Roksana Munny

Roksana Munny Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Roksana Munny, Dhaka.

ছোটকালে মা একটা ললিপপের জন্য থাপ্পড় মেরেছিলো বলে বড় হয়ে নেহা টক্কর এক সাথে চারডা ললিপপ খাওয়ার গান বানিয়ে প্রতিশোধ নিলো ...
30/12/2025

ছোটকালে মা একটা ললিপপের জন্য থাপ্পড় মেরেছিলো বলে বড় হয়ে নেহা টক্কর এক সাথে চারডা ললিপপ খাওয়ার গান বানিয়ে প্রতিশোধ নিলো মায়ের ওপর।
এটা দেখে আমিও শিক্ষা নিলাম।
আম্মু এখন আমাকে মিষ্টি খেতে দিচ্ছে না।
বড় হয়ে গান বানাবো

ভাবছি জিমেইল অ্যাকাউন্ট টাই খুলে নিবো। কারণ প্লে স্টোর একদম ফ্রি 🙂🤗
27/12/2025

ভাবছি জিমেইল অ্যাকাউন্ট টাই খুলে নিবো। কারণ প্লে স্টোর একদম ফ্রি 🙂🤗

কারণে অকারণে ফুল ভালোবাসি 🤍🌸 দেখা হলে ফুল দিও..!" 😇
27/12/2025

কারণে অকারণে ফুল ভালোবাসি 🤍🌸 দেখা হলে ফুল দিও..!" 😇

26/12/2025

লিস্টের সবাই ঠাস কইরা বিম্পি হয়ে গেলো । 🙂

সবার জন্য ডাব সাবান, চকোলেট, লোশন, ক্রিম আছে 🙂
25/12/2025

সবার জন্য ডাব সাবান, চকোলেট, লোশন, ক্রিম আছে 🙂

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তহবিল সংগ্রহে উল্লেখযোগ্য সাড়া পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্...
25/12/2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তহবিল সংগ্রহে উল্লেখযোগ্য সাড়া পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. তাসনিম জারা।
ঢাকা-৯ আসনের এই সংসদ সদস্য প্রার্থী মাত্র ২২ ঘণ্টায় সংগ্রহ করেছেন ৩৭ লাখ টাকা।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, ফান্ডরেইজিংয়ের লক্ষ্যমাত্রা প্রায় ছুঁয়ে ফেলেছেন তারা।
চূড়ান্ত লক্ষ্য ধরা হয়েছে ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা—আর মাত্র ৯ লাখ টাকা পেলেই ক্যাম্পেইন বন্ধ করা হবে।

ডা. তাসনিম জারা এই সহযোগিতাকে জনগণের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থন হিসেবে উল্লেখ করেন।
তিনি জানান, বিকাশ অ্যাকাউন্টের সীমা শেষ হয়ে যাওয়ায় এখন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান গ্রহণ করা হচ্ছে।

স্বল্প সময়ে এমন তহবিল সংগ্রহ নির্বাচনী রাজনীতিতে জনসম্পৃক্ততার একটি শক্ত বার্তা দিচ্ছে।

25/12/2025

এতোবছর পর দেশে আসলো আর আমাদের জন্য সাবান, সেম্পু, চকলেট আনলোনা🥹
এগুলো মানাযায়না😔

25/12/2025

আপনাদের থেকে ক্রিম আপা অনেক মেধাবী ।কেন বলতেছি জানেন ?সুশীল সমাজে শিক্ষিত আপারা আপনারা ক্রিম আপার ভয়েজ দিয়ে ভিডিও বানান তাহলে বুঝেন আপনার কি। শুধু ভাইরাল আর ফলোয়ার জন্য😅😅

আম্মু আজকে বাড়িতে থাকবে না।তো সাড়ে সাতটার সময় আমাকে ডেকে বললো—“ভাত রান্না করেছি। রুটি আছে। ডিম সিদ্ধ করে রেখেছি। দুধও জা...
25/12/2025

আম্মু আজকে বাড়িতে থাকবে না।
তো সাড়ে সাতটার সময় আমাকে ডেকে বললো—
“ভাত রান্না করেছি। রুটি আছে। ডিম সিদ্ধ করে রেখেছি। দুধও জাল দিয়েছি। যেটা ভালো লাগে খাইস।”
আটটার সময় আবার রিমাইন্ডার—
“আলসেমি করে কিন্তু না খেয়ে থাকিস না। আমি এসে যদি দেখি খাস নি তাহলে পি/টা/নি একটাও মাটিতে পড়বে না।”
আমি তখন মনে মনে হিসাব করি—
ভাত খাবো নাকি রুটি? ডিম নাকি দুধ?
রেডি-মেডি হয়ে যখন বেরিয়ে যাচ্ছে তখন শেষে বলল—
“মন চাইলে খাইস।
না চাইলে খাইস না।
তোর পেট তুই বুঝবি।
জানোয়ার।”
এখন আমি কনফিউজড 😵‍💫
খেলে মার খাবো,
নাকি না খেলে‌ মার খাবো।
এখন প্রশ্ন একটাই—
আমি আম্মুর কোন কথাটা শুনবো?

25/12/2025

কম্বলের বাহিরের জীবনে আমার কোনো ইন্টারেস্ট নাই । 🙂

নেতার প্রতি কি পরিমান ভালোবাসা থাকলে একটা মানুষ এই কনকনে শীতে হাফপ্যান্ট পইরা রাস্তায় মিছিলে আসে :)
25/12/2025

নেতার প্রতি কি পরিমান ভালোবাসা থাকলে একটা মানুষ এই কনকনে শীতে হাফপ্যান্ট পইরা রাস্তায় মিছিলে আসে :)

"কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার পর আমি আর বাড়ি যাইনি,কারণ বাড়িতে কেউ আমাকে গ্রহণ করেনি" কি করুণ তাই না? তার বাবা চাইতেন তিন...
24/12/2025

"কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার পর আমি আর বাড়ি যাইনি,কারণ বাড়িতে কেউ আমাকে গ্রহণ করেনি" কি করুণ তাই না? তার বাবা চাইতেন তিনি চাকরী করবেন, অথচ কি অবলীলায় তিনি বললেন "চাকরীই যদি সবাই করবে তাহলে পৃথিবীর এই রূপ সৌন্দর্য বর্ণণা করবে কে?"! সত্যিই তাই! যে অসাধারণ অভিব্যক্তি নিয়ে, যে অসাধারণ আকুলতা নিয়ে জুয়েল রানা প্রকৃতির সৌন্দর্য ব্যাখ্যা করেন, যে ভাষাতীত উৎসাহ নিয়ে তিনি ছুটে চলেন ধানের ক্ষেতে, পাখির বাসার খোঁজে, চাকরীর ৯টা-৫টা অফিসের ফাঁকে তাকে কোথায় খুঁজে পেতাম আমরা?!
বাংলাদেশের প্রচলিত নিয়ম- চাকরীই করতে হবে! আর এই চাকরীর চক্করে কত কত ছেলের স্বপ্ন ভেঙেছে, কতজন বিসর্জন দিয়েছেন নিজের মনের ইচ্ছা, আবার কতজনের সাথে বিচ্ছেদ হয়েছে প্রেমিকার কিংবা পরিবারের! জুয়েল রানা-"চিত্ত মিডিয়া" নামক ফেসবুক পেইজটির এই ভাইটির জীবনেও আছে এমন একটি গল্প!
জুয়েল রানা ভাইয়ের কন্টেন্ট দেখলে আপনার মন ভালো হতে বাধ্য! আর এই মানুষটির জীবনেই কিনা আছে এতোটা বিষাদ! জানিনা এই পোস্ট আপনার কাছ পর্যন্ত পৌছাবে কিনা তবে যদি পৌছায় কিংবা নাই বা পৌছায়, জুয়েল রানা ভাই-আপনার জন্যে এক বুক উজাড় ভালোবাসা! ঢাকা শহরের ব্যস্ততায় প্রকৃতির থেকে বহুদূরে আমাদের যাদের বাস, আপনার কন্টেন্টে আমরা খুঁজে পাই প্রকৃতির কাছে দীর্ঘশ্বাস ছাড়ার একটা উপায়! ভালো থাকবেন ভাই❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roksana Munny posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share