
07/05/2025
আহমদ ছফা জীবনভর রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরাগী ছিলেন। জীবনের উপান্তে আসিয়া তিনি একবার লিখিয়াছিলেন, 'রবীন্দ্রনাথ স্বয়ং একটি মহাসাগর– যার তল কোথায়, বিস্তৃতি কতদূর, অদ্যাবধি তা মানুষের অনুসন্ধানের সাধ্যের বাইরে থেকে গেছে।' তাঁহার মতে, 'রবীন্দ্রনাথ যেমন বাঙালীর আশা-আকাঙ্ক্ষা, আনন্দ-বেদনা, সমৃদ্ধি এবং পূর্ণতার প্রতীক, তেমনি বিশ্বসাহিত্যের একজন নমস্য ব্যক্তিত্ব–কবিদের কবি, দার্শনিকদের দার্শনিক এবং ধর্মগুরুদেরও ধর্মগুরু।'
শুভ জন্মদিন, কবিগুরু।