28/07/2025
এইটা ছবিটা তোর ৬ মাসের ছবি। 🥰তোর মাম্মামের খুব ইচ্ছে ছিলো যেদিন তোর ৬ মাস পুর্ন হবে সেদিন ছোট করে সেলিব্রেট করবে।😊একটু একটু করে টিফিনের টাকা জমিয়েছিলো এই দিনটার জন্য কাউকে বুঝতে দেইনি। সেই জমানো টাকা দিয়ে ছোট্ট করে তোর 6th month birthday পালন করলো। 🥰 আর আজ তুই ৬ মাস হলো নেই। 😓সবাইকে ফাকি দিয়ে কাদিয়ে মায়ের বুক খালি করে চলে গেলি।🥺 এই বুকটা যে ফাকা হয়ে গেছে পাখি😭 কাউকে বুঝাতে পারি না এই বুকের মধ্যে কি ঝড় বয়ে যায় 😓। কোন ভাবে মেয়ে নিতে পারি না তুই আমার আয়ান পাখি এখন জান্নাতের পাখি 😭। একটা কথা ভেবে নিজেকে শান্ত রাখি যে আল্লাহ যা করেন ভালোর জন্য করে তিনি হয়তো চায়নি তুই এই পাপী পৃথিবীতে থেকে পাপ করিস। 🙂তাই তো তোকে নিজের কাছে ডাক দিয়েছেন🙂।এখন একাটা দোয়া করি আল্লাহর কাছে তুমি আমার পাখিটাকে ভালো রেখো আর পরকালে আবার আমার বুকে ফিরিয়ে দিও🤲🥺(আমিন)