
07/08/2025
"যে পাঠক এই সংকলনটি হাতে তুলবেন, তাঁদের জন্য... সতর্কতা এই—এখানে আপনারা কোন জাতীয়তাবাদী অহমিকা বা ঔপনিবেশিক নিপীড়নের সরল বিবরণ খুঁজে পাবেন না। বরং ভাষার উপর নিয়ন্ত্রণের সেই সূক্ষ্ম অথচ নির্মম প্রকৌশল দেখতে পাবেন, যার মাধ্যমে সাম্রাজ্য ও তাদের স্থানীয় দোসরগণ আমাদের স্মৃতি, পরিচয় ও ইতিহাসকে নিজেদের মতো করে লিখে ফেলে।
আমন্ত্রণ যুদ্ধের ময়দানে। ভাষার উপর এই যুদ্ধ এখনও শেষ হয়নি। এই মুহূর্তে, এখানে, আমাদের প্রতিদিনের শব্দচয়ন, আমাদের চুপচাপ মেনে নেয়া, আমাদের ভুলে যাওয়ার মধ্যে এই যুদ্ধ অব্যাহত আছে।
এই গ্রন্থটিকে নিছক ইতিহাসের পাঠ হিসেবে নয়, বরং অসমাপ্ত মুক্তিযুদ্ধের রণকৌশল হিসেবে পড়ুন।" -- মোহাম্মদ জহিরুল ইসলাম
জার্নালটি সংগ্রহ করতে ইনবক্স করুন।