DUA 24

DUA 24 الحمد لله مرحباً ربيل الأمين

28/11/2025

‘কাবীরা গুনাহ’ বা বড় পাপ কী কী? (Kabira guna)-‘তাফসিরুল কুরআন বিল কুরআন’ অনুযায়ী-

25/11/2025

ফুল অ্যান্ড ফাইনাল Edition ‘আল-কোরআন’ প্রকাশ—অনাযিলকৃত সব গ্রন্থ ও মতবাদ বাতিল (Discarded) ঘোষণা!

19/11/2025

অন্যকে ক্ষমা না করে উপায় কী!

কারণ — আমাদের রব বলেন:
"...যারা রাগ সংবরণ করে এবং মানুষের প্রতি ক্ষমাশীল। আর আল্লাহ মুহসিনদের ভালোবাসেন।"
— সূরা আলে ইমরান, আয়াত ১৩৪

"...অতএব আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের দোষ-ত্রুটি উপেক্ষা করুন। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের (মুহসিনদের) ভালোবাসেন।"
— সূরা আল-মায়িদা, আয়াত ১৩

"আর তাদের উচিত তারা যেন ক্ষমা করে দেয় এবং (দোষ-ত্রুটি) উপেক্ষা করে। তোমরা কি চাও না যে, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিন? আর আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু।"
— সূরা আন-নূর, আয়াত ২২

"আল্লাহর দয়ায় আপনি তাদের প্রতি কোমল-হৃদয় হয়েছ। যদি আপনি রূঢ় ও কঠোরচিত্ত হতে, তবে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত। কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং কাজে-কর্মে তাদের সাথে পরামর্শ করুন..."
— সূরা আলে ইমরান, আয়াত ১৫৯

অতএব,
আমি আমার সকল ভুলত্রুটি ক্ষমার জন্য বিনীতভাবে দরখাস্ত পেশ করছি —

رَبِّ اغْفِرْ لِي (রব্বিগফিরলী)।

আমি জানি, আমার আচরণে বা কথায় এমন কিছু হয়েছে যা আপনার কষ্টের কারণ হতে পারে।
কিন্তু আমি আন্তরিকভাবে অনুতপ্ত এবং ক্ষমার আশায় প্রার্থনা করছি —

رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ
রব্বিগফির ওয়ারহাম ওয়া আংতা খাইরুর রহীমিন-আয়াত ২৩:১১৮।
— সূরা আল-মুমিনূন, আয়াত ১১৮

📌নিশ্চয় কান ও চোখ ও অন্তর (ফুওয়াদ), সেগুলোর প্রত্যেকটি সে সম্পর্কে জিজ্ঞাসিত হবে-আয়াত ১৭:৩৬সুতরাং আমি আমার নিজকে বাঁচাতে...
18/11/2025

📌নিশ্চয় কান ও চোখ ও অন্তর (ফুওয়াদ), সেগুলোর প্রত্যেকটি সে সম্পর্কে জিজ্ঞাসিত হবে-আয়াত ১৭:৩৬

সুতরাং আমি আমার নিজকে বাঁচাতে আয়াতের আলোকে এভাবেই ক্লিয়ারকাট নৈতিক অবস্থান :

رَبِّ بِمَا أَنْعَمْتَ عَلَيَّ فَلَنْ أَكُونَ ظَهِيرًا لِّلْمُجْرِمِينَ
রব্বি বিমা আন’আমতা আলাইয়া ফালা আকুনা জহিরুললিল মুজরিমীন-সূরা কাসাস, আয়াত ১৭

অর্থ: “হে আমার রব, তুমি আমার প্রতি যে অনুগ্রহ করেছ, তার কারণে আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হব না।”

এই আয়াতটি নবী মূসা (সালামুন আলাইহে)-এর এক প্রার্থনায় তিনি আল্লাহর অনুগ্রহের স্বীকৃতি দিয়ে দৃঢ়ভাবে ঘোষণা করছেন—অন্যায়কারীদের পক্ষে তিনি কখনোই দাঁড়াবেন না।

✅ একজন আয়াতে বিশ্বাসী মুসলিম-মু’মিনের জন্য এটি এক চিরন্তন নৈতিক দিকনির্দেশনা:
অন্যায়কে সমর্থন নয়, অপরাধীর পাশে নয়, সহযোগিতা নয় সে যে-ই হোক না কেন, বরং ন্যায়ের পক্ষে অবস্থান।

প্রতক্ষ বা পরোক্ষভাবে—ভাষায়, কাজে, নীরবতায় বা সমর্থনে—অপরাধীদের পক্ষে দাঁড়ানো এক ভয়ংকর বিচ্যুতি।
একজন আয়াতে বিশ্বাসী কি এমন করতে পারেন?

মা’আযাল্লাহ! (আল্লাহ আমাদের রক্ষা করুন)!

✨ আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁর নাযিলকৃত আল-কুরআনে আমাদের জন্য এমন দিকনির্দেশনা সংযুক্ত করে দিয়েছেন, যা অনুসরণ করলে আমাদের প্রতিটি সিদ্ধান্তে ন্যায়, সততা ও আল্লাহর অনুগ্রহের ছায়া থাকবে।

📌 আয়াতটি শুধু দুআ হিসাবে মুখস্থ করার নয়—জীবনের প্রতিটি পদক্ষেপে এর আলো ছড়িয়ে দেওয়া উচিত।

12/11/2025

দি আয়রন — আকাশ থেকে অবতীর্ণ শক্তি! The Revelation of Iron!

Address

Dhaka

Telephone

+8801713662206

Website

Alerts

Be the first to know and let us send you an email when DUA 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DUA 24:

Share