কলমচোর

তুই " সেনাবাহিনী " বলে ' তোরে " ভয় পাওয়া লাগবো আমার " খান " কি' র " পোলা 😡
29/08/2025

তুই " সেনাবাহিনী " বলে ' তোরে " ভয় পাওয়া লাগবো আমার " খান " কি' র " পোলা 😡

29/08/2025

নুরের জন্য রাজপথে এনসিপি নেতাকর্মীরা...বিক্ষোভ মিছিল চলছে 🔥

29/08/2025

এরা কারা যারা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে বেধড়ক পেটাচ্ছে? আজকের এই হামলা প্রমান করে ফ্যাসিস্ট এবং খুনিদের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে।

অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং ফ্যাসিস্ট হাসিনার দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। নো কম্প্রোমাইজ উইথ BAL এবং তাদের দোসরদের সাথে।
Nurul Haque Nur

29/08/2025

আগামীকালের মধ্যে সরকার ক্ষমতায় থাকবে কিনা সে সিদ্ধান্ত নেবে জনগণ: হাদি 💥🫡

29/08/2025

পিছনের গেইট দিয়ে পালিয়ে গেছে 😆

সেনা প্রধান ওয়াকার এবং রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগই এখন একমাত্র সমাধান।🖤🇧🇩
29/08/2025

সেনা প্রধান ওয়াকার এবং রাষ্ট্রপতি চুপ্পুর
পদত্যাগই এখন একমাত্র সমাধান।🖤🇧🇩

প্রথমে ভেবেছিলাম ছি-*নতাইকারি হয়তো মেয়েটার ব্যাগ নিয়ে ভাগছে,পরে দেখলাম না পালাবি কোথায় সিনেমার বাস্তব রূপ. ৫ বছর প্রে...
29/08/2025

প্রথমে ভেবেছিলাম ছি-*নতাইকারি হয়তো মেয়েটার ব্যাগ নিয়ে ভাগছে,
পরে দেখলাম না পালাবি কোথায় সিনেমার বাস্তব রূপ.

৫ বছর প্রেম করার পর প্রেমিক হঠাৎ প্রেমিকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে পালিয়ে বেড়াতে থাকে,

প্রেমিকা পা*গলের মত প্রেমিককে সব জায়গায় খুঁজতে থাকে, তবে শেষ রক্ষা হয়নি, অনেক খোঁজা খুঁজির পর অবশেষে প্রেমিকের সন্ধান পায়।
তারা একসাথে রিকশা করে যাচ্ছিল হঠাৎ প্রেমিক আবার রিক্সা থেকে পালানোর চেষ্টা করে,
পরে সকলের সহযোগিতায় দৌড়ে প্রেমিককে ধরে🏃‍♀️( রান ম্যান রান)
এবং কান্নায় ভেংগে পরে, পুরো এলাকা ভীড় জমে যায়,
পরে পুলিশ ঘটনাস্থানে এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
( আর করবি প্রেম?
চি -টিংবাজ গুলোকে এভাবেই শাস্তি দেওয়া উচিত, কা নের নিচে কিঞ্চিত থা-/*প্পর মা** রাও দরকার ছিলো.)😂

© Rajib Khan

28/08/2025
সাত বছর পর প্রবাস থেকে দেশে ফেরে ছেলে।বাড়ির আঙ্গিনায় এসে মা মা করে চিৎকার করে। একে একে ভাই,ভাবী,বোন,বাবা সবাই আসে,কিন্তু...
28/08/2025

সাত বছর পর প্রবাস থেকে দেশে ফেরে ছেলে।
বাড়ির আঙ্গিনায় এসে মা মা করে চিৎকার করে।
একে একে ভাই,ভাবী,বোন,বাবা সবাই আসে,কিন্তু মা আর আসে না!

অথচ,সবার আগে মায়েরই তো পথের ধারে দাঁড়িয়ে থাকার কথা।

মায়ের ছায়া টুকুও কোথাও দেখা যায় না!

ছেলে আরও চিৎকার করে ডাকে-মা,তুমি বের হচ্ছ না কেন?

অজানা আশংকায় ছেলে তখন পা* গলপ্রায়!

একসময় সে জানতে পারে,যে মা কে খুশি করার জন্য,অভাবের সংসারে মা কে একটু স্বচ্ছলতা দেওয়ার জন্য,নিজের শখ,দেশের মায়া,আপনজনের মায়া ত্যাগ করে দূর দেশে , পরদেশে সাত সাতটি বছর কঠোর পরিশ্রম করল।

ছেলে দেশে ফেরার কিছু দিন আগেই তার সেই মা চলে গেল দূর দেশে!পরদেশে!
অচিন দেশে

মায়ের সাথে তার আর দেখা হল না!!

মায়ের কবরের পাশে যেয়ে চিৎকার করে ডাকতে থাকে-মা,আমি আসলাম প্রবাস থেকে।
আর তুমিও চলে গেছে পরদেশে

ছেলে জানত,গলা ছেড়ে ডাকলেও মা আর আসবে না।কারণ: তার মা এই বাড়ি,এই পৃথিবী ছেড়ে চলে গেছে!
তবুও সে ডাকে।বারবার ডাকে।
ঘর থেকে মা আসবে না জেনেও চিৎকার করে মা মা বলে ডাকে 🙂💔

Address

Dhaka

Telephone

+8801923921345

Website

Alerts

Be the first to know and let us send you an email when কলমচোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share