সাহিত্য অঞ্জলি - Shahitto Anjoly

সাহিত্য অঞ্জলি - Shahitto Anjoly 'সাহিত্যের চর্চা করুন, বাংলা সাহিত্যকে আরো বেশি সমৃদ্ধ করুন'

'সাহিত্য চর্চা করুন, বাংলা সাহিত্যকে আরো বেশি সমৃদ্ধ করুন' এই স্লোগানকে ধারণ করে প্রকাশিত হচ্ছে 'সাহিত্য অঞ্জলি'। সর্বস্তরের মানুষের কাছে আধুনিক সাহিত্যকে পৌছে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই প্রয়াস।

23/08/2025
12/08/2025
07/07/2025

অনেক দৌড়ঝাঁপ, অস্থিরতা, ছটফটানির শেষে একটা বয়স আসে! বা ম্যাচিউরিটি! ওখানে চারপাশে নিজের তোলা বাউন্ডারি! ভেতরে একটা বাগান... সে বাগানে কেবল নিজের পছন্দের ফুলগুলো! মানুষগুলো!

বাকি কোন কিছুই আর সেভাবে ম্যাটার করে না! বাউন্ডারি বেয়ে উঠতে চাওয়া উটকো পরগাছা ফেলে দেয়া নিঃসংকোচে! কে কি বললো, ভাবলো সেগুলো মাঝে মাঝে দেয়ালের এপাশেও পৌঁছে কিন্তু ছুঁতে পারে না আগের মতো!

আগের নরম, কোমল চামড়া একটু করে শক্ত হয়! গায়ে যার তার কথা লাগে কম! শুধু নির্দিষ্ট কিছু মানুষের জন্য ভেতরটা নরম কাঁদামাটির মতো থাকতে দিতে হয় তখন... তাদের দেয়া আদর, মায়া, কষ্ট সবটুকু শুষে নেবার মতো নরম থাকতে হয়...

ওটুকু কখনো ফুরিয়ে দিতে নেই... পৃথিবী আমাকে শক্ত করুক কিন্তু অমন পাথর কখনো বানিয়ে না ফেলুক যে আমি বাউন্ডারির ভেতরের মানুষগুলোর জন্যেও দু ফোঁটা চোখের জল ফেলতে পারবো না!

ওটুকু থাকতে দিতে হয়! একটু পুড়তে হয় মাঝে মাঝে! তাতে সোনা নাকি আরো খাঁটি হয়!

যা বলছিলাম ওই বয়সটায় পৌঁছেছি বোধহয়! বাইরের chaos বাইরে থাকতে দিচ্ছি! ভালো লাগছে সময়টা! ❤️

©️Sincerely, Zana
Toronto, Canada 🍁

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when সাহিত্য অঞ্জলি - Shahitto Anjoly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category