দৈনিক কালের বাণী - The Daily Kaler Bani

দৈনিক কালের বাণী - The Daily Kaler Bani The daily kalerbani is a Media and newspaper company in Bangladesh.

জাতীয় সংবাদ পরিষদের সভাপতি নূর হাকিম  সাধারণ  সম্পাদক  ইদ্রিস আলী নান্টুনিজস্ব প্রতিবেদকঅদ্য ২৭ জানুয়ারি ২০২৪ জাতীয় সংবা...
27/01/2024

জাতীয় সংবাদ পরিষদের সভাপতি নূর হাকিম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী নান্টু

নিজস্ব প্রতিবেদক

অদ্য ২৭ জানুয়ারি ২০২৪ জাতীয় সংবাদ পরিষদ [জেএসপি] এর এক সভা কেন্দ্রীয় কার্যালয় কাওরান বাজার ঢাকাস্থ সকালের সময় পত্রিকার সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কমিটির সদস্যসহ ৪০ জন সম্পাদক ও প্রকাশক উপস্থিত ছিলেন।
সর্বসম্মতিক্রমে সাধারণ সভায় মো. নূর হাকিমকে সভাপতি ও মো. ইদ্রিস আলি নান্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি এস. শাহাজাহান আলি গোলদার ও মোস্তফা হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. বেলায়েত হোসেন টিপু ও মনোয়ার হোসেন সিদ্দিকী, কোষাধক্ষ মো. রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, দপ্তর সম্পাদক অয়ন আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. মহিবুল হাসান, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক খাদিজা আক্তার, আইন বিষয়ক সম্পাদক এম এইচ মোতালেব খান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মহিউদ্দিন ফারুকী-সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকে সংবাদ পত্রের সংকট নিরসনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে কমিটির সকল সদস্য জনগণের পক্ষে উন্নত রাস্ট্র গঠনে সরকারের পাশাপাশি গঠনমূলক সমালোচনার মাধ্যমে সুখী, সমৃদ্ধ জাতি গঠনে একমত পোষন করেন। সভা শেষে আইসিটি আইনের উপর শাহাজাহান আলি গোলদার সম্পাদিত বইয়ের মোড়ক উম্মোচন করেন জেএসপি’র নবনির্বাচিত সভাপতি মো. নূর হাকিম।

দক্ষ অভিনেত্রী হতে চান শ্রেয়সীএ প্রজন্মের মডেল-অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া। ফটোশুটের মডেল হয় তার শোবিজের পথচলা শুরু হয়। এরপ...
27/01/2024

দক্ষ অভিনেত্রী হতে চান শ্রেয়সী

এ প্রজন্মের মডেল-অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া। ফটোশুটের মডেল হয় তার শোবিজের পথচলা শুরু হয়। এরপর ‘হীরার আংটি’ নামের একটি একক নাটকে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। নাটকটিতে শ্রেয়সীর অভিনয় প্রশংসিত হয়। এ নাটকে অভিনয়ের মাধ্যমে নাট্যাঙ্গনে তার অভিষেক হয়। এরপর আরো বেশকিছু নাটকে অভিনয় করেছেন তিনি।

মাঝে পড়াশোনার জন্য কাজ থেকে সাময়িক দূরে থাকলেও ফের কাজে ফিরেছেন শ্রেয়সী। শিগগিরই অংশ নিবেন ভালোবাসা দিবসের কয়েকটি নাটকের শুটিংয়ে। এরপর আসছে ঈদের জন্য নাটক এবং ওয়েব সিরিজ ও ফিল্মের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

শ্রেয়সী বলেন, বর্তমানে আমাদের নাটক-ওটিটির কাজ অনেক ভালো হচ্ছে। এ মাধ্যমে নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এরই মধ্যে ওটিটির কাজ নিয়ে কথা হয়েছে। আগামী মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে সামনে আমার বেশ কয়েকটি ভালো কাজ আসছে।

শোবিজ নিয়ে ভবিষ্যত পরিকল্পনা জানিয়ে শ্রেয়সী বলেন, সবারই স্বপ্ন থাকে চলচ্চিত্রে নায়িকা হিসেবে মেলে ধরার। আমিও সেই স্বপ্ন দেখি। বর্তমানে চলচ্চিত্রের জন্য নিজেকে তৈরি করছি। খুব শিগগিরই চলচ্চিত্রে নাম লেখাবো। তবে তার আগে নাটক এবং ওটিটিতে কাজ করে নিজেকে চেনাতে চাই। অভিনয়ে আরও দক্ষ গড়ে তুলতে চাই।

বর্তমানে শ্রেয়সী শ্রেয়া অভিনীত প্রচার চলতি ধারাবাহিক বাংলাভিশনে ‘কুইন প্যালেস’, এনটিভিতে ‘প্রবাসী পরিবার’ ও এটিএন বাংলায় ‘লাভ রোড’।

'শেষ বাজি' সিনেমায় আইটেম গানে প্রিয়া অনন্যানিজস্ব প্রতিবেদকসম্প্রতি মুক্তি পেয়েছে মেহেদী হাসান পরিচালিত শেষ বাজি সিনেমা।...
22/01/2024

'শেষ বাজি' সিনেমায় আইটেম গানে প্রিয়া অনন্যা
নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি মুক্তি পেয়েছে মেহেদী হাসান পরিচালিত শেষ বাজি সিনেমা। সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। প্রথম থেকেই সিনেমাটির প্রচারণা ছিল নায়ক সাইমন সাদিক ও শিরিন শিলা। এবার চমক হিসেবে এর সঙ্গে যোগ হলো আরেকটি নাম। সিনেমাটির আইটেম গানে কোমড় দুলাইছেন মডেল-অভিনেত্রী প্রিয়া অনন্যা। 'তুই বড় সেয়ানা বন্ধু' গানে নাচতে দেখা গেছে এই অভিনেত্রীকে। আর এই গানের সঙ্গে দর্শক মাতানো ঢঙে নেচেছেন এই সুন্দরী অভিনেত্রী। আর গানে কণ্ঠ দিয়েছেন স্বীকৃতি ও শাহরিয়ার রাফাত । গানটির কথা সেজুল হোসেন এবং সুর ও সংগীত-শাহরিয়ার রাফাত। আইটেম গানটি কোরিওগ্রাফি করেছেন নৃত্য পরিচালক হাবিব।

তবে আইটেম গান মানেই সবার আগে নজরে আসে সাজপোশাক। চোখধাঁধানো পোশাক আর সাজের সমন্বয়ে তৈরি হয় বিশেষ লুক। এই গানে প্রিয়া অনন্যা বেছে নিয়েছেন আকর্ষণীয় লেহেঙ্গা-চোলি ধরনের টপ ও বটম।

প্রিয়া অনন্যা বলেন, এটা আমার লাইফের ভালো কাজের একটি। হলের ভিতরে দর্শকের শিস-হাততালিতে প্রমাণ হয়েছে গানটি
দারুণ জনপ্রিয়তা পাবে বলে আমার বিশ্বাস। এ গানের আগে দর্শক আমাকে এই লুকে দেখেছে, এবার তার চেয়েও গ্ল্যামারাস লুকে দেখবেন। নিজেকে ভেঙে নতুনভাবে পারফর্ম করেছি। খুব গোছানো একটা কাজ এটি।

এই সিনেমাটি প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, শিরিন শিলা, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভি প্রমুখ। মানুষের জীবনে জুয়া খেলার নেতিবাচক প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে থ্রিলার ঘরানার সিনেমা ‘শেষ বাজি’।

ঝিনাইদহে হাতের কব্জি ও পা বিচ্ছিন্নকারী প্রধান আসামী তন্ময় যাত্রাবাড়ী থেকে গ্রেফতার নিজস্ব প্রতিবেদকঝিনাইদহ জেলার সদর থা...
22/01/2024

ঝিনাইদহে হাতের কব্জি ও পা বিচ্ছিন্নকারী প্রধান আসামী তন্ময় যাত্রাবাড়ী থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ জেলার সদর থানাধীন হামদহ ঘোষপাড়া এলাকায় বসবাসকারী ভিকটিম বরুন কুমার ঘোষের সাথে আসামি তন্ময় হোসেন (২৩), পিতা- মোঃ বুলু জোয়ার্দার, সাং-টিবলেপাড়া,থানা- ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ সহ আরো কয়েকজন আসামির সাথে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে আসামিরা ভিকটিম ও তার পরিবারের লোকজনকে খুন-জখমের হুমকি দিয়ে আসছিল। গত ০৯ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় ভিকটিম বরুন কুমার ঘোষ ইজিবাইক সহযোগে ভিসার কাজে বাইরে গেলে ঝিনাইদহ জেলার সদর থানাধীন হামদহ শেখপাড়া এলাকায় পৌছা মাত্র পূর্ব হতে ওত পেতে থাকা এজাহার ভুক্ত ০৯ জন আসামিসহ অজ্ঞাতনামা আরো ৯-১০ জন আসামি পূর্ব পরিকল্পিতভাবে বে-আইনী দলবদ্ধ হয়ে ভিকটিম বরুন কুমার ঘোষ’কে ইজিবাইক থেকে নামিয়ে রাম-দা, চাপাতি, ডাসা, লোহার রড দিয়ে এলোাপাথারি ভাবে কোপাতে ও আঘাত করতে থাকে। আসামিরা ভিকটিমের মাথা লক্ষ্য করে কোপ মারে এবং প্রচন্ড কোপাকোপির ফলে ভিকটিমের আঙ্গুল,ডান হাতের কব্জি ও বাম পা হাটু থেকে সম্পূর্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা ঘটনাস্থল হতে পালিয়ে যায়। অতঃপর স্থানীয় লোকজন ভিকটিম বরুনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

৩। উক্ত ঘটনায় মৃত বরুনের স্ত্রী টুম্পা রানী ঘোষ বাদী হয়ে ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর থানায় চাঞ্চল্যকর বরুন কুমার ঘোষ হত্যাকাণ্ডে জড়িত এজাহারভুক্ত ০৯ জন এবং অজ্ঞাতনামা আরো ৯/১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-১৯, তাং-১০/০১/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দন্ড বিধি। উক্ত হত্যাকাণ্ডের ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া গুরুত্বের সাথে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় জবানবন্দি প্রাপ্ত পলাতক প্রধান আসামি তন্ময় হোসেন’কে গ্রেফতারের লক্ষ্যে অধিনায়ক র‌্যাব-১০ বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচন পত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল চাঞ্চল্যকর বরুন হত্যাকাণ্ডে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ২১ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ০৮:৪০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন উত্তর যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত ঝিনাইদহ জেলার সদর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে চাঞ্চল্যকর বরুন হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত পলাতক আসামি তন্ময় হোসেন (২৩), পিতা- মোঃ বুলু জোয়ার্দার, সাং-টিবলেপাড়া,থানা- ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকাণ্ডে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর হতে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্য জেলার মতো ফরিদপুরেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু জ্বর। দিন দিন বেড়েই চলেছে রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আক্র...
12/07/2023

অন্য জেলার মতো ফরিদপুরেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু জ্বর। দিন দিন বেড়েই চলেছে রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও অন্তত ২০ জন।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, ফরিদপুরে জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৫৫ জন রোগী আক্রান্ত হলেও কোনো মৃত্যু ঘটেনি। এদের মধ্যে ৯০ জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। বাকি ৬৫ জনের চিকিৎসা চলছে।
এদিকে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা বৃদ্ধিতে সচেতনতা কার্যক্রম শুরু করেছে জেলার স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার(১১ জুলাই) ফরিদপুর জেনারেল হাসপাতাল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সচেতন প্রচারণা চালান ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান।
নতুন আক্রান্ত ২০ জনের মধ্যে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ও মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন।
চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন, ফরিদপুর জেনারেল হাসপাতাল ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন করে ১০ জন এবং মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজনের চিকিৎসা চলছে।
এদিকে মঙ্গলবার দুপুর ১২টা থেকে ফরিদপুরের সিভিল সার্জনের নেতৃত্বে ফরিদপুর জেনারেল হাসপাতাল চত্বর ও বিভিন্ন ওয়ার্ডে এবং পরে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু বিষয়ক সচেতনতা মাইকিং করা হয়। পাশাপাশি বিতরণ করা হয় লিফলেট।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. গনেশ কুমার আগরওয়ালা, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা আল আমিন সারোয়ার, জেলা মেডিকেল সার্ভিলেন্স কর্মকর্তা এ কে এম আহসানুজ্জামান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম।
এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান জাগো নিউজকে বলেন, ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে আছে। শঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখন পর্যন্ত উদ্ভব হয়নি।
তিনি আরও বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আমাদের সার্বিক প্রস্তুতি আছে। এখনো পর্যন্ত কোনো রোগীর মৃত্যু ঘটেনি।

রাজধানীতে দু’দলের সমাবেশ : বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনযুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল এখন বাংলাদেশ সফর ...
12/07/2023

রাজধানীতে দু’দলের সমাবেশ : বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল এখন বাংলাদেশ সফর করছে। এর মধ্যে আজ বিএনপি রাজধানীতে সরকার পতনে এক দফা ঘোষণা ও গণশক্তি প্রদর্শনে সমাবেশ ডেকেছে। বিএনপিকে রাজপথে একতরফা শক্তি প্রদর্শনের সুযোগ দিতে রাজি নয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি রাজধানীতে শান্তি সমাবেশের ডাক দিয়েছে।
দুই দলের কর্মসূচিকে ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। ২৩ শর্তে এ সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। এদিকে, বিএনপির সমাবেশস্থলের অল্প দূরে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।
তবে একই দিনে কর্মসূচি পালন করতে গিয়ে যেন কোনো সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। তারাও ২৩ শর্তে এ সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।
আওয়ামী লীগের দলীয় একাধিক সূত্র জানায়, রাজধানীতে একই দিনে দুই বড় দলের কর্মসূচি থাকলেও তা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করবে না। এক বছরের বেশি সময় ধরে বিএনপির কর্মসূচির দিন শান্তি সমাবেশ কর্মসূচি পালন করে আসছে আওয়ামী লীগ।
রাজধানীতেও একই দিনে এ ধরনের কর্মসূচি পালন করা হয়েছে। তবে ঢাকা ও ঢাকার বাইরে কোথাও একবারও সংঘর্ষের ঘটনা ঘটেনি।
দুই দলের কর্মসূচিকে কেন্দ্রে করে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এবং বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কাউকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা সদস্যরা কাজ করছেন।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, সমাবেশকে ঘিরে পুলিশের প্রস্তুতি রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ইতোমধ্যে মোতায়েন রাখা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ। মতিঝিল বিভাগ ছাড়াও অন্য বিভাগের পুলিশও সমাবেশকে কেন্দ্র করে আনা হয়েছে। সমাবেশের নামে কেউ নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বোয়ালমারীর বির্তকিত কর্মকান্ডের কারণে তিন ছাত্রলীগ নেতাকে অব্যাহতিবিশেষ প্রতিবেদকফরিদপুরের তিন ছাত্রলীগ নেতাকে বির্তকিত ...
08/05/2023

বোয়ালমারীর বির্তকিত কর্মকান্ডের কারণে তিন ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
বিশেষ প্রতিবেদক
ফরিদপুরের তিন ছাত্রলীগ নেতাকে বির্তকিত কর্মকান্ডের কারণে অব্যহতি দিয়েছে জেলা ছাত্রলীগ। বির্তকিত এসব কর্মকান্ড নিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিবৃত্তির মাধ্যমে বহিস্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অব্যাহতি দেওয়া তিন ছাত্রলীগ নেতা হলেন, জেলা ছাত্রলীগের সহসম্পাদক আশরাফুজ্জামান জোহা, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বিল্লাল মৃধা ও সাংগঠনিক সম্পাদক সুদেব বিশ্বাস।
জানা যায়, গত ২৫ মার্চ ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিং কোমরের পিছনে পিস্তল গুঁজে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি আপলোড দিয়ে ভাইরাল হয়। নিজের ফেসবুক ওয়ালে ‘দিবেন যা, পাবেন তা, ভাবনা চিন্তা কল্পনাহীন ক্যাপশন লিখে পোস্ট করেন। সে সময় খেলনা পিস্তল বলে দাবি করেন। শুভ্রদেব সিং বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সুধীর বিশ্বাসের ছেলে এবং ফরিদপুর রাজেন্দ্র কলেজের স্নাতক শ্রেণির ছাত্র। পুলিশ দুইদিন পরেই তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক)/২৭(১)(ঘ)/৩১ ধারায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন।
এর পরেই চলতি মাসের ৯ এপ্রিল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিল্লাল মৃধা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেশীয় অস্ত্রের একটি টিকটক ভিডিও পোস্ট করে সমালোচিত হন। এ ঘটনায় তার মোবাইল হারিয়ে যাওয়ায় ফেসবুক একাউন্টটি হ্যাক হয়েছে বলে দাবি করেন। বিল্লাল মৃধা বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কামারগ্রামের (মৃধাপাড়া) জাহাঙ্গীর মৃধার ছেলে।
অপরদিকে গত ৮ এপ্রিল ইয়াবাসহ বোয়ালমারী থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন জেলা ছাত্রলীগের সহসম্পাদক আশরাফুজ্জামান জোহা (২৮)। উপজেলার সাতৈর ইউনিয়নের মহিশালা এলাকা থেকে ৩২ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেন জাকিরের ছেলে। থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন। ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ায় আশরাফুজ্জামান জোহাকে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং স্থায়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করে জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদ বলে জানা গেছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল বলেন, ‘বিষয় গুলো খুবই দুঃখজনক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম ছবি বা ভিডিও ছাড়া তাদের ঠিক হয়নি। হোক সেটা খেলনা বা টিকটকের ভিডিও। এসব কাজে আমরা বিব্রত। সংগঠন বিরোধী বা সমাজের চোখে খারাপ দেখায় এ রকম কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিন ছাত্রলীগ নেতার সাময়িক বহিস্কারের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদ বলেন, সংগঠন পরিপন্থি অনৈতিক কর্মকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আশরাফুজ্জামান জোহাকে স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলা বাতিল চেয়ে আবেদন খারিজের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের কর...
08/05/2023

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলা বাতিল চেয়ে আবেদন খারিজের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেন। এর ফলে ড. ইউনূসের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে থাকা মামলার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই, বলছেন সংশ্লিষ্ট আইনজীবী।
ঢাকার শ্রম আদালতে করা মামলা বাতিল চেয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের করা আবেদন খারিজ করে গত বছরের ১৭ আগস্ট রায় দেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে গত বছর আপিল বিভাগে লিভ টু আপিল করেন ড. ইউনূস। গত মাসে লিভ টু আপিলের ওপর শুনানি শেষে আদালত আজ আদেশের জন্য দিন রাখেন।
আদালতে লিভ টু আপিলকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন, সঙ্গে ছিলেন আইনজীবী খাজা তানভীর আহমেদ ও মো. ইব্রাহিম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
আদেশের পর আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ড. ইউনূসের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে শ্রম আদালতে থাকা মামলার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই।
ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, মক্কেলের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
২০২১ সালের সেপ্টেম্বর মাসে ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের একজন শ্রম পরিদর্শক বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। অপর তিনজন হলেন গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও শাহজাহান।
মামলার অভিযোগ থেকে জানা যায়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তারা ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে যান। সেখানে গিয়ে তাঁরা শ্রম আইনের কিছু লঙ্ঘন দেখতে পান। এর মধ্যে কয়েকজন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাঁদের স্থায়ী করা হয়নি। শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি। এ ছাড়া শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি।

ফরিদপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের এর আয়োজনে ফরিদপুরের জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ এর সভাপতিত্বে...
08/05/2023

ফরিদপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের এর আয়োজনে ফরিদপুরের জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ এর সভাপতিত্বে রোববার সকাল ১১ টায় ফরিদপুর শহরের কবি জসীম উদ্দিন হলে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের মহাপরিচালক জনাব ড. সেলিনা আক্তার, বিশেষ অতিথি ছিলেন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক দীপক কুমার সরকার, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন,ফরিদপুর জেলা পাট অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মজিবুর রহমান, ফরিদপুর জেলা পাট অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ লুৎফর রহমান, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা সহ ফরিদপুর জেলার পাট চাষীরা।

সমাবেশে বক্তারা ফরিদপুর জেলায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদনের জন্য সার বীজ সহ প্রযুক্তিগত সহায়তা দেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে আহ্বান জানান। তারা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এই দেশের কৃষকরা করোনা কালীন সময়েও তাদের কৃষি উৎপাদন অব্যাহত রেখে দেশের সামগ্রিক উন্নয়নের ধারাকে সচল রেখেছেন। তাই তাদের এই অবদানের জন্য বাংলার কৃষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন অতিথিবৃন্দ।

পাট চাষীরা তাদের উৎপাদিত পাট পচানোর ব্যাবস্থা করা ও পাটের ন্যায্য মূল্য প্রাপ্তির বিষয়টি নিশ্চিৎ করার দাবি জানান। অনুষ্ঠানে জেলা প্রশাসক পাট চাষীদের সার্বিক সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর               বর্তমান সরকারের নীতিগত সহায়তার ফলে বাংলাদ...
27/04/2023

জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
বর্তমান সরকারের নীতিগত সহায়তার ফলে বাংলাদেশ আঞ্চলিকভাবে বিনিয়োগের কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে জানিয়ে জাপানের ব্যবসায়ী-উদ্যোক্তাদের আরও বড় পরিসরে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) টোকিওতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নীতির কারণে বিনিয়োগ, শিল্পায়ন ও রফতানির জন্য একটি আঞ্চলিক কেন্দ্র হতে যাচ্ছে বাংলাদেশ। প্রকৃত বিনিয়োগ এখনও কম। আমরা জাপানের কাছ থেকে আরও বিনিয়োগ চাই। আমি আপনাদের সবাইকে বাংলাদেশে আসার জন্য এবং ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনাগুলো অন্বেষণের আমন্ত্রণ জানাচ্ছি।
বৃহস্পতিবার টোকিওর গ্যালাক্সি বল রুমে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নিজের বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশ বিএই অঞ্চলে এবং এর বাইরে বিভিন্ন গন্তব্যে রফতানির জন্য একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে আবির্ভূত হবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) যৌথভাবে ‘বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে। শেখ হাসিনার উপস্থিতিতে জেসিসিআই ও এফবিসিসিআই অন্তর্ভুক্ত বাংলাদেশ ও জাপানের বেসরকারি কোম্পানির মধ্যে ১১টি সমঝোতা স্মারক (এমওইউ) বিনিময় হয়।
বিএসইসির চেয়ারম্যান (সিনিয়র সচিব) অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম সম্মেলনে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
বাংলাদেশে বিনিয়োগে রিটার্ন ধারাবাহিকভাবে বেশি হয়েছে উল্লেখ করে এ সময় তিনি বলেন, বাংলাদেশের ব্যবসাবান্ধব আর্থিক ও অ-আর্থিক নীতি এবং প্রণোদনা, স্থিতিশীল গণতন্ত্র, বিচক্ষণ শাসন ও নেতৃত্বের নিশ্চয়তা বৈদেশিক বিনিয়োগের ভালো ফল দেবে।
তিনি বলেন, আমরা আত্মবিশ্বাসের সঙ্গে আশ্বস্ত করতে পারি যে, বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য একটি সুনিশ্চিত ভবিষ্যৎ নিশ্চিত করে। আমরা বিশ্বের সব বিনিয়োগকারীদের, বিশেষ করে জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য স্বাগত জানাই।
এর আগে বুধবার (২৬ এপ্রিল) বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ওই বৈঠকে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ-জাপান বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ‘ব্যাপক অংশীদারিত্ব’ থেকে সফলভাবে ‘কৌশলগত অংশীদারিত্বে’ পৌঁছেছে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে ঢাকা ও টোকিওর মধ্যে আটটি চুক্তি স্বাক্ষর হয়েছে। কৃষি, মেট্রোরেল, শিল্প উন্নয়ন, জাহাজ রিসাইক্লিং, শুল্ক সংক্রান্ত বিষয়, মেধাসম্পদ, প্রতিরক্ষা সহযোগিতা, আইসিটি ও সাইবার নিরাপত্তা সহযোগিতা বিষয়ে দুই বন্ধুপ্রতীম দেশের সংশ্লিষ্ট ব্যক্তিগণ চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মঙ্গলবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে টোকিও’র হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। জাপানের বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। প্রদান করা হয় স্ট্যাটিক গার্ড অব অনারও।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী দিলো স্বেচ্ছাসেবী সংগঠনবোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর...
13/04/2023

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী দিলো স্বেচ্ছাসেবী সংগঠন

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে 'হৃদয়ে আলফাডাঙ্গা' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ মঙ্গলবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, চিনি, খেজুর, লবন, সেমাইসহ গুড়ো দুধ ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে তুলে দেন।

জানা যায়, রবিবার রাতে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চর চান্দড়া গ্রামের কৃষক আব্দুর রহমান সর্দারের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রহমান সর্দার ও তার পরিবার ঘর থেকে বের হতে পারলেও ওই সময় তারা কোন জিনিসপত্র ঘর থেকে বের করতে পারেননি। এ কারণে বসতঘরে থাকা কাপড়-চোপড়, ফসল ও আসবাবপত্রসহ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার (১১ এপ্রিল) হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য গণমাধ্যমকর্মী মিয়া রাকিবুল, মনিরুল ইসলাম ও তরিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত ওই কৃষকের বাড়িতে ছুটে গিয়ে তাদের পাশে দাঁড়ান।

এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে একমাসের বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন সংগঠনটির সদস্যরা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ২৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ৫ কেজি আলু, ৩ কেজি তেল, ৩ কেজি পেয়াজ, ২ কেজি চিনি, ১ কেজি খেজুর, ১ কেজি লবন, ২ প্যাকেট সেমাই ও ১ প্যাকেট গুড়ো দুধ দেওয়া হয়।

এ ব্যাপারে হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য মিয়া রাকিবুল জানান, 'এমন অগ্নিকাণ্ডে আমরা সত্যিই মর্মাহত। আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। এধরণের সহযোগিতা অব্যাহত থাকবে। সেইসাথে সমাজের বিত্তবানদের অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি।

মো. নুর ইসলাম
প্রতিনিধি

Address

Dhaka

Telephone

+8801672647303

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক কালের বাণী - The Daily Kaler Bani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক কালের বাণী - The Daily Kaler Bani:

Share