দ্বীনি বার্তা ツ

দ্বীনি বার্তা ツ Alhamdulillah vai 🥰🥰🥰

18/05/2025
গাজায় এখন তাদের খাবারের দরকার  প্রয়োজন 😔😔
06/04/2025

গাজায় এখন তাদের খাবারের দরকার প্রয়োজন 😔😔

নবী (সাঃ) বলেছেন আমি শেষ জামানার আমার উম্মতের উপর কিছু বিষয় ভয় করে সেটা হল যে আমার উম্মতের মধ্যে মূর্তি পূজা ঢুকে যাবে...
02/04/2025

নবী (সাঃ) বলেছেন আমি শেষ জামানার আমার উম্মতের উপর কিছু বিষয় ভয় করে সেটা হল যে আমার উম্মতের মধ্যে মূর্তি পূজা ঢুকে যাবে মুসলমান হবে কিন্তু তাও মূর্তিপূজা ঢুকে যাবে দেখেন সব মিলে গেছে 🥹
১. মুঘল আমলের কায়দায় ঈদ উৎসব বা মিছিলের শারঈ কোন ভিত্তি নেই। কেননা দ্বীন ইসলামের দলিল বা হুজ্জাত হল পবিত্র কুরআন ও শেষ নাবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লামের রেখে যাওয়া সুন্নাহ। আমরা পবিত্র কুরআন ও হাদিস থেকে ঈদের আনন্দে কোন কথিত আনন্দমিছিলের হদিস পাইনা! তাই কেউ নিছক বিনোদনের নিয়তে অংশ নিলেও কাজটি একটা ফালতু কালক্ষেপণ, আবার সাওয়াবের আশায় অংশ নিলে সুস্পষ্ট বেদয়াত যার অপর নাম পথভ্রষ্টতা! হাওযে কাওসার থেকে বঞ্চিত হওয়া।

২. সাহাবায়ে কেরাম, তাবেয়িন, তাবে তাবেঈনের যুগ থেকে শুরু করে ৪ ইমাম, মুহাদ্দিসিনে কেরাম কারও যুগেই এহেন ঈদ আনন্দ মিছিলের কোন অস্তিত্ব ছিল না। যদি তাদের উদ্দেশ্য ইসলামী সংস্কৃতির পুনর্জাগরণ হয়ে থাকে তাহলে কেনই বা এর নব্য উদ্ভাবন তাগুত শ্রেণী সরাসরি নাবি মুহাম্মাদ (স) ও তার সাহাবাদের প্রাচীন প্রায় ১০০ বছরের কোন সংস্কৃতি গ্রহণ করছে না? উত্তর স্পষ্ট! উদ্দেশ্য কি তবে ভিন্ন কিছু?

হতেই পারে!৩. কথিত এই ইসলামি ঈদ আনন্দ মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক মানব মূর্তি, পশুর মূর্তি ইত্যাদি প্রদর্শিত হয়েছে যা ইসলামে সম্পূর্ণ হারাম একটি কাজ। ঈদ মিছিলের নামে হিন্দুদের রথযাত্রাকেই ইসলামাইজড করার চিকনা শয়তানি করা হয়েছে। যাতে করে আগামীতে কথিত হাজার বছরের পহেলা বৈশাখের শিরক ও কুফুরি কাজ গুলোতে ঈদ আনন্দ মিছিলকে তারা দলিল হিসেবে ব্যবহার করতে পারে! আর যেহেতু ইলেকশনের আসন ও মুলার লোভে এ ব্যাপারে বহু মেইনস্ট্রিম দ্বীনদার আলেমসমাজও চুপ মেরে বসে আছেন তাই তাদের নিরবতাও বংগীয় সেকুলাংগার নাস্তিক মুরতাদদের পক্ষে শক্ত দলীল হবে কোন সন্দেহ নেই! ঈদ মোবারক আপনাদের! আমরা ইলমের যাকাত ও হক্কের ওজন কেবল পুলসিরাতেই বুঝতে পারব! ইনশাআল্লাহ!!!

৪. যারা (যে ত্বগুত) এগুলো চালু করল তারা নিসন্দেহে কোন ওলামায়ে কেরাম নন কিংবা ওলামায়ে কেরামের পরামর্শের ভিত্তিতেও করার প্রয়োজন বোধ করেননি। সম্ভবত ফাসেক সংস্কৃতি উপদেষ্টা কিংবা ফাসেক কোন চলচিত্র কর্মীদের থেকে আইডিয়াটি আসতে পারে! তাই যেহেতু ইসলামের নামে কাজটি করা হচ্ছে সেখানে কোন বেদ্বীন ফাসেক শ্রেণীর বিন্দুমাত্র অধিকার নেই তাওহীদি জনতার এই মাটিতে দ্বীনের ইসুলে ইজতিহাদ করার! কে তাদের এই অধিকার দিয়েছে আর কারাই বা এর পেছনে কলকাঠি নাড়ছে বিদগ্ধ আলেম সমাজের উচিৎ তা খতিয়ে দেখা। ইলমের হিসেব খুবই কঠিন!

শেষ পর্যন্ত দেখবেন প্লিজ দ্বীন_প্রচার_জন্য_ভিডিওটি_শেয়ার_করে_দিন
18/01/2025

শেষ পর্যন্ত দেখবেন প্লিজ দ্বীন_প্রচার_জন্য_ভিডিওটি_শেয়ার_করে_দিন

TikTok | Make Your Day

আপনার করা, সাদকায়ে জানিয়ে'র মত 😑
13/01/2025

আপনার করা, সাদকায়ে জানিয়ে'র মত 😑

24/10/2024

Address

Chittagong Division

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীনি বার্তা ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category