Love Lesson

Love Lesson Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Love Lesson, Video Creator, Dhaka.

31/07/2025

Sten Morgan's "7 Mindsets of Success: What You Really Need to Do to Achieve Rapid, Top-Level Success" focuses on internal shifts that drive external results, particularly in business and sales. Based on his philosophy,

Here are 3 key lessons:

1. Cultivate a "Future Self" Mindset: Define Who You Want to Be and Work Backwards: Morgan emphasizes that success isn't just about wishing or setting vague goals. It's about vividly envisioning your "future self" – the person you want to become, personally and professionally, in 3-5 years. The lesson is that this clear vision then acts as a compass, guiding your daily actions and providing intrinsic motivation to make decisions that align with that future, making your efforts purposeful and intentional.

2. Embrace Discomfort and Remove "Safety Nets" to Fuel Urgency and Growth: Many people stay in their comfort zones, which limits their potential. Morgan argues that true growth and rapid success often come from embracing discomfort and even strategically removing "safety nets" (like a stable but unfulfilling job, or excessive financial cushions that breed complacency). The lesson is that a healthy level of stress and urgency, born from pushing boundaries and taking calculated risks, can be a powerful motivator to achieve what seems impossible.

3. Focus Solely on What You Can Control and Master Your Time: Morgan highlights that successful individuals don't dwell on external circumstances they can't change (the 90%), but instead hyper-focus on the 10% that is within their control. This also extends to time management. The lesson is to be incredibly intentional with every minute, prioritizing high-impact tasks, eliminating distractions, and delegating efficiently. By mastering these controllable aspects, you maximize your productivity and direct your efforts towards meaningful outcomes.

29/07/2025

অন্যের কথায় সহজে বিচলিত হন? এই নিয়ম বদলে দেবে আপনার জীবন!

আপনি কি এমন একজন, যিনি অন্যের কথা বা আচরণে খুব সহজেই মন খারাপ করে ফেলেন? মনে রাখবেন, "Unbothered" থাকা মানে এই না যে কিছুই আপনার ওপর প্রভাব ফেলবে না। বরং, এটি একধরনের শক্তি—নিজেকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা। চলুন দেখে নিই এমন ৯টি সহজ নিয়ম, যা আপনাকে মানসিকভাবে দৃঢ় হতে সাহায্য করবে:

১. প্রয়োজনের বেশি কথা নয়
সব সময় সব কিছু বলতে নেই। যত বেশি বলবেন, তত বেশি ভুল বোঝাবুঝি বা সমস্যা তৈরি হবে। তাই বুঝে শুনে, সংক্ষেপে বলুন।

২. আবেগকে নয়, বুদ্ধিকে প্রাধান্য দিন
কষ্ট, রাগ, অপমান—এসব আবেগ আছে, থাকবে। তবে আবেগের বশে সিদ্ধান্ত নিলে ভুল হতেই পারে। ঠান্ডা মাথায় চিন্তা করুন।

৩. কারো কাছ থেকে বেশি আশা নয়
প্রত্যাশা যত বেশি, কষ্টও তত বেশি। তাই যত কম আশা করবেন, তত কম কষ্ট পাবেন।

৪. কম বলুন, বেশি করুন
কাজই পরিচয়। অন্যকে impress করার জন্য বেশি কথা নয়, বরং এমন কাজ করুন যাতে আপনার কাজই আপনার হয়ে কথা বলে।

৫. সবার মন জয় করতে যাবেন না
দশ জন মানুষ দশ রকম কথা বলবেই। আপনি যদি সবার পছন্দমতো নিজেকে বদলাতে থাকেন, এক সময় নিজের আসল সত্তাকেই হারিয়ে ফেলবেন।

৬. হেটার মানেই গোপন ফ্যান!
যারা আপনাকে ছোট করতে চায়, তারাও আসলে আপনার প্রতিভার ভক্ত। তারা আপনাকে দেখে, জানে, বোঝে—এই জন্যই তো হিংসা করে!

৭. নিখুঁত হবার চাপ নিন না
"Perfect" হবার চাপে নিজেকে ভাঙবেন না। ভুল থাকা মানেই আপনি মানুষ। আর আপনার সেই ছোট ছোট flaws-ও আপনাকে সুন্দর করে তোলে।

৮. নিজের সত্যটা জানুন
দুনিয়া যাই বলুক, আপনি জানেন আপনি কে। সেই সত্যের ওপর দাঁড়ান। আত্মবিশ্বাস তখনই আসবে।

৯. না বলতে শিখুন
সবার কথা রাখতে গেলে নিজের ক্ষতি হয়। তাই যেখানে প্রয়োজন, সেখানে স্পষ্টভাবে "না" বলুন। এতে আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন।

আজ থেকেই এই নিয়মগুলো একটু একটু করে জীবনে প্রয়োগ করুন। দেখবেন, কে কী বলল সেটা আর আপনাকে ততটা নাড়াতে পারবে না। আপনি নিজেই হবেন আপনার মনের বস! 💪

স্মার্ট থাকুন, স্থির থাকুন, Unbothered থাকুন।

16/01/2024
নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া দরকার…😊কারণ, সবাই অতিরিক্ত মূল্য পাওয়ারমর্যাদা বোঝে না…💔
26/12/2023

নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও
কখনো কখনো কঠোর হওয়া দরকার…😊
কারণ, সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার
মর্যাদা বোঝে না…💔

28/11/2023

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Love Lesson posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share