24/12/2025
"কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার পর আমি আর বাড়ি যাইনি,কারণ বাড়িতে কেউ আমাকে গ্রহণ করেনি" কি করুণ তাই না? তার বাবা চাইতেন তিনি চাকরী করবেন, অথচ কি অবলীলায় তিনি বললেন "চাকরীই যদি সবাই করবে তাহলে পৃথিবীর এই রূপ সৌন্দর্য বর্ণণা করবে কে?"! সত্যিই তাই! যে অসাধারণ অভিব্যক্তি নিয়ে, যে অসাধারণ আকুলতা নিয়ে জুয়েল রানা প্রকৃতির সৌন্দর্য ব্যাখ্যা করেন, যে ভাষাতীত উৎসাহ নিয়ে তিনি ছুটে চলেন ধানের ক্ষেতে, পাখির বাসার খোঁজে, চাকরীর ৯টা-৫টা অফিসের ফাঁকে তাকে কোথায় খুঁজে পেতাম আমরা?!
বাংলাদেশের প্রচলিত নিয়ম- চাকরীই করতে হবে! আর এই চাকরীর চক্করে কত কত ছেলের স্বপ্ন ভেঙেছে, কতজন বিসর্জন দিয়েছেন নিজের মনের ইচ্ছা, আবার কতজনের সাথে বিচ্ছেদ হয়েছে প্রেমিকার কিংবা পরিবারের! জুয়েল রানা-"চিত্ত মিডিয়া" নামক ফেসবুক পেইজটির এই ভাইটির জীবনেও আছে এমন একটি গল্প!
জুয়েল রানা ভাইয়ের কন্টেন্ট দেখলে আপনার মন ভালো হতে বাধ্য! আর এই মানুষটির জীবনেই কিনা আছে এতোটা বিষাদ! জানিনা এই পোস্ট আপনার কাছ পর্যন্ত পৌছাবে কিনা তবে যদি পৌছায় কিংবা নাই বা পৌছায়, জুয়েল রানা ভাই-আপনার জন্যে এক বুক উজাড় ভালোবাসা! ঢাকা শহরের ব্যস্ততায় প্রকৃতির থেকে বহুদূরে আমাদের যাদের বাস, আপনার কন্টেন্টে আমরা খুঁজে পাই প্রকৃতির কাছে দীর্ঘশ্বাস ছাড়ার একটা উপায়! ভালো থাকবেন ভাই❤️