
22/07/2025
আজকের ঘটনা নিয়ে অনেক গুজব ছড়াইছেন আর গুজব ছড়ায়েন না ভাই, অনেক হইছে এখন আসি আজকে কি ঘটেছে সে বিষয়ে।
আমি দুপুর আনুমানিক ১টার দিকে কলেজে যাই তার ঠিক কিছুক্ষণ পরেই আমাদের শিক্ষা ও আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব আসেন। তারা ক্যাম্পাসে আসলে তোপের মুখে পড়লে তাদের একটি সম্মেলন কক্ষে বসানো হয়। পরে তারা আমাদের ছাত্রদের সাথে কথা বলতে চাইলে আমাদের কলেজের শিক্ষকরা আমাদের থেকে পাঁচজন প্রতিনিধি ভিতরে গিয়ে কথা বলেন (তার মধ্য আমার এক বন্ধু ছিলো)।
ভিতরে গিয়ে আইন ও শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে আমরা আলোচনা করে।প্রথমে তারা আমাদের কাছে ক্ষমা চেয়ে নেন এবং তাদের থেকে আমাদের দাবিগুলো জানতে চান।তারা যখন একে একে দাবি বলা শুরু করে তখন তারা প্রায় সবগুলো দাবি মেনে নেয়, এবং তারা আশ্বাস দিয়েছেন সকল মৃত লাশের সংখ্যা সঠিক ঘোষণা করবেন। কোন কিছুই গোপন করা হবে না শুধু তারা আমাদের কাছে কিছুক্ষণ সময় চেয়েছিল।
আলোচনা চলার মধ্যেই ক্যাম্পাসে উৎসুক জনতার ভিড় হয় এবং কিছু সন্ত্রাসীরা সুযোগ নিয়ে তারা ছাত্রদের সাথে যুক্ত হয়ে যান। তখন তারা আলোচনা শেষে প্রেস কনফারেন্স করতে চায়,তখন প্রথমে রানিং জুনিয়রদের সাথে ভালো মতো কথা বলা গেলেও তার কিছুক্ষণ পরে শুরু হয় হামলা। এ হামলায় উপদেষ্টাদের জীবনের ঝুকি থাকায় তারা ভবনের দ্বিতীয় তলা উঠে যান এবং ক্যাম্পাসে অনেক পুলিশ মোতায়ন করা হয়। কিন্তু কোন পুলিশ কোন শিক্ষার্থীকে আঘাত করেনি। এক পর্যায়ে কিছু সন্ত্রাসীরা ক্যাম্পাসে থাকা পুলিশ সদস্য এবং সাধারণ ছাত্রকে উদ্দেশ্য করে হামলা চালায়, এমতাবস্থায় কিছু শিক্ষার্থী ও কিছু পুলিশ সদস্য আহত হন। ক্যাম্পাসে যখন দফায় দফায় সংঘর্ষ চলছিল তখন আমাদের শিক্ষক মহোদয়গণ আমাদেরকে ক্যাম্পাস ত্যাগ করতে বললেন। এবং এও বললেন আমাদের ক্যাম্পাস ত্যাগ করার পরে যারা থাকবে তারা বেশিরভাগই বিভিন্ন সন্ত্রাসীরাই থাকবেন, পরবর্তীতে পুলিশ তাদের উপর লাঠিচার্জ বা অন্য ব্যবস্থা গ্রহণ করবে। তারপরে স্যারদের সাথে কথা শেষ করে আমরা আমাদের মত ক্যাম্পাস ত্যাগ করি।