31/05/2023
হয়তো কোন দিন তুই চাইবি আমাকে
সেদিন ও তুই অন্য কারু আমি আকাশে
তারার মতো জ্বলব নই হলে জোনাকি
তবুও আমি তর মতো দেব না ফাঁকি।
সত্যি বলছি তোমায় ফাঁকি দেওয়ার স্বাধ্য আমার নাই ।
তাই তো তুমি খেলে গেলে মনের গোপন ঘরে।
কেউ যানে না কেউ বুঝেনা কার কারনে হলো আমার জীবন্ত মরন।
হা হা হা হা আজ খুব হাসতে ইচ্ছে করছে তোমার হাসির সাথে হাসি মিলিয়ে কেন মনে হচ্ছে যানি না আমার গোলা শুকিয়ে আসছে তোমার সাথে একটু কথা বলার জন্য এতো কষ্ট হচ্ছে তবু আমি কিছু বলতে পারছিনা তার কারন যানো। আমার কথা তোমার কাছে অসহ্যনীয় লাগে আর আমি এমন কিছু করব না তোমার কাছে আমি বিরক্ত হই এই অভ্যাস নেই। আগে বুঝিনি এখন বুঝি আগে আগে ভাবতাম আমার পাগলামি গুলোই তোমার বেশি ভালো লাগত। কিন্তু পরে বুঝলাম আমি তোমার বিরক্ত আর তোমায় বিরক্ত করি না এখন তুমি খুব খুশি তাই না। যানোত আমি কত বোকা এখন তুমি আর আমাকে বোকা বলবে না। এখন আমি অনেক চালাক হয়েগেছি এখন আমার চোখে জল নেই আমার বেশি কথার বলার অভ্যাসটাও পরিবর্তন হয়েছে। এখন আর তোমার জন্য মন খারাপ করি না আমি এখন বুঝতে পেরেছি সব কিছু তে জোর খাটিয়ে বলা যায় কিন্তু ভালোবাসা না। আমি শুধু তোমার উপর জোর খাটিয়ে গেছি আর তুমি আমাকে সামনে কিছু বলনি কিন্তু পেছনে অনেক কথায় বলেছ তবুও আমি কিছু মনে করেনি। আর তোমায় বিরক্ত করিনা তুমি এখন অনেক ভালো আছো তাইনা?
বেইমান রে সুখ পাবি না! আল্লাহ ছার দেন ছেড়ে দেন না!💔🥀😭