Kalmikantho

Kalmikantho ফুলের সৌরভে সুরভিত কলমের কণ্ঠস্বর

15/12/2023
25/06/2023
13/03/2023

গতকাল ১২ মার্চ ২০২৩ ইং তারিখ রোজ রোববার বিকাল ৫ ঘটিকার সময় স্থানীয় আনজুরহাট মাধ্যমিক বিদ্যালয় এর সভাকক্ষে বৃহত্তর কলমি সমিতির ২০২৩ সালের কর্মপরিকল্পনা নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর কলমির সাবেক সফল চেয়ারম্যান বশির আহমেদ সাহেব।

সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহঃ

** সিদ্ধান্ত - ১. পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পবিত্র কালামে পাক কুরআন শরীফ পাঠ করার সুবিধার্থে যারা চোখে ঝাপসা দেখেন এমন সুবিধাবঞ্চিত অসহায় গরীব রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে চশমা 👓 ও ঔষধ দেয়া হবে।

তারিখঃ ২৯ মার্চ ২০২৩ ইং রোজ বুধবার (৬ রমজান)
সময়ঃ সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত

** সিদ্ধান্ত - ২. কলমি সমিতির ইফতার পার্টি অনুষ্ঠিত হবে -

ঢাকায়ঃ ৭ এপ্রিল ২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার (১৫ রমজান)

বরিশালঃ ৩১ মার্চ ২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার (৮ রমজান)

চট্টগ্রামঃ ৩১ মার্চ ২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার (৮ রমজান)

চর কলমিঃ ২০ এপ্রিল ২০২৩ ইং তারিখ রোজ বৃহস্পতিবার (২৮ রমজান)

নজরুল নগরঃ ২১ এপ্রিল ২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার (২৯ রমজান)

মুজিব নগরঃ ১৬ এপ্রিল ২০২৩ ইং তারিখ রোজ রোববার (২৪ রমজান)

** সিদ্ধান্ত - ৩. বৃহত্তর কলমি বাসীদের ভবিষ্যতের কথা চিন্তা করে কলমি সমিতির তত্ত্বাবধায়নে পাবলিক গোরস্থান গড়ে তুলতে সামাজিক প্রচারনা শুরু করতে হবে এবং ইফতার পার্টিগুলোতে আলোচনা করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন বশির আহমেদ চেয়ারম্যান, ডাঃ মোঃ মিজানুর রহমান, মোঃ জাকির হোসেন রিপন , ওবায়দুল্লাহ কামাল, এইচ এম নুরুজ্জামান মোঃ নুরুন্নবী মাষ্টার ও আরো অন্যান্য কলমিবাসী।

04/10/2022
25/06/2022
15/10/2021

আগামী ১৭ই অক্টোবর রোববার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন
ডাঃ আশরাফুল ইসলাম সুমন
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (মেডিসিন) এফপি, পিজিটি (চর্ম ও যৌন), ইওসি (গাইনি) ঢাকা মেডিকেল কলেজ
মেডিকেল অফিসার, ভোলা সদর হাসপাতাল।
(বিনামূল্যে চিকিৎসাসেবা শুধুমাত্র একদিন নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য)
স্থানঃ
আনজুরহাট ডায়াগনষ্টিক সেন্টার
ও মিজান মেডিকেল হল
আনজুরহাট বাজার, চরফ্যাশন, ভোলা
01712062407

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Kalmikantho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kalmikantho:

Share