25/02/2024
শবে বারাতের সন্ধ্যায় চালের রুটি, হালুয়া, মুরগীর মাংস, গরুর মাংস খাওয়া, প্রতিবেশীদের ঘরে ঘরে বিলানো- আহ কি আনন্দ, আন্তরিকতা এবং কত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ! সেই দিনগুলি খুব মিস করি।
শবে বারাত হালাল নাকি হারাম বিতর্ক চলছে, ঐটা মাওলানাদের বিষয়, তারা তর্ক নিয়ে থাকুক। আমরা আমজনতা শুধু জানি, সবখানে হালুয়া-রুটির ভাগ খাওয়ার চেয়ে, শবে বারাতে হালুয়া-রুটি খাওয়া অনেক ভালো।