Freelancer Mahfuz

Freelancer Mahfuz Mohammad mahfuzur Rahman is ready to give full Computer skill and freelanancing service

05/06/2025
ফেসবুক এড ক্যাম্পেইন হলো একটি বিজ্ঞাপনের কৌশল যা ফেসবুক প্ল্যাটফর্মে চালানো হয়। বর্তমান বাজারে ব্র্যান্ড প্রসারের এক অন...
10/06/2024

ফেসবুক এড ক্যাম্পেইন হলো একটি বিজ্ঞাপনের কৌশল যা ফেসবুক প্ল্যাটফর্মে চালানো হয়। বর্তমান বাজারে ব্র্যান্ড প্রসারের এক অন্যতম মাধ্যম হলো ফেসবুক এড ক্যাম্পেইন। এটি ব্র্যান্ডের বা পণ্যের জন্য টার্গেট অডিয়েন্সের মাঝে পৌঁছানোর জন্য তৈরি করা হয়।

 !😍❤️Those who passed the  Digital Marketing Level 1 Course and got the opportunity for internships with success biz fam...
08/06/2024

!😍❤️

Those who passed the Digital Marketing Level 1 Course and got the opportunity for internships with success biz family!💪
I am very proud of your activity.🥰

সাকসেস বিজ ফেমিলি শুধু কোর্স শেষ করে বিদায় দেয় না। প্রতিটা স্টুডেন্টকে ইন্টার্নিশিপের মাধ্যমে কাজের ব্যাবস্হা ও করে দেয়। যার ফলে প্রচুর Experience and Knowledge Gain হয়। আর এইভাবে বিগত অনেক বছর ধরে কাজ করে যাচ্ছে সফল ফ্রিল্যান্সার তৈরি করার জন্য....!❤️
সাকসেস বিজ ফেমিলির সাথে লোকাল মার্কেটপ্লেসে সুন্দর একটা কেরিয়ার হোক সেই দোয়া রইল সবার জন্য!🤲
আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল!❤️


এই বছর গোটা পশ্চিমবঙ্গে সম্মিলিত মেধা তালিকায় মাধ্যমিকে  প্রথম হয়েছে  চন্দ্রচুড় সেন। সে  নিজেই নিজেকে সতর্ক করার জন্য- ত...
06/06/2024

এই বছর গোটা পশ্চিমবঙ্গে সম্মিলিত মেধা তালিকায় মাধ্যমিকে প্রথম হয়েছে চন্দ্রচুড় সেন। সে নিজেই নিজেকে সতর্ক করার জন্য- তার পড়ার ঘরে একটা নোট লাগিয়ে রেখেছে- " তোমার বই আছে, তবে মোবাইল কেন ?"

তোমার বই তোমার মোবাইলকে দুরে রাখুক। মোবাইল যেন তোমার বইকে দূরে না রাখে।

এই সতর্কবাণীটি শুধু তার নিজের জন্য না, আমাদের সবার জন্য প্রযোজ্য।

একটা শিশু যখন পাঠশালায় যায়- তখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিসটি শেখানো হয়- তা কোনো স্বরবর্ণ , ব্যঞ্জনবর্ণ শিক্ষা নয়।

সবচেয়ে বড় শিক্ষা হলো- শিক্ষক তাকে বলেন- " তুমি শান্ত হয়ে তোমার জায়গায় বসো" ।

নির্দিষ্ট আসনে শান্ত হয়ে বসে থাকতে পারার এই শিক্ষাটা হলো- জীবনের অতি গুরুত্বপূর্ণ শিক্ষা।

মোবাইল ফোন- আমাদের মনকে শান্ত করার এই প্রক্রিয়াটি কেড়ে নিয়েছে।

আরেকটা ক্ষতিকর জিনিস হলো- অনলাইন ডিভাইসের মাধ্যমে শিক্ষা।

একট ডিভাইসে অনেকগুলো ট্যাব। একটা ট্যাবে তার ক্লাস চলে। অন্য ট্যাবগুলোতে তার ঘুরাঘুরি চলে। ডিভাইসের বদৌলতে মন আর কোনো এক জায়গায় স্থির থাকেনা।

কোনো কিছু মন দিয়ে পড়লে ২৫% শিক্ষা লাভ হয়।
এরপর, বাকি ২৫% শিক্ষা আসে যা সে পড়লো তা সে নিজে বুঝে খাতায় লিখলো।
বাকি ২৫% আসে যদি সে সেটা অন্যকে পড়িয়ে/আলোচনা করে বুঝাতে পারে।
বাকি ২৫% শিক্ষা কোনো বই, গ্রন্থাগার কিংবা কোনো শিক্ষকের কাছ থেকে পাওয়া যায়না। এটা অর্জন করতে হয় সরাসরি জীবনের নানা অভিজ্ঞতা থেকে। সে জন্য বলে "নিজের জীবনই নিজের সবচেয়ে বড় শিক্ষক"।

কিন্তু ডিভাইস এমনই ক্ষতিকারক- যে সুস্থির মনের উপর শিক্ষার মূল ভিত তৈরি হয় সেটাকেই সে নষ্ট করে দেয়।

বর্তমান প্রযুক্তির দুনিয়ায় ডিভাইস থেকে দূরে থাকা যাবেনা। শিশুদেরও দূরে রাখা যাবেনা। তাই, ডিভাইস ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ পর্যন্ত এর ব্যবহার ঠিক আছে।

রাতের একটা সময়ের পর -ঘরের সমস্ত ডিভাইস বন্ধ করে দেয়া দরকার। এটাকে বলে "ডিজিটাল সানসেট"।

আপনার জীবনে "ডিজিটাল সানসেট" রাতে যত দ্রুত হবে- পরদিন আপনার ভোর তত সুন্দর হবে"।

আলহামদুলিল্লাহ। Sbf agency এর ২ নং ক্লাসটা অনেক সুন্দর ছিলো।বিশেষ করে ক্লাস চলাকালীন সময়ে প্রশ্ন করার বিষয়টা অনেক অনেক চ...
05/06/2024

আলহামদুলিল্লাহ।
Sbf agency এর ২ নং ক্লাসটা অনেক সুন্দর ছিলো।বিশেষ করে ক্লাস চলাকালীন সময়ে প্রশ্ন করার বিষয়টা অনেক অনেক চমৎকার ছিলো এতে করে কোন বিষয় না বুঝলে সাথে সাথে রিকোভারি করে নেওয়ার অনেক সুযোগ ছিলো।

ইনশাআল্লাহ একদিন আমরা এই ফ্যামিলি অনেক কিছু জয় করবো।

উট নোনা পানি পান করতে পারে, এমনকি মৃত সাগরের পানিও। এতে তার রক্তচাপ বাড়ে না। কারণ, তার কিডনি পানিকে ফিল্টার করে, যাতে স...
03/06/2024

উট নোনা পানি পান করতে পারে, এমনকি মৃত সাগরের পানিও। এতে তার রক্তচাপ বাড়ে না। কারণ, তার কিডনি পানিকে ফিল্টার করে, যাতে সে তা তাজা পানি পান করতে পারে। কাজেই তার কিডনি লবণ থেকে পানি আলাদা করে দেয়।

উট কাঁটা খেতে পারে। এতে তার পাকস্থলী ও অন্ত্রের কোনো ক্ষতি হয় না। কারণ, তার লালা এসিডের মত, যা কাঁটা গলিয়ে দেয়। পরে সে ওই কাঁটা রুটি ও আটার মতো খেয়ে ফেলে। এজন্য হাতে পায়ে কাঁটা ফুটলে আরব বেদুইনরা সেখানে উটের লালা লাগিয়ে দেয়। এবং সেই কাঁটা গলে বেরিয়ে আসে।

উটের চোখের পর্দা দুটি। একটি পাপড়ির পর্দা এবং অন্যটি মাংসের। এজন্য মরুভূমির ধূলিকণার মধ্যে চলতে পারে এবং তার চোখের ক্ষতি হয় না। কারণ সে তখন স্বচ্ছ পাপড়ির পর্দা বন্ধ করে দেয়।

উট তার দেহের তাপমাত্রা পরিবর্তন করতে পারে। বরফঢাকা জমিতে থাকলে সে তার তাপমাত্রা বাড়াতে পারে এবং উত্তপ্ত মরুভূমিতে থাকলে সে তার তাপমাত্রা কমাতে পারে।
এছাড়া আরো অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে এই প্রাণীর।

সুবহানাল্লাহ!

পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্থানের নাম হলো মাউন্ট এভারেস্ট এবং সবচেয়ে গভীরতম স্থান হলো প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্স। দ...
02/06/2024

পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্থানের নাম হলো মাউন্ট এভারেস্ট এবং সবচেয়ে গভীরতম স্থান হলো প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্স। দুই স্থানেই পৌঁছানো প্রথম মানুষটি কে জানেন?

তিনি "ভিক্টর ভাসকেভো"! যার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এডভেঞ্চারের নেশা।

পৃথিবীর ৭ মহাদেশের ৭টি সর্বোচ্চ চূড়ায় এবং পৃথিবীর মহাসমুদ্রের সবচেয়ে গভীরতম ৫ স্থানে অভিযান সফল করেছেন তিনি"

এক্স মার্কিন নেভিয়ান ভিক্টর মহাসমুদ্রের সবচেয়ে গভীরতম ৫ স্থানে যে অভিযান করেছিলেন, সেখানে সলো অভিযান ছিলো দুইটি।

এমনকি গত বছরেও তিনি মহাকাশ ভ্রমনের অভিজ্ঞতা নিয়ে এসেছেন!

শুধু তাই নয়, উত্তর মেরু আর দক্ষিন মেরুর শেষ বিন্দুতে স্কি করে এসেছেন তিনি।

এই মানুষটা তার জীবদ্দশায় এমন এমন অভিযান করেছেন যে রিস্ক ফেক্টর বিবেচনা করলে বেঁচে থাকাটা মহা বিস্ময়! কিন্তু রাখে আল্লাহ মারে কে!

টাইটানিক সিনেমার পরিচালক জেমস ক্যামেরন ৩২ বার ডুবন্ত টাইটানিক দেখতে বার বার অতল সমুদ্রে অভিযান করেছেন!

টাইটানিক তো মাত্র ১২০০০ ফুট নিচে, ভিক্টর প্রথম একা মানুষ হিসেবে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেন্সের গভীরে সফল অভিযান করেছিলেন! সমুদ্রের ৩৫০০০ হাজার ফুটে নিচে ছোট্ট একটা সামবেরিন নিয়ে ল্যান্ড করিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে গভীরতম যায়গায়।

যেখানে পানির চাপ ছিলো প্রতি বর্গ ইঞ্চিতে ১৬০০০ পাউন্ডের বেশি! দুর্ঘটনা ঘটলে পানির প্রেসারে চেপ্টা হয়ে মৃত্যু বরন করতে হতো। তবুও এডভেঞ্চার নামক নেশাটা তাকে দমিয়ে রাখতে পারেনি। সফল ভাবে বেচে ফিরেছিলেন তিনি।

মানুষের এই অদম্য এডভেঞ্চারাস একটিভিটি পৃথিবীর মানচিত্র পাল্টে দিয়েছিলো একসময়। অনেক কিছুই আমরা উপভোগ করছি যা মানুষের মৃত্যুর মুখোমুখি হয়ে অর্জন করতে হয়েছে।

আর আপনি কিনা নিজের ছোট-খাটো লক্ষ্যগুলো পূরণ করতে ব্যর্থ হচ্ছেন! কেন?

উঠে দাঁড়ান। আবার পরিকল্পনা করুন। পরিশ্রম করুন। লেগে থাকুন।
সফলতা আসবে ইনশাআল্লাহ।

জানেন কি ?
01/06/2024

জানেন কি ?

জেনে রাখুন।
26/05/2024

জেনে রাখুন।

 রোবট এর জনক-ইসমাইল আল- জাজারী(১১৩৬--১২০৬)!FATHER OF ROBOTICS : ISMAIL AL-JAZARI (1136–1206)Ismail Al-Jazari was a polym...
25/05/2024


রোবট এর জনক-ইসমাইল আল- জাজারী(১১৩৬--১২০৬)!

FATHER OF ROBOTICS : ISMAIL AL-JAZARI (1136–1206)

Ismail Al-Jazari was a polymath: a scholar, inventor, mechanical engineer, artisan, artist and mathematician from the Artuqid Dynasty of Jazira in Mesopotamia.'

The Book of Knowledge of Ingenious Mechanical Devices' is a medieval Arabic book written by Ismail al-Jazari in the 12th century.

It describes over fifty mechanical devices and automata, including clocks, water-raising machines, musical automatons, and humanoid robots.
Al-Jazari provides detailed instructions for constructing each device and includes anecdotes and historical references. The book had a significant influence on the development of European clockmaking and automata, and it offers insights into daily life and technological innovations in the Islamic world during the medieval period. It's his book that influenced key concepts of modern day robotics.
...................collected...,..........

আপনি যত বেশি মানিয়ে নেবেন,😄 সবাই তত বেশি চাপিয়ে দেবে । 🙂 চাপে পড়ে সবকিছু মানতে মানতে একসময় দেখবেন, সবাই ঠিক ঠাক ই আছে কি...
21/05/2024

আপনি যত বেশি মানিয়ে নেবেন,
😄 সবাই তত বেশি চাপিয়ে দেবে ।
🙂 চাপে পড়ে সবকিছু মানতে মানতে
একসময় দেখবেন,
সবাই ঠিক ঠাক ই আছে
কিন্তু আপনি আর সেইই আপনি নেই.. 🙂😅

সবশেষে সমাপ্তি টা এরকমই হয় যে
যাদের জন্য নিজেকে
এত পরিবর্তন করবেন
ঠিক তারাই আপনাকে
দেখিয়ে দিবে বুঝিয়ে দিবে
যে আপনার এত কিছুর
কোনো মূল্য নেই তাদের কাছে 🤐🤐🤐

ছাত্রজীবনে (Freelancing) ফ্রিল্যান্সিং ক্যারিয়ার | ছাত্রজীবনে ক্যারিয়ার গঠনে ফ্রিল্যান্সিং হতে পারে প্রথম পদক্ষেপ। ছাত...
14/05/2024

ছাত্রজীবনে (Freelancing) ফ্রিল্যান্সিং ক্যারিয়ার | ছাত্রজীবনে ক্যারিয়ার গঠনে ফ্রিল্যান্সিং হতে পারে প্রথম পদক্ষেপ। ছাত্রজীবন ক্যারিয়ার গঠনের একটি প্রস্তুতি পর্ব। এই প্রস্তুতির উপরই মূলত নির্ভর করে পরবর্তীতে ক্যারিয়ার কোন দিকে যাবে ।

সঠিক ক্যারিয়ার নির্বাচন এবং পরিকল্পনা নিয়ে সামনে আগাতে হয়। অনেকেই ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে দ্বিধায় থাকেন কিংবা বুঝে উঠতে পারেন না যে, ছাত্রজীবনে ক্যারিয়ার পরিকল্পনায় প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত?

এমন হাজারো শিক্ষার্থী রয়েছে যারা ছাত্রজীবনে টিউশন করে আয় করে থাকে। টিউশন বা কোন কোচিং ভিত্তিক শিক্ষামূলক প্রতিষ্ঠানে পড়ানো যেমন সম্মানের তেমনি এটাকে ক্যারিয়ার গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতে পারে।

তবে যারা স্কিল ভিত্তিক দক্ষতা বাড়াতে চায় এবং ক্যারিয়ারে সফল হতে চায় তাদের জন্য ফ্রিল্যান্সিং হতে পারে সর্বোত্তম পদক্ষেপ। ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা একদিকে যেমন ছাত্রজীবনে আয়ের অন্যতম উৎস তেমনি স্কিল ভিত্তিক দক্ষতা বাড়ানোর প্রধান হাতিয়ার

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Mahfuz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Mahfuz:

Share