25/09/2025
আমার ভাই যখন ক্লাস টু এ পড়ে সম্ভবত তখনকার ঘটনা,,আমার ভাইকে দুই টাকা দিয়েছিল ধনে পাতা আনার জন্য,,আমার বাবা তখন ব্যবসায়ের কাছে ঢাকা আসে,,,তাই ভাইকে পাঠিয়েছে মা,,,
আমার ভাই যখন ধনে পাতা নিয়ে আসে তখন আমার মা খেয়াল করে ধনে পাতার মধ্যে কিছু ধনে পাতা পরিষ্কার আর কিছু ধনে পাতায় মাটি লেগে আছে,,,তখন আমার মায়ের মনে সন্দেহ জাগে এবং আমার ভাইয়ে জিজ্ঞাসা করে ধনে পাতা দুই রকমের কেনো,,,
অনেক বার জিজ্ঞাসা করার পর ভাই স্বীকার করে যে ভাই এখান থেকে এক টাকা খেয়ে বাকি এক টাকা দিয়ে ধনে পাতা কিনে আনার সময় অল্প দেখায় তাই অন্যের জমি থেকে আরো ধনে পাতা তুলে নিয়ে আসে,,,
আমার মা ওইদিন ঐ ধনে পাতা রান্নায় ব্যবহার করেননি,,,বাবা বাড়িতে যাওয়ার পর বাবার কাছে সব ঘটনা খুলে বলে এবং এই ধনে পাতা যে লোকের জমি থেকে উঠিয়ে আনে ওনার কাছে ধনে পাতা সহ বাবাকে পাঠায়,,,
তখন ওই লোক সব কিছু শুনে বলে এই কথা অন্য কেউ হলে তো জানতামই না,,,
মা বাবার ঋণ কখনো শোধ করতে পারবোনা,,কারণ মা বাবা শুধু আমাদের কে জন্মই দেননি,,,মা বাবা আমাদের শিখিয়েছেন কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা হারাম কোনটা হালাল,,,,পরে একদিন ছোট ভাইয়ের গল্প বলবো ইংশাআল্লাহ,,,,