
28/06/2025
একটা কথা প্রচলিত আছে, 'মাইগ্রেন যাদের আছে, তাদের সাথে ভালো ব্যবহার করুন। এরা ভালো থাকেই বা কয়দিন?
মাইগ্রেন যাদের আছে, তাদের সাথে যোগাযোগ করে জানলাম যে এদের আসলে 'কোনো কালেই' শান্তি নাই!
এই যে, বেশি গরম পড়লে তাদের মাথা ব্যা-থা করে আবার বেশি শীত পড়লেও মাথা ব্যা-থা করে! এখন বৃষ্টির সীজন। বৃষ্টির পানি মাথায় পড়লেও মাথা ব্যা-থা করে!
মাইগ্রেন রোদে গেলে বাড়ে,কিচেনে গেলে বাড়ে,চোখে আলো পড়লে বাড়ে, খুব সাউন্ডে বাড়ে!
একটু এদিক সেদিক হলেই ব্যাথা এসে হাজির,আর শান্তি পায়না! টাফনিল এর উপরেই তাদের জীবন!
আসলেই যাদের মাইগ্রেন আছে, তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত! এদের জীবনে তো শান্তি ই নাই 🙂