DAILY CRIME WATCH

DAILY CRIME WATCH LOVE is Power Love is Power

She said, “Don't call the doctor, I want to fall asleep peacefully, with your hand in mine.”He told her about the past, ...
14/01/2025

She said, “Don't call the doctor, I want to fall asleep peacefully, with your hand in mine.”
He told her about the past, how they met, their first kiss. they didn't cry, they smiled. They didn't regret anything, they were grateful. Then she repeated softly, 'I love you forever!' He returned her words, gave her a soft kiss on the forehead. She closed her eyes and fell asleep peacefully with her hand in his.

Love is really all that matters because everyone comes into this world with nothing other than love and leaves with nothing other than love. Think about it. Profession, career, bank account, our goods are just tools, nothing more. Everything stays here. So just love….Love those that really love you. Love, as if there was nothing more important in your life.

24/10/2024

.
১/ 'হিটলার' একজন
অমুসলিম। সে ৬০ লক্ষ
ইহুদি হত্যা করেছিলো।
মিডিয়া একবারও তাকে
বলেনি সে খৃষ্টান টেররিস্ট!
২/ 'জোসেফ স্ট্যালিন'
একজন অমুসলিম। সে
২০ মিলিয়ন মানুষ হত্যা
করেছে, এবং ১৪. ৫
মিলিয়ন মানুষ অসুস্থ
হয়ে ধুকে ধুকে মারা গেছে।
মিডিয়া একবারও তাকে
বলেনি সে খৃষ্টান টেররিস্ট!
৩/ 'মাও সে তুং' একজন
অমুসলিম। ১৪ থেকে ২০
মিলিয়ন মানুষ হত্যা করেছে,
মিডিয়া একবারও তাকে
বলেনি সে বৌদ্ধ টেররিস্ট!
৪/ 'মুসলিনী' (ইটালী) ৪
লাখ মানুষ হত্যা করেছে,
সে কি মুসলিম ছিল? অন্ধ
মিডিয়া একবারো বলে নাই
খৃষ্টান টেররিস্ট!
৫/ 'অশোকা' (কালিঙ্গা
বেটল) ১০ হাজার মানুষ
হত্যা করেছে, মিডিয়া
একবারও তাকে বলেনি
সে হিন্দু টেররিস্ট!
৬/ আর 'জজ বুশ' ইরাকে,
আফগানিস্থানে প্রায়
১.৫ মিলিয়ন মানুষ হত্যা
করেছে, মিডিয়া তো বলে
নাই খৃষ্টান টেররিস্ট!
৭/ এখনো মায়ানমারে
প্রতিদিন মুসলিম
রোহিঙ্গাদের খুন, ধর্ষণ,
লুটপাট, উচ্ছেদ করছে,
তবুও কোনো মিডিয়া
বলে না বৌদ্ধরা টেরোরিস্ট!
ইতিহাস সাক্ষী পৃথিবীর
বুকে সবচেয়ে বড় বড়
গণহত্যা করেছে নন
মুসলিমরা, আর এরাই
দিন রাত গণতন্ত্র জপে
মুখে ফেনা তুলে! অথচ
এদের দ্বারাই মানবতা
লুন্ঠিত! আবার যারা
প্রথম বিশ্বযুদ্ধ শুরু
করেছিল তারা কি
মুসলিম ছিল??
যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ
শুরু করেছিল, তারা কি
মুসলিম ছিল??
যারা অস্ট্রেলিয়া
আবিষ্কারের পর নিজেদের
আধিপত্য বিস্তারের জন্য
২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান
আদিবাসীকে হত্যা করেছিল,
তারা কি মুসলিম ছিল??
যারা হিরোশিমা ও
নাগাসাকিতে পরমাণু বোমা
নিক্ষেপ করেছিল,
তারা কি মুসলিম ছিল??
যারা আমেরিকা
আবিষ্কারের পর নিজেদের
প্রভাব বিস্তারের জন্য
উত্তর আমেরিকাতে ১০০
মিলিয়ন এবং দক্ষিন
আমেরিকাতে ৫০ মিলিয়ন
রেড-ইন্ডিয়ানকে হত্যা
করেছিল, তারা কি
মুসলিম ছিল??
যারা ১৮০ মিলিয়ন
আফ্রিকান কালো মানুষকে
কৃতদাস বানিয়ে আমেরিকা
নিয়ে গিয়েছিল, যাদের ৮৮
ভাগ সমুদ্রেই মারা গিয়েছিল
এবং তাদের মৃতদেহকে
আটলান্টিক মহাসাগরে
নিক্ষেপ করা হয়েছিল
তারা কি মুসলিম??
# উত্তর_হবে , এসব
মহাসন্ত্রাসী ও অমানবিক
কার্যকলাপের সাথে
মুসলমানরা কখনো
জড়িত ছিলনা ।
উপরে উল্যেখিত কাজগুলো
যাদের দ্বারা সংগঠিত হয়েছে
মূলত তারাই জঙ্গী। অযথা
মুসলমানদেরকে জঙ্গী
বানাবার অপচেষ্টা বন্ধ করো,
কারন এই সমস্ত জঙ্গী
তৎপরতার সাথে
মুসলমানদের দুরতম কোন
সম্পর্কও নেই। ইতিহাসই
তার জ্বলন্ত প্রমাণ!!
CTD

শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকত...
17/10/2024

শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।

সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে, একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠে।

সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে, সেটা বুঝে ফেলা।

সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা।

সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝি গুলো মাঝেমধ্যে সেলাই করে নেওয়া।

সংসার মানে হলো এডজাস্টমেন্ট, "তোমার আমার" থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসিমুখে খেয়ে ফেলা, সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেওয়া।

সংসার মানে হলো বিয়ের ডেট, একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া।

সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা, আবার তেমনি শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো।

সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে।

সংসার মানে হলো মাসের শেষে টাকাপয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা "আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও"

সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা।

সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয়

সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা "খেয়েছো"

সংসারে ওঠানামা, ভাঙাগড়া থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না, একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে

সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়, তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি....

সংগৃহীত

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when DAILY CRIME WATCH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share