28/08/2025
সাত বছর পর প্রবাস থেকে দেশে ফেরে ছেলে।
বাড়ির আঙ্গিনায় এসে মা মা করে চিৎকার করে।
একে একে ভাই,ভাবী,বোন,বাবা সবাই আসে,কিন্তু মা আর আসে না!
অথচ,সবার আগে মায়েরই তো পথের ধারে দাঁড়িয়ে থাকার কথা।
মায়ের ছায়া টুকুও কোথাও দেখা যায় না!
ছেলে আরও চিৎকার করে ডাকে-মা,তুমি বের হচ্ছ না কেন?
অজানা আশংকায় ছেলে তখন পা* গলপ্রায়!
একসময় সে জানতে পারে,যে মা কে খুশি করার জন্য,অভাবের সংসারে মা কে একটু স্বচ্ছলতা দেওয়ার জন্য,নিজের শখ,দেশের মায়া,আপনজনের মায়া ত্যাগ করে দূর দেশে , পরদেশে সাত সাতটি বছর কঠোর পরিশ্রম করল।
ছেলে দেশে ফেরার কিছু দিন আগেই তার সেই মা চলে গেল দূর দেশে!পরদেশে!
অচিন দেশে
মায়ের সাথে তার আর দেখা হল না!!
মায়ের কবরের পাশে যেয়ে চিৎকার করে ডাকতে থাকে-মা,আমি আসলাম প্রবাস থেকে।
আর তুমিও চলে গেছে পরদেশে
ছেলে জানত,গলা ছেড়ে ডাকলেও মা আর আসবে না।কারণ: তার মা এই বাড়ি,এই পৃথিবী ছেড়ে চলে গেছে!
তবুও সে ডাকে।বারবার ডাকে।
ঘর থেকে মা আসবে না জেনেও চিৎকার করে মা মা বলে ডাকে 🙂💔