Blood Donation Bangladesh Welfare Foundation

Blood Donation Bangladesh Welfare Foundation Blood Donation Bangladesh Welfare Foundation is a voluntary organization.
(1)

16/10/2025

চট্টগ্রাম সি ইপিজেডের ৫ নম্বর রোডে অবস্থিত আদম টেক্সটাইল পোশাক কারখানায় ভ'য়া'বহ অ'গ্নি'কাণ্ড।

16/10/2025

বিয়েতে আমরা খামে করে কিছু টাকা নিয়ে যাই দেওয়ার জন্যে, কতো ভালো হতো যদি আমরা এরকম কাউকে হাসপাতালে দেখতে গিয়ে করতাম!হাসপাতালেই টাকার প্রয়োজন বেশি।প্রথা হিসেবে এটা চালু হলে কতো মানুষের যে উপকার হতো।

13/10/2025

অথচ তাদের রক্তে অর্জিত স্বাধীন ভাষায়, তাদের‌ই অপমান করছে, হায়রে অসুস্থ জেনারেশন.........😶😶

゚ ゚

12/10/2025
প্রবাসে গিয়ে মর্মান্তিক মৃত্যু, পরিবারের খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবার খুঁজে পেতে পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন প্লিজ! 😭আরি...
11/10/2025

প্রবাসে গিয়ে মর্মান্তিক মৃত্যু, পরিবারের খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবার খুঁজে পেতে পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন প্লিজ! 😭

আরিফ নামের প্রবাসী ভাই কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় এসেছিলেন। অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে তিনি বর্তমানে মৃত্যুবরণ করেছেন। তার পরিবারের সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেও এখন পর্যন্ত কাউকে পাওয়া যায়নি। কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি!

পাসপোর্টের তথ্য অনুযায়ী :
নাম: আরিফ হোসেন, পিতা: বাবুল মিয়া
মাতা: জাহানারা বেগম, গ্রাম: রসুলগঞ্জ চরমন্ডল
থানা: লক্ষীপুর সদর, জেলা: লক্ষীপুর
জন্ম তারিখ: ২০ জানুয়ারি ১৯৮৯
জন্মস্থান: লক্ষীপুর, বাংলাদেশ
পাসপোর্ট নম্বর: A18059155

যদি কেউ প্রবাসী ভাইকে চিনে থাকেন বা তার পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করতে পারেন, অনুগ্রহ করে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এটি অত্যন্ত জরুরি বিষয় কারণ মৃ*ত*দেহটি বর্তমানে মালয়েশিয়ার পুলিশের হেফাজতে রয়েছে।

যোগাযোগ:
বিস্তারিত তথ্যের জন্য মালোয়েশিয়া অবস্থানরত মামুন এর সাথে যোগাযোগ করুন ফোন: +60 14-742 3329

আপনাদের সহযোগিতাই হতে পারে তার পরিবারের কাছে এই দুঃসংবাদ পৌঁছে দেওয়ার একমাত্র উপায়। অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করুন, যেন তার আত্মীয়স্বজন বা পরিচিত কেউ খোঁজ পান। আহারে জীবন! 😭

11/10/2025

সন্তানকে কে বুঝাবে তার মা বেঁছে নেই 😭

08/10/2025

ম্যানেজ
পায়ে ধরে বলছি প্লিজ কেউ আছেন?🙏
এক ভাইকে বাঁচাতে জরুরী এ+ রক্তের প্রয়োজন, মহাখালি ক্যান্সার মেডিকেল রক্ত না পেলে বাঁচানো সম্ভব না,😭 01607444414

07/10/2025

কাউকে টাকা দার দেওয়ার আগে.
তার সাথে ভালো করে কোলাকুলি করে নিন! কারণ হয়তো এটাই তার সাথে আপনার জীবনের শেষ সাক্ষাৎ...!

07/10/2025

ইন্না-লিল্লাহ😭😭 কি ভয়াবহ ঘটনা,
লক্ষীপুরে বাবা মেয়ের খরচ বহন করতে পারবে না,
তাই জ*বা*ই করে দিছে!

06/10/2025

রামগঞ্জে খেলতে গিয়ে চারতলা ভবন থেকে প''ড়ে শি''শু র মৃ''ত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর এলাকার আঙ্গারপাড়া গ্রামের পশ্চিম বাজার এলাকার একটি চারতলা ভবনের উপর চারতলা থেকে পড়ে জান্নাত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় । এর আগে মঙ্গলবার দুপুরে সিঁড়ির মাঝখানের ফাঁক দিয়ে নিচে ফ্লোরে মারাত্মক আহত হয় শিশুটি।
নিহত জান্নাতের বাবা দেলোয়ার হোসেন পেশায় একজন মাছ ব্যবসায়ী। তিনি রামগঞ্জ বাজারে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। পরিবারসহ তারা পশ্চিম বাজার এলাকার সেলিম পোল্ট্রি ফিডের মালিকানাধীন আকবর হোসেন সেলিমের চারতলা ভবনের সবচেয়ে উপরের উপরের তলায় ভাড়ায় থাকতেন।
সিসিটিভি ফুটেজ ও বাড়ীর অন্যরা জানান, মঙ্গলবার দুপুরে জান্নাত বাসার কক্ষের বাইরে খেলছিল। খেলার একপর্যায়ে সিঁড়ির রেলিং দিয়ে উপরে উঠে নিচের দিকে তাঁকিয়ে চারতলা ভবনের নিচে পড়ে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আজ বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
এ ব্যপারে বাড়ির মালিক আকবর হোসেন সেলিম জানান, খুবই মর্মান্তিকভাবে শিশুটির মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছি না। তিনি সবাইকে বাচ্চাদের প্রতি বিশেষ নজর দেয়ার অনুরোধ করেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর বারী বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজের ভিডিও দেখে বোঝা গেছে শিশুটি অসাবধানতাবশত খেলতে গিয়ে চারতলা ভবনের উপর থেকে নিচে পড়ে যায়। তবে এ ব্যাপারে তার পরিবারের লোকজন থানায় কোনো অভিযোগ করেনি।

আজ ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা'র জন্মদিন। Blood Donation Bangladesh Welfare Foundation  পরিবারের পক্ষ থেকে আপনাকে ...
05/10/2025

আজ ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা'র জন্মদিন। Blood Donation Bangladesh Welfare Foundation পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।

03/10/2025

আমি রক্ত দিবো লাগলে বইলেন এমন সাহসি ভাই বোনদের দেখতে চাই।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Blood Donation Bangladesh Welfare Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Blood Donation Bangladesh Welfare Foundation:

Share

ব্লাড ডোনেশন বাংলাদেশ

এটা সম্পূর্ন সেচ্ছাসেবী ও অলাভজনক সংগঠন।

আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রোগীদের জন্য রক্ত সংগ্রহে এবং ডোনার তৈরিতে সহযোগিতা করা। রোগী এবং ডোনার উভয়ের জন্য কার্যকরি একটা প্লাটফর্ম তৈরি করা।

জয় হোক মানবতার, জয় হোক রক্তদাতার। রক্ত দিন জীবন বাঁচান। নিজে রক্ত দিন অপরকে রক্তদানে উৎসাহিত করুন।

“১৮ তে বেড়ে উঠা, ১৮ তে নাগরিক, ১৮ তে রক্ত দিয়ে একটি দেহে প্রান দিক!”