে।
আমি দুপুর আনুমানিক ১টার দিকে কলেজে যাই তার ঠিক কিছুক্ষণ পরেই আমাদের শিক্ষা ও আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব আসেন। তারা ক্যাম্পাসে আসলে তোপের মুখে পড়লে তাদের একটি সম্মেলন কক্ষে বসানো হয়। পরে তারা আমাদের ছাত্রদের সাথে কথা বলতে চাইলে আমাদের কলেজের শিক্ষকরা আমাদের থেকে পাঁচজন প্রতিনিধি ভিতরে গিয়ে কথা বলেন (তার মধ্য আমার এক বন্ধু ছিলো)।
ভিতরে গিয়ে আইন ও শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে আমরা আলোচনা করে।প্রথমে তারা আমাদের কাছে ক্ষমা চেয়ে নেন এবং তাদের থেকে আমাদের দাবিগুলো জানতে চান।তারা যখন একে একে দাবি বলা শুরু করে তখন তারা প্রায় সবগুলো দাবি মেনে নেয়, এবং তারা আশ্বাস দিয়েছেন সকল মৃত লাশের সংখ্যা সঠিক ঘোষণা করবেন। কোন কিছুই গোপন করা হবে না শুধু তারা আমাদের কাছে কিছুক্ষণ সময় চেয়েছিল।
আলোচনা চলার মধ্যেই ক্যাম্পাসে উৎসুক জনতার ভিড় হয় এবং কিছু সন্ত্রাসীরা সুযোগ নিয়ে তারা ছাত্রদের সাথে যুক্ত হয়ে যান। তখন তারা আলোচনা শেষে প্রেস কনফারেন্স করতে চায়,তখন প্রথমে রানিং জুনিয়রদের সাথে ভালো মতো কথা বলা গেলেও তার কিছুক্ষণ পরে শুরু হয় হামলা। এ হামলায় উপদেষ্টাদের জীবনের ঝুকি থাকায় তারা ভবনের দ্বিতীয় তলা উঠে যান এবং ক্যাম্পাসে অনেক পুলিশ মোতায়ন করা হয়। কিন্তু কোন পুলিশ কোন শিক্ষার্থীকে আঘাত করেনি। এক পর্যায়ে কিছু সন্ত্রাসীরা ক্যাম্পাসে থাকা পুলিশ সদস্য এবং সাধারণ ছাত্রকে উদ্দেশ্য করে হামলা চালায়, এমতাবস্থায় কিছু শিক্ষার্থী ও কিছু পুলিশ সদস্য আহত হন। ক্যাম্পাসে যখন দফায় দফায় সংঘর্ষ চলছিল তখন আমাদের শিক্ষক মহোদয়গণ আমাদেরকে ক্যাম্পাস ত্যাগ করতে বললেন। এবং এও বললেন আমাদের ক্যাম্পাস ত্যাগ করার পরে যারা থাকবে তারা বেশিরভাগই বিভিন্ন সন্ত্রাসীরাই থাকবেন, পরবর্তীতে পুলিশ তাদের উপর লাঠিচার্জ বা অন্য ব্যবস্থা গ্রহণ করবে। তারপরে স্যারদের সাথে কথা শেষ করে আমরা আমাদের মত ক্যাম্পাস ত্যাগ করি।

ক্লাস 3 Section : Sky ধারণা করা হচ্ছে ওই ক্লাসের কেউ বেঁচে নেই।
22/07/2025

ক্লাস 3 Section : Sky ধারণা করা হচ্ছে ওই ক্লাসের কেউ বেঁচে নেই।

22/07/2025

????

22/07/2025

শিক্ষার্থীরা যারা আন্দোলনে উপস্থিত আছেন, যাদের গলায় কার্ড নেই, মোবাইল ফোন চেক করুন। যদি ছাত্রলীগ মিলে যায়, তাহলে কী করতে হবে আপনারাই ভালো জানেন।

22/07/2025

ছাত্রদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে, ছাত্রদের আন্দোলন শেষ। এখন যারা ঝামেলা করছে, তারা সবাই রাজনীতিবিদ।

22/07/2025

সরকার আমাদের সব শর্ত মেনে নিয়েছে এবং তা বাস্তবায়ন করবে। যদি সরকার কোনো ভুল করে, আমরা গণআন্দোলনের ডাক দিবো। দিল্লির কেউ খুশি হওয়ার সুযোগ নেই, দিল্লির গোপন মিটিংয়ের কিছু রেকর্ড আমাদের হাতে এসেছে, খুব শিগগিরই সেগুলো প্রকাশ করা হবে।

সাধারণ ছাত্রদের বলছি, সবাই বাসায় ফিরে যান, আপনাদের দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। কেউ যদি পরিস্থিতি ঘোলা করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

22/07/2025

সরকার সকল দাবী মেনে নেওয়ার পর সাধারণ ছাত্র ছাত্রীরা আন্দোলন বন্ধ করে দিয়েছে।
এখন যারা সচিবালয়ে আক্রমণ করেছে এবং মাইলস্টোনে ঝামেলা করছে তারা কারা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন আশাকরি

22/07/2025

ভিতরে অর্ধশত শিক্ষার্থীকে মারা হচ্ছে।

জারা ক্যাম্পাসে হামলা করেছে, তাদের বেশিরভাগই ছিল ছাত্রলীগ।
22/07/2025

জারা ক্যাম্পাসে হামলা করেছে, তাদের বেশিরভাগই ছিল ছাত্রলীগ।

22/07/2025

জাতীয় প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ

22/07/2025

প্রথমে ক্যাম্পাসে কিছু রাজনীতিবিদ ও বহিরাগতরা স্টুডেন্টদের গায়ে হাত তোলে, এবং মূলত বহিরাগতরাই স্টুডেন্টদের উপর হামলা চালায়। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, তখনই পুলিশদের সঙ্গে ঝামেলা শুরু হয়।

সূত্র: ঘটনাস্থল থেকে মাইলস্টোনের এক শিক্ষার্থী।

17/11/2024

4 JAN 2025 📣

Address

Kalabaga

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICDian's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share